ETV Bharat / state

টুমনি নদীর জলে ভাসল কাঁকসার ভাসাপুল , সমস্যায় নিত্যযাত্রীরা - টুমনি নদীর জলে ভাসল কাঁকসার ভাসাপুল

টুমনি নদীর উপরে ভাসাপুল দিয়ে নিত্যদিন বহু মানুষের চলাচল ৷ বীরভূম জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ রক্ষাকারী এই সেতু প্রায়শই জলমগ্ন হয়ে পড়ছে । আজও একই অবস্থা ৷ এলাকাবাসীর আবেদন , প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটির সংস্কার করে যেন তা মানুষের পারাপারের যোগ্য করে তোলা হয় ।

Kanksa
Kanksa
author img

By

Published : Sep 20, 2020, 1:44 PM IST

কাঁকসা , 20 সেপ্টেম্বর : টুমনির নদীর জলের তোড়ে ভাসল কাঁকসার শিবপুরের ভাসাপুল । এর জেরে সমস্যার পড়েছে নিত্যাযাত্রীরা ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের ৷


টুমনি নদীর উপরে ভাসাপুল দিয়ে নিত্যদিন বহু মানুষের চলাচল ৷ এলাকাবাসীদের অভিযোগ , জলে ডুবে যাওয়ায় খুব সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে । গত কয়েকদিন আগেও , এই রাস্তা জলের তলায় চলে গেছিল । আজ ফের একই অবস্থা ৷ বীরভূম জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ রক্ষাকারী এই সেতু প্রায়শই জলমগ্ন হয়ে পড়ছে । তাই এলাকাবাসীর আবেদন , প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটির সংস্কার করে যেন তা মানুষের পারাপারের যোগ্য করে তোলা হয় । যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য বাপী সূত্রধর জানান , দু’দিন আগে প্রচন্ড বৃষ্টির জন্য জল বাড়ছে টুমনি নদীতে ৷ এই কারণেই ভাসাপুলের রাস্তা জলের তলায় গেছে। অজয়ের ব্রিজ শেষ হলেই সম্যসার সমাধান হয়ে যাবে ৷

অন্যদিকে , নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুর্গাপুরে আবার বেশ কিছু জায়গায় রবিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে । এই পরিস্থিতিতে ওই ভাসাপোলের জল কখন নামে , তার অপেক্ষায় রয়েছে হাজার হাজার নিত্যযাত্রী ।

কাঁকসা , 20 সেপ্টেম্বর : টুমনির নদীর জলের তোড়ে ভাসল কাঁকসার শিবপুরের ভাসাপুল । এর জেরে সমস্যার পড়েছে নিত্যাযাত্রীরা ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের ৷


টুমনি নদীর উপরে ভাসাপুল দিয়ে নিত্যদিন বহু মানুষের চলাচল ৷ এলাকাবাসীদের অভিযোগ , জলে ডুবে যাওয়ায় খুব সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে । গত কয়েকদিন আগেও , এই রাস্তা জলের তলায় চলে গেছিল । আজ ফের একই অবস্থা ৷ বীরভূম জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ রক্ষাকারী এই সেতু প্রায়শই জলমগ্ন হয়ে পড়ছে । তাই এলাকাবাসীর আবেদন , প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটির সংস্কার করে যেন তা মানুষের পারাপারের যোগ্য করে তোলা হয় । যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য বাপী সূত্রধর জানান , দু’দিন আগে প্রচন্ড বৃষ্টির জন্য জল বাড়ছে টুমনি নদীতে ৷ এই কারণেই ভাসাপুলের রাস্তা জলের তলায় গেছে। অজয়ের ব্রিজ শেষ হলেই সম্যসার সমাধান হয়ে যাবে ৷

অন্যদিকে , নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুর্গাপুরে আবার বেশ কিছু জায়গায় রবিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে । এই পরিস্থিতিতে ওই ভাসাপোলের জল কখন নামে , তার অপেক্ষায় রয়েছে হাজার হাজার নিত্যযাত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.