ETV Bharat / state

জামুড়িয়ায় অবহেলিত স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের ছবি; ক্ষোভ প্রকাশ স্থানীয়দের - স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের ছবি

এক সময় সম্মান জানানোর জন্য দেওয়ালে আঁকা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের ছবি । লেখা হয়েছিল তাঁদের বাণীও । সেই স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষীদের ছবি এখন চরম উপেক্ষিত তাও আবার সরকারি দেওয়ালে । আজ সাধারণতন্ত্র দিবসে তাঁদের সেই জরাজীর্ণ ছবি দেখে ক্ষোভে ফুঁসছেন জামুড়িয়াবাসী।

jamuria block
জামুরিয়া
author img

By

Published : Jan 26, 2020, 8:30 PM IST

জামুড়িয়া, 26 জানুযারি : দেশজুড়ে পালিত হল 71 তম সাধারণতন্ত্র দিবস ৷ এরই মধ্য স্বাধীনতা সংগ্রামীদের ছবিকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ উঠল জামুড়িয়ায় ৷

জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশপথের দু'পাশের দেওয়ালে একসময় আঁকা হয়েছিল একাধিক মনীষীর ছবি । তৈরি করা হয়েছিল বাগানও । উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের বাণী তুলে ধরা ৷ যত্নের অভাবে তা মুঝে গেছে অথবা বিকৃত হয়েছে ৷

jamuria
জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশপথের দুপাশের দেওয়ালে বিবর্ন মনীযীদের ছবি ৷


এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সরোজ কুমার দত্ত বলেন, "জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকা হয়েছিল অনেক দিন আগে । ছবি দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম । কিন্তু বর্তমানে প্রত্যেকটি ছবি নষ্ট হয়ে গেছে । এটা খুব বেদনাদায়ক । বিশেষ করে আজকের সাধারণতন্ত্র দিবসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি অবমাননা করা হচ্ছে । ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের কাছে আবেদন, ছবিগুলিকে যাতে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক । বিকৃত অবস্থায় যাতে না রাখা হয় ।"

jamuria
প্রশাসনিক ভবনের ভিতরে সসম্মানে উত্তোলন করা হয়েছে পতাকা ৷ অথচ বাইরের দেওয়ালে অনাদরে পড়ে আছে মনীষীদের ছবি

স্থানীয় বাসিন্দা মনোজয় চট্টোপাধ্যায় বলেন, " রাজ্য সরকারের ব্লক অফিসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকার উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে শেখানো । ছবির নিচে তাঁদের বাণীও লেখা হয়েছিল। কিন্তু আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মনীষীর ছবি আঁকা হয়েছিল সেগুলি সারাবছর ধুলোবালিতে নষ্ট হচ্ছে । অন্তত আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষীদের ছবিগুলিকে যথাযথ সম্মান দেওয়া দরকার ছিল।"

অনাদরে পড়ে আছে দেওয়ালে আঁকা মনীষীদের ছবি ৷ তা নিয়ে কী বলছেন জামুড়িয়াবাসীরা ? দেখুন ভিডিয়োয়...

এই নিয়ে জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল ৷ তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য বক্তব্য পাওয়া যায়নি ।

জামুড়িয়া, 26 জানুযারি : দেশজুড়ে পালিত হল 71 তম সাধারণতন্ত্র দিবস ৷ এরই মধ্য স্বাধীনতা সংগ্রামীদের ছবিকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ উঠল জামুড়িয়ায় ৷

জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশপথের দু'পাশের দেওয়ালে একসময় আঁকা হয়েছিল একাধিক মনীষীর ছবি । তৈরি করা হয়েছিল বাগানও । উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের বাণী তুলে ধরা ৷ যত্নের অভাবে তা মুঝে গেছে অথবা বিকৃত হয়েছে ৷

jamuria
জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশপথের দুপাশের দেওয়ালে বিবর্ন মনীযীদের ছবি ৷


এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সরোজ কুমার দত্ত বলেন, "জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকা হয়েছিল অনেক দিন আগে । ছবি দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম । কিন্তু বর্তমানে প্রত্যেকটি ছবি নষ্ট হয়ে গেছে । এটা খুব বেদনাদায়ক । বিশেষ করে আজকের সাধারণতন্ত্র দিবসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি অবমাননা করা হচ্ছে । ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের কাছে আবেদন, ছবিগুলিকে যাতে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক । বিকৃত অবস্থায় যাতে না রাখা হয় ।"

jamuria
প্রশাসনিক ভবনের ভিতরে সসম্মানে উত্তোলন করা হয়েছে পতাকা ৷ অথচ বাইরের দেওয়ালে অনাদরে পড়ে আছে মনীষীদের ছবি

