ETV Bharat / state

বুদবুদে দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পশ্চিম বর্ধমানে বুদবুদে প্রকাশ্য়ে বিজেপির আদি বনাম নব্যর লড়াই ৷ দলের কর্মীদের একাংশের অভিযোগ, প্রথম থেকে যাঁরা বিজেপির সঙ্গে ছিলেন, এখন তাঁরাই সম্মান পাচ্ছেন না ৷ অভিমানে তাঁরা দেওয়াল লিখনে লিখলেন ‘‘আমরা আদি বিজেপি’’৷

Wb_dur_05_ new bjp vs old bjp problem in budbud _7204345
বুদবুদে দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’
author img

By

Published : Feb 22, 2021, 9:56 PM IST

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি: ফের প্রকাশ্য়ে বিজেপির আদি বনাম নব্যর লড়াই ৷ এবারের ঘটনাস্থান পশ্চিম বর্ধমানের বুদবুদ ৷ দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’৷

বুদবুদ থানার অন্তর্গত মানকরের বিজেপি কর্মী প্রবীরকুমার দত্তের দাবি, তাঁরা পুরনো বিজেপি ৷ প্রথম থেকেই দলের সঙ্গে রয়েছেন ৷ কিন্তু দলে এখন তাঁরাই সম্মান পাচ্ছেন না ৷ এদিকে, দল পরিবর্তনের কথা বলছেন । এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা জনার্দন চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘আমাদের দল ছেড়ে যে কয়েকজন বিজেপিতে গিয়েছেন, তাঁদের দাপাদাপিতেই নাকি পুরনো বিজেপি কর্মীরা অতিষ্ঠ । তাছাড়া, বিজেপি যে প্রথম দিন থেকেই মিথ্যাচার চালিয়ে এসেছে, এখন তাও বুঝতে পারছেন দলের পুরনো কর্মীরা ৷ তাই তাঁরা আর দলে থাকতে চাইছেন না ।’’

আরও পড়ুন: ফের প্রকাশ্যে আদি-নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিক্ষোভের মুখে লকেট

যদিও বিজেপির পূর্ব বর্ধমানের জেলা নেতা রমন শর্মা জানান, এই বিরাট দলে আদি আর নব্য বলে কিছু নেই ৷ বিজেপি সবাইকে সম্মান দেয় ৷ তবে একটা কথা ঠিক, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শাসকশিবির ছেড়ে আসা বা কয়লা মাফিয়া রাজু ঝাঁ-র মতো কিছু মুখ দলীয় অনুষ্ঠানে প্রথম সারিতে থাকায় ক্ষুব্ধ দলের পুরনো কর্মীরা ৷ দুর্গাপুরেও শাসকদল ছেড়ে কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ৷ এঁদের দেখে এলাকার বিজেপিকর্মীরা বেজায় চটেছেন ।

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি: ফের প্রকাশ্য়ে বিজেপির আদি বনাম নব্যর লড়াই ৷ এবারের ঘটনাস্থান পশ্চিম বর্ধমানের বুদবুদ ৷ দেওয়াল লিখনে লেখা হল ‘‘আমরা আদি বিজেপি’’৷

বুদবুদ থানার অন্তর্গত মানকরের বিজেপি কর্মী প্রবীরকুমার দত্তের দাবি, তাঁরা পুরনো বিজেপি ৷ প্রথম থেকেই দলের সঙ্গে রয়েছেন ৷ কিন্তু দলে এখন তাঁরাই সম্মান পাচ্ছেন না ৷ এদিকে, দল পরিবর্তনের কথা বলছেন । এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা জনার্দন চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘আমাদের দল ছেড়ে যে কয়েকজন বিজেপিতে গিয়েছেন, তাঁদের দাপাদাপিতেই নাকি পুরনো বিজেপি কর্মীরা অতিষ্ঠ । তাছাড়া, বিজেপি যে প্রথম দিন থেকেই মিথ্যাচার চালিয়ে এসেছে, এখন তাও বুঝতে পারছেন দলের পুরনো কর্মীরা ৷ তাই তাঁরা আর দলে থাকতে চাইছেন না ।’’

আরও পড়ুন: ফের প্রকাশ্যে আদি-নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিক্ষোভের মুখে লকেট

যদিও বিজেপির পূর্ব বর্ধমানের জেলা নেতা রমন শর্মা জানান, এই বিরাট দলে আদি আর নব্য বলে কিছু নেই ৷ বিজেপি সবাইকে সম্মান দেয় ৷ তবে একটা কথা ঠিক, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শাসকশিবির ছেড়ে আসা বা কয়লা মাফিয়া রাজু ঝাঁ-র মতো কিছু মুখ দলীয় অনুষ্ঠানে প্রথম সারিতে থাকায় ক্ষুব্ধ দলের পুরনো কর্মীরা ৷ দুর্গাপুরেও শাসকদল ছেড়ে কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ৷ এঁদের দেখে এলাকার বিজেপিকর্মীরা বেজায় চটেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.