ETV Bharat / state

বিদ্যুৎ-জল পরিষেবায় নাকাল, ভোট বয়কটের ডাক বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দাদের

ভোট বয়কটের ডাক দিলেন আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । বিদ্যুত ও জলের সমস্যায় জেরবার বাসিন্দারা পরিস্থিতি পরিবর্তনের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানান ।

ভোট বয়কটের ডাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আসানসোলের বাসিন্দাদের
ভোট বয়কটের ডাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আসানসোলের বাসিন্দাদের
author img

By

Published : Mar 15, 2021, 11:01 PM IST

আসানসোল , 15 মার্চ : কেন্দ্রীয় সরকার 2018 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ডকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । তারপর থেকেই দুর্ভোগ শুরু বার্ন স্ট্যান্ডার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের । একদিকে বকেয়া বেতন নিয়ে মামলা চলছে । অন্যদিকে বার্ন স্ট্যান্ডার্ড আবাসনে পানীয় জল, বিদ্যুতের অভাব । কার্যত অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এমনকি প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি ।

তাই ভোটের মুখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ভোট বয়কটের ডাক দিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । 1994 সাল থেকেই ধুঁকতে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি । কিন্তু স্বপ্ন দেখিয়ে 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ন স্ট্যান্ডার্ডকে রেলের অন্তর্ভুক্ত করেন । মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক ছেড়ে দেওয়ার পর বার্ন স্ট্যান্ডার্ডে নতুন করে উন্নতি হয়নি । কর্মীদের দাবি, লাভজনক সংস্থা হলেও কার্যত বন্ধ করার চক্রান্ত করা হয় । 2018 সাল থেকে কেন্দ্র সরকার পুরোপুরি ভাবে বন্ধ করে দেয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের

যে সময় কোম্পানি বন্ধ হয়, সেই সময় কর্মীদের বেশ কিছু মাসের বেতন বকেয়া ছিল । কোম্পানির ঘরে পাওনা টাকা পেতে মামলা হয়, যার আজও নিষ্পত্তি হয়নি । তাই কোম্পানির আবাসনে বহু বাসিন্দা এখনো রয়ে গেছেন । সাড়ে 300 থেকে 400 পরিবার থেকে গিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনিতে । কিন্তু সেই আবাসনগুলিতে যে বিনামূল্যে জল এবং বিদ্যুৎ সরবরাহ হত সেই খরচ আর বহন করতে রাজি নয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ।

মাঝেমধ্যেই জলের লাইন কেটে দেওয়া হয় । বিদ্যুতের ক্ষেত্রে রাত 9 টা থেকে ভোর 5 টা পর্যন্ত বিদ্যুৎসংযোগ চালু থাকে, বাকি সারাদিন বিদ্যুৎহীন হয়ে থাকতে হয় বাসিন্দাদের । সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে বাসিন্দারা আবেদন করেছেন, প্রশাসনকে জানিয়েছেন, প্রয়োজনে বিদ্যুতের বিল নিজেরাও দিতে রাজি আছেন , কিন্তু কোন হাল ফেরেনি৷ আর তাই ভোটের মুখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ডের বাসিন্দারা । তারা পোস্টার দেওয়াল লিখন করে জানাচ্ছেন, জল নেই, বিদ্যুৎ নেই তাই ভোটও নেই । যদিও বাসিন্দারা চাইছেন প্রশাসন তাদের সঙ্গে এসে কথা বলুন । প্রশাসন সঠিক আশ্বাস দিলেই তাঁরা ভোট মুখী হবেন ।

আরও পড়ুন : পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি পাড়ুইয়ে

আসানসোল , 15 মার্চ : কেন্দ্রীয় সরকার 2018 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ডকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । তারপর থেকেই দুর্ভোগ শুরু বার্ন স্ট্যান্ডার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের । একদিকে বকেয়া বেতন নিয়ে মামলা চলছে । অন্যদিকে বার্ন স্ট্যান্ডার্ড আবাসনে পানীয় জল, বিদ্যুতের অভাব । কার্যত অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এমনকি প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি ।

তাই ভোটের মুখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ভোট বয়কটের ডাক দিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনির বাসিন্দারা । 1994 সাল থেকেই ধুঁকতে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি । কিন্তু স্বপ্ন দেখিয়ে 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ন স্ট্যান্ডার্ডকে রেলের অন্তর্ভুক্ত করেন । মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক ছেড়ে দেওয়ার পর বার্ন স্ট্যান্ডার্ডে নতুন করে উন্নতি হয়নি । কর্মীদের দাবি, লাভজনক সংস্থা হলেও কার্যত বন্ধ করার চক্রান্ত করা হয় । 2018 সাল থেকে কেন্দ্র সরকার পুরোপুরি ভাবে বন্ধ করে দেয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের

যে সময় কোম্পানি বন্ধ হয়, সেই সময় কর্মীদের বেশ কিছু মাসের বেতন বকেয়া ছিল । কোম্পানির ঘরে পাওনা টাকা পেতে মামলা হয়, যার আজও নিষ্পত্তি হয়নি । তাই কোম্পানির আবাসনে বহু বাসিন্দা এখনো রয়ে গেছেন । সাড়ে 300 থেকে 400 পরিবার থেকে গিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ড কলোনিতে । কিন্তু সেই আবাসনগুলিতে যে বিনামূল্যে জল এবং বিদ্যুৎ সরবরাহ হত সেই খরচ আর বহন করতে রাজি নয় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ।

মাঝেমধ্যেই জলের লাইন কেটে দেওয়া হয় । বিদ্যুতের ক্ষেত্রে রাত 9 টা থেকে ভোর 5 টা পর্যন্ত বিদ্যুৎসংযোগ চালু থাকে, বাকি সারাদিন বিদ্যুৎহীন হয়ে থাকতে হয় বাসিন্দাদের । সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে বাসিন্দারা আবেদন করেছেন, প্রশাসনকে জানিয়েছেন, প্রয়োজনে বিদ্যুতের বিল নিজেরাও দিতে রাজি আছেন , কিন্তু কোন হাল ফেরেনি৷ আর তাই ভোটের মুখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বার্ন স্ট্যান্ডার্ডের বাসিন্দারা । তারা পোস্টার দেওয়াল লিখন করে জানাচ্ছেন, জল নেই, বিদ্যুৎ নেই তাই ভোটও নেই । যদিও বাসিন্দারা চাইছেন প্রশাসন তাদের সঙ্গে এসে কথা বলুন । প্রশাসন সঠিক আশ্বাস দিলেই তাঁরা ভোট মুখী হবেন ।

আরও পড়ুন : পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি পাড়ুইয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.