স্থানীয় বাসিন্দা মনোজয় চট্টোপাধ্যায় বলেন, " রাজ্য সরকারের ব্লক অফিসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকার উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে শেখানো । ছবির নিচে তাঁদের বাণীও লেখা হয়েছিল। কিন্তু আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মনীষীর ছবি আঁকা হয়েছিল সেগুলি সারাবছর ধুলোবালিতে নষ্ট হচ্ছে । অন্তত আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষীদের ছবিগুলিকে যথাযথ সম্মান দেওয়া দরকার ছিল।"

অনাদরে পড়ে আছে দেওয়ালে আঁকা মনীষীদের ছবি ৷ তা নিয়ে কী বলছেন জামুড়িয়াবাসীরা ? দেখুন ভিডিয়োয়...

এই নিয়ে জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল ৷ তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য বক্তব্য পাওয়া যায়নি ।

Intro:জামুরিয়া : এক সময় সম্মান জানানোর জন্য দেওয়ালে আঁকা হয়েছিল তাঁদের ছবি ।লেখা হয়েছিল তাঁদের বানীও । সেই স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষী ছবি এখন চরম উপেক্ষিত তাও আবার সরকারি দেওয়ালে । আজ প্রজাতন্ত্র দিবসে তাঁদের সেই জরাজীর্ণ ছবি দেখে ক্ষোভের ফুঁসছেন জামুরিয়া বাসি ।


গোটা দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে ! স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মাল্যদান করে সম্মান জানানো হচ্ছে । জামুরিয়া ব্লক দপ্তরের ভেতরেও স্বাধীনতা সংগ্রামের ছবিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন কিন্তু সেই জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের বাইরে দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষী ছবি বিকৃত । আজ প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা সংগ্রামে ও বাংলার মনীষী সেই জরাজীর্ণ বিকৃত ছবি দেখে ক্ষোভে ফুঁসছেন জামুরিয়া বাসি।

জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সরকারি দেওয়ালেই বিবর্ণ গান্ধীজীর ছবি । শুধু গান্ধীজি নয় স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাংলার বহু মনীষীর ছবি উপেক্ষিত জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে । বছর কয়েক আগে ব্লক অফিসে ঢুকতেই ঝকঝকে ছবি দেখা যেত । সেই মনীষীদের ছবি এখন করুণ হাল । কারোও আবার চোখ নেই কারোও আবার অর্ধেক মুখ । চখলা ছেড়ে গেছে ।


জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের ঢোকার মুখে দেওয়ালের দুই পাশেই একাধিক মনীষীর ছবি আঁকা হয়েছিল । তৈরি করা হয়েছিল বাগানোও । জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে আঁকা মনীষীর ছবি অনেক খানি মুছে গেছে । কোথাও বা আবার প্রায় নষ্ট হতে চলেছে । মনীষীর ছবির মধ্যে রয়েছে " মহাত্মা গান্ধী , নেতাজি সুভাষচন্দ্র বসু , স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম সহ একাধিক মনীষীর ছবি রয়েছে । লোহার চেনের দিয়ে তৈরি করা হয়েছিল বাগান । বাগান আগাছায় ও জঙ্গলে ভর্তি ।

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সরোজ কুমার দত্ত জানান " জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকা হয়েছিল অনেক দিন আগে। ছবি দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম । কিন্তু বর্তমানে প্রত্যেকটি ছবি নষ্ট হয়ে গেছে ।এটা খুব বেদনাদায়ক ।বিশেষ করে আজকের প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি অবমাননা করা হচ্ছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর এর কাছে আবেদন ছবিগুলিকে যাতে পুনরায় ফিরে আনা হোক । বিকৃত অবস্থায় যাতে না রাখা হয় ।

স্থানীয় বাসিন্দা মনজয় চ্যাটার্জি জানান " ব্লক অফিসে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি আঁকার উদ্দেশ্যই রাজ্য সরকারের অন্য ছিল । নতুন প্রজন্মকে শেখানো জন্যই ছবি আঁকা হয়েছিল ।ছবির নিচে বানীও লেখা হয়েছিল। কিন্তু আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মনীষী ছবি আঁকা হয়েছিল সেগুলি অপব্যবহার হয়েছে । সারাবছর ধুলোবালিতে নষ্ট হচ্ছে ।অন্তত আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও বাংলার মনীষী ছবি গুলিকে যথাযথ সম্মান দেওয়া দরকার ছিল।

জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষানু রায়ের শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ করা যায়নি ।



Body:।


Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.