দুর্গাপুর,2 মার্চ : আদর্শ আচরণবিধি না মেনে দুর্গাপুর শ্রম দফতরে চলছিল নিয়োগ প্রক্রিয়া । গতকাল সেখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ চলছিল বলে অভিযোগ । এবার এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল সিপিএম নেতৃত্ব । একই অভিযোগে সরব হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপিও ।
গতকাল দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রম দফতরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল । চাকরিপ্রার্থীরা স্বীকারও করেন তারা ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে এসেছিলেন । এদের কেউ পূর্ব বর্ধমান, কেউ অন্য জেলা থেকে এসেছিলেন । যদিও, অভিযোগ অস্বীকার করেন দুর্গাপুর শ্রম দফতরের এক আধিকারিক । পরে অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যান ওই আধিকারিক ।
আরও পড়ুন, মিলে গেল লোকসভা-রাজ্যসভা, নতুন চ্যানেল সংসদ
সিপিএম-র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার প্রশ্ন তুলেছেন, "কীভাবে নির্বাচনী বিধি ভেঙে সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া চলে ? আমরা মহকুমা শাসকের কাছে তদন্তের দাবি জানিয়েছি ।" বিজেপির জেলা নেতা অমিতাভ বন্দোপাধ্যায় জানিয়েছেন এই ইস্যুতে কমিশনের দ্বারস্থ হবে তাঁরা । দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।