অন্ডাল, 25 জুন : পাঁচদিন পেরিয়ে গেলেও উদ্ধার হলেন না খনি এলাকায় ধসে তলিয়ে যাওয়া মহিলা । অন্ডালের ECL-র জামবাদ খোলামুখ কয়লা খনিতে ধসে তলিয়ে যান শাহনাজ় খাতুন । যদিও এখনও ECL কর্তৃপক্ষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে । মাটি কেটে চলছে উদ্ধারকার্য ।
20 জুন গভীর রাতে অন্ডালে ECL-র জামবাদ খোলামুখ কয়লা খনি এলাকায় ধস নামে । মাটির নিচে চলে যায় একটি বাড়ি । মাটির নিচে চাপা পড়েন ওই বাড়ির বাসিন্দা শাহনাজ় । তাঁকে উদ্ধার ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ECL-র নিরাপত্তার দায়িত্বে থাকা C I S F বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয় । ECL-র তরফে শুরু হয় উদ্ধার কাজ । দিন-রাত উদ্ধারের কাজ চললেও এখনও নিখোঁজ শাহনাজ়কে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধার কাজের কর্মী বলেন, “উদ্ধার কাজ চলছে । খুব দ্রুত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে । ECL-র একাধিক বড় বড় মেশিন দিয়ে উদ্ধারের কাজ চলছে।”
5 দিন পরও উদ্ধার হলেন না অন্ডালের ধসে তলিয়ে যাওয়া মহিলা - west bardhaman news
20 জুন কয়লাখনি এলাকায় ধস নামে । মাটির নিচে তলিয়ে যান এক মহিলা । আজ পাঁচদিন পরেও তাঁকে উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ ।
অন্ডাল, 25 জুন : পাঁচদিন পেরিয়ে গেলেও উদ্ধার হলেন না খনি এলাকায় ধসে তলিয়ে যাওয়া মহিলা । অন্ডালের ECL-র জামবাদ খোলামুখ কয়লা খনিতে ধসে তলিয়ে যান শাহনাজ় খাতুন । যদিও এখনও ECL কর্তৃপক্ষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে । মাটি কেটে চলছে উদ্ধারকার্য ।
20 জুন গভীর রাতে অন্ডালে ECL-র জামবাদ খোলামুখ কয়লা খনি এলাকায় ধস নামে । মাটির নিচে চলে যায় একটি বাড়ি । মাটির নিচে চাপা পড়েন ওই বাড়ির বাসিন্দা শাহনাজ় । তাঁকে উদ্ধার ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ECL-র নিরাপত্তার দায়িত্বে থাকা C I S F বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয় । ECL-র তরফে শুরু হয় উদ্ধার কাজ । দিন-রাত উদ্ধারের কাজ চললেও এখনও নিখোঁজ শাহনাজ়কে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধার কাজের কর্মী বলেন, “উদ্ধার কাজ চলছে । খুব দ্রুত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে । ECL-র একাধিক বড় বড় মেশিন দিয়ে উদ্ধারের কাজ চলছে।”