ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আদর, মমতার দ্রুত সুস্থতা প্রার্থনা নাবালিকার - chief minister

ব্যারিকেডের ওপারে থাকা ছোট্ট মনের অপেক্ষার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। ইচ্ছাপূরণ হল বছর এগারোর সোহানার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কতটা আনন্দিত সে ? জানালো সংবাদমাধ্যমকে ।

মমতাময়ী মুখ্যমন্ত্রী
মমতাময়ী মুখ্যমন্ত্রী
author img

By

Published : Mar 15, 2021, 11:14 PM IST

দুর্গাপুর, 15 মার্চ : মমতাময়ী মুখ্যমন্ত্রীকে দেখল দুর্গাপুর । পুরুলিয়া থেকে নির্বাচনী জনসভা সেরে সোমবার গান্ধী মোড়ের হেলিপ্যাডে নামার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করে প্রায় এক কিলোমিটার দূরের হোটেলে যাবেন বলে ঠিক করেন । সেই মত পুলিশ অস্থায়ী ব্যারিকেড তৈরি করে ।

ব্যারিকেডের পাশে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য বাবা মায়ের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বছর এগারোর সোহানা । হুইলচেয়ার সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে নমস্কার করে সে ।

আরও পড়ুন : অভিমান ভুলে দলীয় কর্মীদের লড়াইয়ে শামিল হওয়ার বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পেয়ে ইশারায় কাছে ডাকেন । পুলিশের পদস্থ আধিকারিকরা তখন সোহানা পারভীনকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসে । এরপর মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরে আদর করেন ও তার নাম জিজ্ঞাসা করেন । সোহানাও মুখ্যমন্ত্রীকে দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা বলে ।

মমতাময়ী মুখ্যমন্ত্রী

দুর্গাপুরের স্টিল টাউনশিপ আকবর রোডের বাসিন্দা সোহানা পারভীন তার বাবা-মায়ের সাথে দুর্গাপুর সিটি সেন্টারে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে একবার দেখার ইচ্ছায় ।

তার ইচ্ছা যে এভাবে পূরণ হবে তা ভাবেনি বছর এগারোর মেয়েটি । সংবাদমাধ্যমের সামনে ছোট্ট সোহানা জানায়, "বাবা-মার কাছে আবদার করেছিলাম মুখ্যমন্ত্রী কে দেখতে যাব বলে । কিন্তু মুখ্যমন্ত্রীর আদর ভালোবাসা পাব তা ভাবিনি । আমি খুব খুশি "।

দুর্গাপুর, 15 মার্চ : মমতাময়ী মুখ্যমন্ত্রীকে দেখল দুর্গাপুর । পুরুলিয়া থেকে নির্বাচনী জনসভা সেরে সোমবার গান্ধী মোড়ের হেলিপ্যাডে নামার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করে প্রায় এক কিলোমিটার দূরের হোটেলে যাবেন বলে ঠিক করেন । সেই মত পুলিশ অস্থায়ী ব্যারিকেড তৈরি করে ।

ব্যারিকেডের পাশে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য বাবা মায়ের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বছর এগারোর সোহানা । হুইলচেয়ার সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে নমস্কার করে সে ।

আরও পড়ুন : অভিমান ভুলে দলীয় কর্মীদের লড়াইয়ে শামিল হওয়ার বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পেয়ে ইশারায় কাছে ডাকেন । পুলিশের পদস্থ আধিকারিকরা তখন সোহানা পারভীনকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসে । এরপর মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরে আদর করেন ও তার নাম জিজ্ঞাসা করেন । সোহানাও মুখ্যমন্ত্রীকে দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা বলে ।

মমতাময়ী মুখ্যমন্ত্রী

দুর্গাপুরের স্টিল টাউনশিপ আকবর রোডের বাসিন্দা সোহানা পারভীন তার বাবা-মায়ের সাথে দুর্গাপুর সিটি সেন্টারে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে একবার দেখার ইচ্ছায় ।

তার ইচ্ছা যে এভাবে পূরণ হবে তা ভাবেনি বছর এগারোর মেয়েটি । সংবাদমাধ্যমের সামনে ছোট্ট সোহানা জানায়, "বাবা-মার কাছে আবদার করেছিলাম মুখ্যমন্ত্রী কে দেখতে যাব বলে । কিন্তু মুখ্যমন্ত্রীর আদর ভালোবাসা পাব তা ভাবিনি । আমি খুব খুশি "।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.