ETV Bharat / state

আমরা গোমূত্র খাব, তোমরা বোতলের মাল খাও : দিলীপ ঘোষ

‘‘আমরা গোমূত্র খাব, তোমরা বোতলের মাল খাও, তোমরা গোমূত্রের মর্ম বুঝবে কী করে?’’ দুর্গাপুরে ‘‘চায়ে পে চর্চা’’ অনুষ্ঠানে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি ৷ দিলীপ ঘোষকে পালটা দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ৷

image
দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 16, 2020, 7:09 PM IST

দুর্গাপুর, 16 জুলাই : কোরোনা মোকাবিলায় ফের গোমূত্রের খাওয়ার নিদান দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন দুর্গাপুরে একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের সমালোচনা করে গোমূত্র খাওয়ার কথা বলেন তিনি ৷

‘‘আমরা গোমূত্র খাব, তোমরা বোতলের মাল খাও, তোমরা গোমূত্রের মর্ম বুঝবে কী করে?’’ দুর্গাপুরে ‘‘চায়ে পে চর্চা’’ অনুষ্ঠানে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি ৷ দিলীপ ঘোষকে পালটা দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ৷ দিলীপ ঘোষকে ‘‘রাজনৈতিক জোকার’’ বলে কটাক্ষ করেছেন তিনি ।

বুধবার বিকালে বীরভূম থেকে দুর্গাপুর আসেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় তিনি রাত্রিযাপন করেন । বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের রাজীব গান্ধি স্মৃতি মেলা ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুশীলনে যোগ দেন । সেখানে RSS -এর সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দুর্গাপুরের মেনগেট এলাকায় ‘‘চায় পে চর্চা’’ অনুষ্ঠানে যোগ দেন BJP-র রাজ্য সভাপতি ।

সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন , ‘‘আমি গোরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায় । আসলে গাধারা গোরুর কথা বুঝবে না । আজকে এই পরিস্থিতি তার জন্য গাধারা গাধার কাজ করুক । আমরা গোরুকে মা বলি । তার দুধ খেয়ে সুস্থ থাকি । গোরুর সেবা করি । যুগ যুগ এটা গোপালের দেশ । গো'-সেবা হবে । গোমূত্র আমরা খাব । তোমরা বোতলের মাল খাও । তোমরা কী বুঝবে গোমূত্র কী ? তোমরা মাল খাও । তা না হলে হাসপাতালগুলো চলবে কী করে? দিদির দোকানগুলো কী করে চলবে? ট্যাক্স আসবে কী করে?’’

এরপর দিলীপ ঘোষ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘‘আপনারা দেখেছেন যেদিন লকডাউন খুলল, মদের দোকান সামনে কয়েক কিলোমিটার জুড়ে শুধু লাইন । ওষুধের দোকানে লাইন পড়েনি । ওখানে লাইন পড়লে হাসপাতালে লাইন পড়বে । তাই ওরা যা খাবেন খান । আমরা গোমূত্র খাব । সুস্থ থাকব । আয়ুর্বেদিক সেবন করুন । সুস্থ থাকুন ।’’

দিলীপ ঘোষের এই গোমূত্র সেবনের কথা শুনে তাকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন , ‘‘উনি হলেন একজন রাজনৈতিক জোকার । জোকারের কাজ উনি করছেন । কিছু লোক জোকারকে দেখার জন্য গেছে এবং উনি যেভাবে মানুষকে এন্টারটেইন করেন, সেই রকম বিনোদনমূলক কথাবার্তা বলেছেন । ভালো হল দুর্গাপুরের মানুষ আধঘন্টা আনন্দ পেল ৷ রাজনৈতিকভাবে উনাকে সিরিয়াসলি কেউ নেয় না ।’’

এর আগেও দিলীপ ঘোষ গোমূত্র পান করার কথা বলেছিলেন । তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল । আবারও তিনি গোমূত্র সেবন করার কথা বললেন । এবং তা নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা ৷

দুর্গাপুর, 16 জুলাই : কোরোনা মোকাবিলায় ফের গোমূত্রের খাওয়ার নিদান দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন দুর্গাপুরে একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের সমালোচনা করে গোমূত্র খাওয়ার কথা বলেন তিনি ৷

‘‘আমরা গোমূত্র খাব, তোমরা বোতলের মাল খাও, তোমরা গোমূত্রের মর্ম বুঝবে কী করে?’’ দুর্গাপুরে ‘‘চায়ে পে চর্চা’’ অনুষ্ঠানে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি ৷ দিলীপ ঘোষকে পালটা দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ৷ দিলীপ ঘোষকে ‘‘রাজনৈতিক জোকার’’ বলে কটাক্ষ করেছেন তিনি ।

বুধবার বিকালে বীরভূম থেকে দুর্গাপুর আসেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় তিনি রাত্রিযাপন করেন । বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের রাজীব গান্ধি স্মৃতি মেলা ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুশীলনে যোগ দেন । সেখানে RSS -এর সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দুর্গাপুরের মেনগেট এলাকায় ‘‘চায় পে চর্চা’’ অনুষ্ঠানে যোগ দেন BJP-র রাজ্য সভাপতি ।

সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন , ‘‘আমি গোরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায় । আসলে গাধারা গোরুর কথা বুঝবে না । আজকে এই পরিস্থিতি তার জন্য গাধারা গাধার কাজ করুক । আমরা গোরুকে মা বলি । তার দুধ খেয়ে সুস্থ থাকি । গোরুর সেবা করি । যুগ যুগ এটা গোপালের দেশ । গো'-সেবা হবে । গোমূত্র আমরা খাব । তোমরা বোতলের মাল খাও । তোমরা কী বুঝবে গোমূত্র কী ? তোমরা মাল খাও । তা না হলে হাসপাতালগুলো চলবে কী করে? দিদির দোকানগুলো কী করে চলবে? ট্যাক্স আসবে কী করে?’’

এরপর দিলীপ ঘোষ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘‘আপনারা দেখেছেন যেদিন লকডাউন খুলল, মদের দোকান সামনে কয়েক কিলোমিটার জুড়ে শুধু লাইন । ওষুধের দোকানে লাইন পড়েনি । ওখানে লাইন পড়লে হাসপাতালে লাইন পড়বে । তাই ওরা যা খাবেন খান । আমরা গোমূত্র খাব । সুস্থ থাকব । আয়ুর্বেদিক সেবন করুন । সুস্থ থাকুন ।’’

দিলীপ ঘোষের এই গোমূত্র সেবনের কথা শুনে তাকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন , ‘‘উনি হলেন একজন রাজনৈতিক জোকার । জোকারের কাজ উনি করছেন । কিছু লোক জোকারকে দেখার জন্য গেছে এবং উনি যেভাবে মানুষকে এন্টারটেইন করেন, সেই রকম বিনোদনমূলক কথাবার্তা বলেছেন । ভালো হল দুর্গাপুরের মানুষ আধঘন্টা আনন্দ পেল ৷ রাজনৈতিকভাবে উনাকে সিরিয়াসলি কেউ নেয় না ।’’

এর আগেও দিলীপ ঘোষ গোমূত্র পান করার কথা বলেছিলেন । তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল । আবারও তিনি গোমূত্র সেবন করার কথা বললেন । এবং তা নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.