দুর্গাপুর, 25 সেপ্টেম্বর: আগে থেকে ঘোষণা হয়েছিল দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত থামবে ৷ সেইমতোই রবিবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত থামতেই দেখা গেল উপচে পড়া ভিড় ৷ বন্দে ভারতের দুর্গাপুরে স্টপেজ দেওয়া প্রসঙ্গে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া বলেন, "বন্দেভারত এক্সপ্রেস যাতে দুর্গাপুর স্টেশনে স্টপেজ দেয় তারজন্য যে শুধু চিঠি দিয়েছিলাম তাই নয়, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও প্রস্তাব দিয়েছিলাম যাতে দুর্গাপুর স্টেশনে স্টপেজ দেওয়া হয় বন্দে ভারতের । শেষ মুহূর্তে সেই প্রস্তাব গৃহীত হয়েছে রেলের তরফে ৷ হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় বিহার এবং পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে ।"
পাশাপাশি তিনি জানান, হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে দুর্গাপুরের বাসিন্দারা বাবাধাম এবং অতি পরিচিত শিখগুরু গোবিন্দ সিং-এর জন্মস্থান যা পটনা সাহিব স্টেশন নামে পরিচিত ও রাজগীর-নালন্দা দেখে একদিনের মধ্যে ফিরে আসতে পারবেন ৷ সেইরকমই পটনা-বিহারের মানুষজন তারাপীঠ-সহ এ রাজ্যের তীর্থস্থানও একদিনে ঘুরে নিতে পারবেন । দুর্গাপুর স্টেশনে স্টপেজের ফলে বাঁকুড়া ও বিষ্ণুপুরের মানুষ আবার বীরভূমের দুবরাজপুরের বাসিন্দারাও আরও সহজে যাতায়াত করতে পারবেন ।
উল্লেখ্য, শুধু বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া নন আরও এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ'র দাবি তিনি কেন্দ্রের কাছে দাবি জানিয়েছিলন দুর্গাপুরে যাতে এই সেমিবুলেট ট্রেনের স্টপেজ দেওয়া হয় ৷ রবিবার সন্ধ্য়ায় দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত থামতেই দেখা গেল উপচে পড়া ভিড় ৷ শেষমেশ ভিড় সামলাতে আসরে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স ও পুলিশ ।
আরও পড়ুন: হাওড়া টু রাঁচি-পটনা, ন'টি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেমি হাইস্পিড বন্দেভারত এক্সপ্রসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ন’টি ট্রনের মধ্যে আছে রাজ্যের রাঁচি-হাওড়া, পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৷ বাকিগুলি উদয়পুর-জয়পুর, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া-রেনিগুনটা- চেন্নাই, কাসারগড়-তিরুঅন্তপুরম, রাউরকেল্লা-ভুবনেশ্বর-পুরী এবং জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস ৷