কুলটি , 19 মার্চ : বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দফায় দফায় ৷ আর সেই প্রার্থী তালিকা প্রকাশ হতে ইতিমধ্যেই ক্ষোভের আঁচ পাওয়া গিয়েছে দলের অন্দরেই ৷ জলপাইগুড়ির ডিবিসি রোড, মালদার হরিশচন্দ্রপুর পর এবার কুলটি ৷ কুলটি বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচিত বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ৷ প্রার্থীকে পছন্দ হয়নি বিজেপির একাংশের ৷ আর তাই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানিয়েছেন তাঁরা ৷
বিজেপি কর্মীদের দাবি, বিজেপির উচ্চ নেতৃত্ব কথা রাখেনি ৷ তাঁদের তরফে বলা হয়েছিল গ্রামবাংলার কোনও দামাল ছেলে বা এখানকার ভূমিপুত্রকেই প্রার্থী করা হবে ৷ কিন্তু তা করা হয়নি ৷ তাহলে কাকে চায় তাঁরা ? বিজেপি কর্মীদের মুখে মুখে ঘুরছে অমিত গড়াইয়ের নাম ৷ অবিলম্বে যদি অমিত গড়াইকে প্রার্থী না করা হয় , সেক্ষেত্রে তাঁকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানোর কথাও বলেছে বিজেপি কর্মীরা ৷
এ বিষয়ে কী বললেন অমিত গড়াই ? অমিত শাহ বারবার বলে গিয়েছিলেন এখানকার ভূমিপুত্রকেই এবারের নির্বাচনের প্রার্থী করা হবে ৷ কিন্তু সেটা করা হল না ৷ এখানে অধিকাংশ বাসিন্দাই বাঙালি ৷ বাঙালি আবেগের একটা বড় ভূমিকা আছে এই বিধানসভা নির্বাচনে ৷ তৃণমূলের তরফে এবারের মনোনীত প্রার্থী তিনবারের জয়ী বিধায়ক ৷ ওনাকে টক্কর দেওয়ার জন্য একজন বাঙালিকেই দরকার ছিল ৷
আরও পড়ুন :প্রার্থী পছন্দ না হওয়ায় জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসে আগুন, ভাঙচুর
প্রসঙ্গত, গত 2016 সালের লোকসভা ভোটেও ওনাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করা হয়েছিল ৷ সেসময়েও উনি প্রতিপক্ষকে হারাতে পারেননি ৷ পাশাপাশি কাউন্সিলার ভোটেও উনি পরাজিত হয়েছেন ৷ কুলটি বিধানসভায় 4টি মণ্ডল রয়েছে ৷ এই 4 টি মণ্ডলের কোনও বিজেপি কর্মী বা দলীয় কর্মকাণ্ডের সঙ্গে এবারের বিজেপির প্রার্থীর কোনও যোগ নেই ৷ এমনটাই দাবি বিজেপির একাংশের ৷ বারবার পরাজিত হয়েও কেন অজয় পোদ্দারকেই প্রার্থী করা হল সেই নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ৷