ETV Bharat / state

খেলা হবে স্লোগানে চড়ছে ঘাস-পদ্মের লড়াই - খেলা হবে স্লোগান

জমে উঠেছে ভোটের খেলা । অনুব্রত মণ্ডলের "খেলা হবে" আজ আর তৃণমূলের একার নয় । বিজেপিও এখন এর সমান ভাগীদার ।

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Mar 2, 2021, 5:24 PM IST

আসানসোল, 2 মার্চ :2019 সালের লোকসভা নির্বাচনে বিতর্ক ছড়িয়েছিল বাবুল সুপ্রিয়র "এই তৃণমূল আর না" গানটি নিয়ে । এরপর গানটি নিয়ে তৃণমূলের তরফে অভিযোগও দায়ের করা হয়েছিল । এমনকি বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচরে আনা হয়েছিল । গানটি বাজানোয় নিষেধাজ্ঞা আনা হয়েছিল । কিন্তু গান থামেনি । আসানসোলে জোর গুঞ্জন বাবুল নিজে তো বটেই, তার সঙ্গে বাবুলের এই গানটিও সেইবার তৃণমূলকে হারাতে অনুঘটকের মতো কাজ করেছিল । সেই গান এখনও বিজেপির মিটিং মিছিলে বাজছে । তবে এবার পাল্টা গান এনেছে তৃণমূল । সঙ্গে স্লোগান "খেলা হবে" । কিন্তু সেই খেলা হবে স্লোগানও বিজেপি হাইজ্যাক করেছে বলে অভিযোগ । সুরের তালে হাততালি দিয়ে বিজেপি কর্মীরাও এখন বলছেন খেলা হবে । প্রশ্ন এটাই ভোট ময়দানে খেলবেন কারা ?

26 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় ভোট । ভোটের দিন ঘোষনা হতেই মাঠে নেমে পড়েছে সব দল । চলছে মিছিল । গানে, স্লোগানে মেতে উঠেছেন দলীয় কর্মীরা । তৃণমূলের নতুন স্লোগান, খেলা হবে । তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বাংলাদেশের আওয়ামি লিগের এই স্লোগানকে বঙ্গভোটে জনপ্রিয় করে তোলার পর থেকেই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে খেলা হবে স্লোগান । কিন্তু এবার বিজেপির মিছিলেও শোনা গেল "খেলা হবে" । নেচে নেচে, হাততালি দিতে দিতে বিজেপি কর্মীরা বলছেন, "কুলটিতে খেলা হবে, দেখার মত খেলা হবে ।"

খেলা হবে স্লোগানে চড়ছে ভোটের পারদ

প্রশ্ন উঠছেই, ভোট ময়দানে খেলবেন কারা আর জিতবেনই বা কারা ?

আরও পড়ুন : বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?

বিজেপির "খেলা হবে" স্লোগান দিচ্ছে শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া । বললেন, "বিজেপি আবার কি খেলবে? ওদের লোক নেই । খেলব তো আমরা । মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে করে আমরাই খেলব। "

অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় জানান, "তৃণমূলের খেলা হবে স্লোগান মানেই রক্তের হোলি খেলার ইঙ্গিত। আমরা ওই উপদ্রবকারীদের প্রতিহত করতেই খেলা হবে বলছি । আসলে খেলা খেলবে নির্বাচন কমিশন ।"

দিন কয়েক আগেই বারাবনিতে খেলা হবে স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল । অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে । সাধারন মানুষ চাইছেন, ভোটের স্লোগান যাই থাক না কেন, খেলা হোক ইভিএমে । লড়াই হোক গণতান্ত্রিক ভাবেই ।

আসানসোল, 2 মার্চ :2019 সালের লোকসভা নির্বাচনে বিতর্ক ছড়িয়েছিল বাবুল সুপ্রিয়র "এই তৃণমূল আর না" গানটি নিয়ে । এরপর গানটি নিয়ে তৃণমূলের তরফে অভিযোগও দায়ের করা হয়েছিল । এমনকি বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচরে আনা হয়েছিল । গানটি বাজানোয় নিষেধাজ্ঞা আনা হয়েছিল । কিন্তু গান থামেনি । আসানসোলে জোর গুঞ্জন বাবুল নিজে তো বটেই, তার সঙ্গে বাবুলের এই গানটিও সেইবার তৃণমূলকে হারাতে অনুঘটকের মতো কাজ করেছিল । সেই গান এখনও বিজেপির মিটিং মিছিলে বাজছে । তবে এবার পাল্টা গান এনেছে তৃণমূল । সঙ্গে স্লোগান "খেলা হবে" । কিন্তু সেই খেলা হবে স্লোগানও বিজেপি হাইজ্যাক করেছে বলে অভিযোগ । সুরের তালে হাততালি দিয়ে বিজেপি কর্মীরাও এখন বলছেন খেলা হবে । প্রশ্ন এটাই ভোট ময়দানে খেলবেন কারা ?

26 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় ভোট । ভোটের দিন ঘোষনা হতেই মাঠে নেমে পড়েছে সব দল । চলছে মিছিল । গানে, স্লোগানে মেতে উঠেছেন দলীয় কর্মীরা । তৃণমূলের নতুন স্লোগান, খেলা হবে । তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বাংলাদেশের আওয়ামি লিগের এই স্লোগানকে বঙ্গভোটে জনপ্রিয় করে তোলার পর থেকেই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে খেলা হবে স্লোগান । কিন্তু এবার বিজেপির মিছিলেও শোনা গেল "খেলা হবে" । নেচে নেচে, হাততালি দিতে দিতে বিজেপি কর্মীরা বলছেন, "কুলটিতে খেলা হবে, দেখার মত খেলা হবে ।"

খেলা হবে স্লোগানে চড়ছে ভোটের পারদ

প্রশ্ন উঠছেই, ভোট ময়দানে খেলবেন কারা আর জিতবেনই বা কারা ?

আরও পড়ুন : বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?

বিজেপির "খেলা হবে" স্লোগান দিচ্ছে শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া । বললেন, "বিজেপি আবার কি খেলবে? ওদের লোক নেই । খেলব তো আমরা । মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে করে আমরাই খেলব। "

অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় জানান, "তৃণমূলের খেলা হবে স্লোগান মানেই রক্তের হোলি খেলার ইঙ্গিত। আমরা ওই উপদ্রবকারীদের প্রতিহত করতেই খেলা হবে বলছি । আসলে খেলা খেলবে নির্বাচন কমিশন ।"

দিন কয়েক আগেই বারাবনিতে খেলা হবে স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল । অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে । সাধারন মানুষ চাইছেন, ভোটের স্লোগান যাই থাক না কেন, খেলা হোক ইভিএমে । লড়াই হোক গণতান্ত্রিক ভাবেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.