ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

author img

By

Published : Jun 29, 2020, 3:46 AM IST

কারখানার ঠিকা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় । সেই বিক্ষোভে স্থায়ী শ্রমিকরাও যোগ দেয় ৷ এই অপরাধে ওই শ্রমিককে শোকজ় করা হয় ৷ খবর পেয়ে আজ সকাল থেকে 50 জন শ্রমিক বিক্ষোভে শুরু করে ।

Workers agitaion in Durgapur due to tmc groupism
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

দুর্গাপুর, 28 জুন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের ৷ দুর্গাপুরের কাঁকসায় বাঁশকোপার নিও মেটালিক কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে নেমেছে শ্রমিকরা । শ্রমিকদের অভিযোগ , এই বেসরকারি কারখানাতে শাসকদলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব চলছে । মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে কাজ বন্ধ করে আন্দোলন শ্রমিকদের ।

কয়েকদিন আগে বাঁশকোপার এই বেসরকারি কারখানার ঠিকা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় । সেই বিক্ষোভে কারখানার স্থায়ী শ্রমিকরাও সামিল হয় ৷ সেকারণে গতকাল এক শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ শোকজ করে । খবর পেয়ে আজ সকাল থেকেই ওই কারখানার 50 জন শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভে নামে । শ্রমিকদের অভিযোগ, তৃণমূলের ওপর গোষ্ঠী প্রভাত চট্টোপাধ্যায়ের দলবল কারখানা কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে কারখানার শ্রমিকদের উপর শোষণ চালাচ্চে নিত্যদিন । আর এর জেরেই ক্ষুব্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা । গোটা ঘটনার কথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালকে জানিয়েছেন শ্রমিকরা । শ্রমিকদের আন্দোলনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ ফের একবার সামনে এসেছে । দুর্গাপুরে বেশ কয়েকদিন ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে ৷ অভিযোগ, দুর্গাপুর নগরনিগমের কাউন্সিলরদেরও দেখা যাচ্ছে দু'টি শিবিরে ভাগ হয়ে থাকতে । আসানসোলের দুই হেভিওয়েট নেতা এখন দুর্গাপুরে নিজ নিজ গোষ্ঠীর লোকেদের নিয়ন্ত্রণ করছে । অন্যদিকে, দুর্গাপুরে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব দিনদিন বেড়েই চলেছে ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে INTTUC - র প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর সাথে বর্তমান INTTUC সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের গোষ্ঠীর লড়াই লেগেই থাকে । গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে শাসকদলের শোচনীয় পরাজয় হয়েছে দুর্গাপুরে । তারপরেও শাসকদলের এই শ্রমিক সংগঠনের এই দ্বন্দ্ব অব্যাহত ।

দুর্গাপুর, 28 জুন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের ৷ দুর্গাপুরের কাঁকসায় বাঁশকোপার নিও মেটালিক কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে নেমেছে শ্রমিকরা । শ্রমিকদের অভিযোগ , এই বেসরকারি কারখানাতে শাসকদলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব চলছে । মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে কাজ বন্ধ করে আন্দোলন শ্রমিকদের ।

কয়েকদিন আগে বাঁশকোপার এই বেসরকারি কারখানার ঠিকা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় । সেই বিক্ষোভে কারখানার স্থায়ী শ্রমিকরাও সামিল হয় ৷ সেকারণে গতকাল এক শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ শোকজ করে । খবর পেয়ে আজ সকাল থেকেই ওই কারখানার 50 জন শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভে নামে । শ্রমিকদের অভিযোগ, তৃণমূলের ওপর গোষ্ঠী প্রভাত চট্টোপাধ্যায়ের দলবল কারখানা কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে কারখানার শ্রমিকদের উপর শোষণ চালাচ্চে নিত্যদিন । আর এর জেরেই ক্ষুব্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা । গোটা ঘটনার কথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালকে জানিয়েছেন শ্রমিকরা । শ্রমিকদের আন্দোলনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ ফের একবার সামনে এসেছে । দুর্গাপুরে বেশ কয়েকদিন ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে ৷ অভিযোগ, দুর্গাপুর নগরনিগমের কাউন্সিলরদেরও দেখা যাচ্ছে দু'টি শিবিরে ভাগ হয়ে থাকতে । আসানসোলের দুই হেভিওয়েট নেতা এখন দুর্গাপুরে নিজ নিজ গোষ্ঠীর লোকেদের নিয়ন্ত্রণ করছে । অন্যদিকে, দুর্গাপুরে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব দিনদিন বেড়েই চলেছে ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে INTTUC - র প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর সাথে বর্তমান INTTUC সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের গোষ্ঠীর লড়াই লেগেই থাকে । গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে শাসকদলের শোচনীয় পরাজয় হয়েছে দুর্গাপুরে । তারপরেও শাসকদলের এই শ্রমিক সংগঠনের এই দ্বন্দ্ব অব্যাহত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.