ETV Bharat / state

জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মলয় ঘনিষ্ঠ অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় , শুরু জল্পনা - জিতেন্দ্র তিওয়ারি

কয়েকদিন আগে দল ছাড়েন তৃণমূলের দাবাং নেতা অলোক দাস। 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। দল ছাড়ার পর তিনি নিজেকে একজন সাধারণ ভোটার বলে দাবি করেছিলেন ৷ সেইসঙ্গে বিজেপি যোগের জল্পনা নেই বলে জানিয়েছিলেন তিনি ৷ তবে গতকাল থেকে তাঁর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মলয় ঘনিষ্ঠ অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায়
জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মলয় ঘনিষ্ঠ অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায়
author img

By

Published : Mar 13, 2021, 8:44 AM IST

জামুরিয়া ,13 মার্চ : জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মলয় ঘটক ঘনিষ্ঠ অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে । 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে অলোক দাস তৃণমূলের ছাড়ার কথা জানিয়েছিলেন । সেক্ষেত্রে, গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই অলোক দাসের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও, এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷


কয়েকদিন আগে দল ছাড়েন তৃণমূলের দাবাং নেতা অলোক দাস। 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এই অলোক দাস মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ দল ছাড়ার পর তিনি নিজেকে একজন সাধারণ ভোটার বলে দাবি করেছিলেন ৷ সেইসঙ্গে বিজেপি যোগের জল্পনা নেই বলে জানিয়েছিলেন তিনি ৷

মলয় ঘনিষ্ঠ অলোক দাসের নাম বারবার উঠে এসেছে খবরের শিরোনামে । সংগঠনের পাশাপাশি ভোট করানোর ব্যাপারে তিনি চর্চায় রয়েছেন । বছর চারেক আগে জামুড়িয়ার শিল্পতালুক এলাকায় এক কারখানায় তোলাবাজিতে নাম জড়িয়েছিল তাঁর । কারখানা কর্তৃপক্ষের সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে গিয়েছিল ৷ রাজ্যে শিল্পবিরোধী বার্তা যাওয়ায় অস্বস্তিতে পড়ে দল । রাজ্য নেতৃত্বের নির্দেশে দল অলোককে সাসপেন্ড করে । তবে তখন দলত্যাগ করেননি অলোক । দেড়বছর সাসপেন্ড থাকার পর অলোকের আচরণে সন্তুষ্ট হয়ে দল তাঁকে ফিরিয়ে নেয় । পৌরসভা ভোটে দল তাঁকে যে কয়েকটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিল, সেখানে তিনি জয়লাভ করেন ৷

আরও পড়ুন, জমি আন্দোলনের আবেগ ফেরাতেই কি নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের ?

এরপর 2016 বিধানসভা ভোটে তৎকালীন আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসন জামুড়িয়ায় প্রার্থীপদে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর ফের শাস্তির মুখে পড়ে অলোক । ফের তাঁকে সাসপেন্ড করা হয় । পরবর্তীকালে ভি শিবদাসন তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পর আরও কোনঠাসা হয়ে পড়েন অলোক । তারপরে জিতেন্দ্র তিওয়ারি জেলা সভাপতি হওয়ার পর ফের পুরানো সাম্রাজ্য ফিরে পান । কিন্তু, হঠাৎই 9 মার্চ দল ছাড়েন অলোক দাস ৷ এর আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারির মতো নেতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সেক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে অলোক দাসের ছবি দেখে স্বভাবতই তাঁর বিজেপি যোগদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

জামুরিয়া ,13 মার্চ : জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মলয় ঘটক ঘনিষ্ঠ অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে । 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে অলোক দাস তৃণমূলের ছাড়ার কথা জানিয়েছিলেন । সেক্ষেত্রে, গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে অলোক দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই অলোক দাসের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও, এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷


কয়েকদিন আগে দল ছাড়েন তৃণমূলের দাবাং নেতা অলোক দাস। 9 মার্চ সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এই অলোক দাস মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ দল ছাড়ার পর তিনি নিজেকে একজন সাধারণ ভোটার বলে দাবি করেছিলেন ৷ সেইসঙ্গে বিজেপি যোগের জল্পনা নেই বলে জানিয়েছিলেন তিনি ৷

মলয় ঘনিষ্ঠ অলোক দাসের নাম বারবার উঠে এসেছে খবরের শিরোনামে । সংগঠনের পাশাপাশি ভোট করানোর ব্যাপারে তিনি চর্চায় রয়েছেন । বছর চারেক আগে জামুড়িয়ার শিল্পতালুক এলাকায় এক কারখানায় তোলাবাজিতে নাম জড়িয়েছিল তাঁর । কারখানা কর্তৃপক্ষের সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে গিয়েছিল ৷ রাজ্যে শিল্পবিরোধী বার্তা যাওয়ায় অস্বস্তিতে পড়ে দল । রাজ্য নেতৃত্বের নির্দেশে দল অলোককে সাসপেন্ড করে । তবে তখন দলত্যাগ করেননি অলোক । দেড়বছর সাসপেন্ড থাকার পর অলোকের আচরণে সন্তুষ্ট হয়ে দল তাঁকে ফিরিয়ে নেয় । পৌরসভা ভোটে দল তাঁকে যে কয়েকটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিল, সেখানে তিনি জয়লাভ করেন ৷

আরও পড়ুন, জমি আন্দোলনের আবেগ ফেরাতেই কি নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের ?

এরপর 2016 বিধানসভা ভোটে তৎকালীন আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসন জামুড়িয়ায় প্রার্থীপদে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর ফের শাস্তির মুখে পড়ে অলোক । ফের তাঁকে সাসপেন্ড করা হয় । পরবর্তীকালে ভি শিবদাসন তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পর আরও কোনঠাসা হয়ে পড়েন অলোক । তারপরে জিতেন্দ্র তিওয়ারি জেলা সভাপতি হওয়ার পর ফের পুরানো সাম্রাজ্য ফিরে পান । কিন্তু, হঠাৎই 9 মার্চ দল ছাড়েন অলোক দাস ৷ এর আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারির মতো নেতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সেক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে অলোক দাসের ছবি দেখে স্বভাবতই তাঁর বিজেপি যোগদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.