জামুড়িয়া, 26 জানুযারি : দেশজুড়ে পালিত হল 71 তম সাধারণতন্ত্র দিবস ৷ এরই মধ্য স্বাধীনতা সংগ্রামীদের ছবিকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ উঠল জামুড়িয়ায় ৷
জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশপথের দু'পাশের দেওয়ালে একসময় আঁকা হয়েছিল একাধিক মনীষীর ছবি । তৈরি করা হয়েছিল বাগানও । উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের বাণী তুলে ধরা ৷ যত্নের অভাবে তা মুঝে গেছে অথবা বিকৃত হয়েছে ৷
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সরোজ কুমার দত্ত বলেন, "জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকা হয়েছিল অনেক দিন আগে । ছবি দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম । কিন্তু বর্তমানে প্রত্যেকটি ছবি নষ্ট হয়ে গেছে । এটা খুব বেদনাদায়ক । বিশেষ করে আজকের সাধারণতন্ত্র দিবসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি অবমাননা করা হচ্ছে । ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের কাছে আবেদন, ছবিগুলিকে যাতে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক । বিকৃত অবস্থায় যাতে না রাখা হয় ।"
স্থানীয় বাসিন্দা মনোজয় চট্টোপাধ্যায় বলেন, " রাজ্য সরকারের ব্লক অফিসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকার উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে শেখানো । ছবির নিচে তাঁদের বাণীও লেখা হয়েছিল। কিন্তু আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মনীষীর ছবি আঁকা হয়েছিল সেগুলি সারাবছর ধুলোবালিতে নষ্ট হচ্ছে । অন্তত আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষীদের ছবিগুলিকে যথাযথ সম্মান দেওয়া দরকার ছিল।"
এই নিয়ে জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল ৷ তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য বক্তব্য পাওয়া যায়নি ।