ETV Bharat / state

শীতে বাহারি ফুলের গাছ কিনতে ভিড় রানিগঞ্জের নার্সারিগুলিতে - আসানসোলে শীতে রকমারি বাহারি ফুলের চাষ

শীত পড়তেই চাহিদা বাড়ছে ফুলগাছের । তাই রানিগঞ্জের নার্সারিগুলোতে দেদার বিকোচ্ছে রকমারি ফুলের গাছ । সেই তালিকায় রয়েছে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের গাছ ।

শীতে বাহারি ফুলের গাছ কিনতে ভিড় রানিগঞ্জের নার্সারিগুলিতে
শীতে বাহারি ফুলের গাছ কিনতে ভিড় রানিগঞ্জের নার্সারিগুলিতে
author img

By

Published : Nov 29, 2020, 2:07 PM IST

রানিগঞ্জ, 29 নভেম্বর : নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মানেই শীতকাল । রকমারি শাক সবজি, ফলের চাহিদা যেমন তুঙ্গে থাকে, তেমনই বাহারি ফুলের চাহিদাও বাড়ে । এই রকমারি ফুলের গাছ কিনতে নার্সারিগুলিতেই ভিড় জমাচ্ছে ফুলগাছ প্রেমীরা । দেদার বিকোচ্ছে মরশুমি ফুল । গতকাল এমনই ছবি ধরা পড়ল রানিগঞ্জের বিভিন্ন নার্সারিগুলিতে । ছোটবড় নার্সারিগুলিতে ঢুঁ মারতে দেখা যাচ্ছে বাহারি ফুলগাছ প্রেমীরা । পছন্দসই ফুলের গাছ কিনছেন তাঁরা । বিভিন্ন জাতের গাঁদা থেকে শুরু করে ভ্যারাইটি আইটেমের গোলাপ গাছের পসরা সাজিয়েছে নার্সারিগুলি ।

শীতে বাহারি ফুলের গাছ কিনতে ভিড় রানিগঞ্জের নার্সারিগুলিতে
রকমারি বাহারি ফুলের শোভা

এমনই এক নার্সারির মালিক কানাইয়া সাউ বলেন, "আমাদের এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে । গোলাপেরও ভ্যারাইটি আইটেম রয়েছে । ডালিয়া, চন্দ্রমল্লিকা, এস্টার, সালভিয়া, ইম্প্রেশন , বিটুনিয়ম তো আছেই । এর সঙ্গে রয়েছে ম্যাটগোল্ড, তাজমহল ক্যালকাটা থ্রি হান্ড্রেড, হেডলাইন নামক বিভিন্ন রকমের গোলাপের চারা ।"

নার্সারির মালিক কী বললেন ? দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "মরশুমি ফুলের গাছ যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে রেডিমেট ফুল গাছ ও চারা গাছ তৈরি হচ্ছে । প্রায় মাস খানেক আগে থেকেই ফুলগাছ তৈরি হয়ে যায় । ডিসেম্বর ও জানিয়ারি মাসেই বেশি ফুলগাছ বিক্রি হবে । বড় বড় বাগান মালিকরা এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকে । শীত যত বাড়বে তত ফুল গাছের চাহিদাও বাড়বে । অন্যদিকে শীত পড়লে পোকামাকড়ের ভয়ও তেমন থাকে না । নিশ্চিন্তে বাহারি ফুলগাছ লাগাতে পারেন ফুলগাছ প্রেমীরা ।"

রানিগঞ্জ, 29 নভেম্বর : নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মানেই শীতকাল । রকমারি শাক সবজি, ফলের চাহিদা যেমন তুঙ্গে থাকে, তেমনই বাহারি ফুলের চাহিদাও বাড়ে । এই রকমারি ফুলের গাছ কিনতে নার্সারিগুলিতেই ভিড় জমাচ্ছে ফুলগাছ প্রেমীরা । দেদার বিকোচ্ছে মরশুমি ফুল । গতকাল এমনই ছবি ধরা পড়ল রানিগঞ্জের বিভিন্ন নার্সারিগুলিতে । ছোটবড় নার্সারিগুলিতে ঢুঁ মারতে দেখা যাচ্ছে বাহারি ফুলগাছ প্রেমীরা । পছন্দসই ফুলের গাছ কিনছেন তাঁরা । বিভিন্ন জাতের গাঁদা থেকে শুরু করে ভ্যারাইটি আইটেমের গোলাপ গাছের পসরা সাজিয়েছে নার্সারিগুলি ।

শীতে বাহারি ফুলের গাছ কিনতে ভিড় রানিগঞ্জের নার্সারিগুলিতে
রকমারি বাহারি ফুলের শোভা

এমনই এক নার্সারির মালিক কানাইয়া সাউ বলেন, "আমাদের এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে । গোলাপেরও ভ্যারাইটি আইটেম রয়েছে । ডালিয়া, চন্দ্রমল্লিকা, এস্টার, সালভিয়া, ইম্প্রেশন , বিটুনিয়ম তো আছেই । এর সঙ্গে রয়েছে ম্যাটগোল্ড, তাজমহল ক্যালকাটা থ্রি হান্ড্রেড, হেডলাইন নামক বিভিন্ন রকমের গোলাপের চারা ।"

নার্সারির মালিক কী বললেন ? দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "মরশুমি ফুলের গাছ যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে রেডিমেট ফুল গাছ ও চারা গাছ তৈরি হচ্ছে । প্রায় মাস খানেক আগে থেকেই ফুলগাছ তৈরি হয়ে যায় । ডিসেম্বর ও জানিয়ারি মাসেই বেশি ফুলগাছ বিক্রি হবে । বড় বড় বাগান মালিকরা এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকে । শীত যত বাড়বে তত ফুল গাছের চাহিদাও বাড়বে । অন্যদিকে শীত পড়লে পোকামাকড়ের ভয়ও তেমন থাকে না । নিশ্চিন্তে বাহারি ফুলগাছ লাগাতে পারেন ফুলগাছ প্রেমীরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.