আসানসোল, 17 মার্চ : বিজেপির রাজ্য কমিটির নেতা আসানসোলের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্য আগেই কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারির জন্যও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করা হল। তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । মোট 11 জন সিআরপিএফ জওয়ান জিতেন্দ্র তিওয়ারির নিরাপত্তায় মোতায়েন থাকছেন ৷
আসানসোলের প্রভাবশালী ব্যবসায়ী তথা বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটেছিল। তাঁর গাড়িতে গুলি লাগে ৷ কিন্তু সৌভাগ্য়ক্রমে বেঁচে যান তিনি ৷ এই ঘটনার পর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী দেওয়া হয়েছে। এর কয়েকদিন পর বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এক মাস হতে না হতেই তাঁকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল।
আরও পড়ুন- পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে মমতাকে কড়া চিঠি কমিশনের
বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আমি কিছু জানি না। প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়া সরকারের কাজ। আমার ক্ষেত্রে হয়ত কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্সের কাছে কোনও খবর আছে। কারণ যেদিন আমি তৃণমূল ছেড়েছিলাম সেদিনই আমার দলীয় অফিস ভাঙচুর করা হয়। হামলা করা হয়।" তাঁর উপর ভবিষ্যতেও হামলা হতে পারে বলে আশঙ্কা ৷
এবিষয়ে তৃণমূল নেতারা প্রতিক্রিয়া দিতে গিয়ে কটাক্ষের সুরে বলেন, এখন বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া যাচ্ছে।