আসানসোল, 19 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকের স্ত্রীকে চাকরি দিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক । আজ মলয় ঘটক তাঁর বাসভবনের দপ্তরে আসানসোলের প্রয়াত সাংবাদিক সঞ্জীব সিনহার স্ত্রী অঞ্জু সিনহাকে আইন বিভাগে চাকুরির নিয়োগপত্র তুলে দেন ।
গত 13 অগাস্ট কোরোনায় আক্রান্ত হয়ে ঝাড়খণ্ডের রাঁচির একটি হাসপাতালে মৃত্যু হয় সাংবাদিক সঞ্জীব সিনহার । তিনি একটি হিন্দি দৈনিক কাগজের আসানসোলের সাংবাদিক ছিলেন । তাঁর মৃত্যুর পর মেয়র জিতেন্দ্র তিওয়ারিও পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ।
আজ মন্ত্রী মলয় ঘটক তাঁর নিজের বাসভবনে সঞ্জীব সিনহার স্ত্রীকে ডেকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন । আইন বিভাগে সঞ্জীব সিনহার স্ত্রী অঞ্জুদেবীকে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মলয় ঘটক ।
আরও পড়ুন : কোরোনা মুক্ত বাংলার প্রার্থনা করে গান মুখ্যমন্ত্রীর
মলয় ঘটক জানান, “সঞ্জীব সিনহা সৎ এবং নির্ভীক সাংবাদিক ছিলেন । শিল্পাঞ্চলের অনেক সত্য খবর তাঁর কলমে উঠে এসেছিল । কোরোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে । বাড়িতে দুই সন্তান ও স্ত্রী আছেন । তাই তাঁর পরিবারের কথা ভেবেই সঞ্জীব সিনহার স্ত্রীকে চাকুরির নিয়োগপত্র দেওয়া হল ।”
আজ নিয়োগপত্র হাতে পেয়ে কণ্ঠরুদ্ধ হয়ে আসে অঞ্জু সিনহার । মলয় ঘটককে কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই বলতে পারেননি তিনি ।