ETV Bharat / state

Murder in Asansol: মানসিক ভারসাম্যহীনের তাণ্ডব, নাপিতের পর প্রাণ গেল ভবঘুরের

গভীর রাতে মানসিক ভারসাম্য়হীনের মারে মৃত্যু হল এক ভবঘুরের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল রবীন্দ্রভবনের সামনে ৷ ঠিক কী হয়েছিল ? কী বলছেন প্রত্যক্ষদর্শী ?

Etv Bharat
মানসিক ভারসাম্যহীনের মারে মৃত্যু ভবঘুরের
author img

By

Published : Jan 5, 2023, 6:46 PM IST

মানসিক ভারসাম্যহীনের তাণ্ডবে দু'জনের মৃত্যুতে স্থানীয়দের প্রতিক্রিয়া

আসানসোল, 4 জানুয়ারি: কম্বল নিয়ে বচসার জেরে মানসিক ভারসাম্যহীনের মারে মৃত্যু হল এক ভবঘুরের (Vagabond Killed by Mentally Unstable Person in Asansol) ৷ আসানসোল রবীন্দ্রভবনের সামনে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ৷ রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহের নিরাপত্তারক্ষীরা ওই মানসিক ভারসাম্যহীনের ভয়ে তটস্থ হয়ে থাকত । নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউয়ের দাবি, বিএনআর মোড়ে রবীন্দ্রভবন বাসস্ট্যান্ড ভাঙচুর করার চেষ্টা করে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি । পাশাপাশি ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ভবঘুরেকেও লাঠি পেটা করে । বৃহস্পতিবার সকালে ফুটপাথ থেকেই উদ্ধার হয় ওই ভবঘুরের দেহ ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । যে স্থানে ভবঘুরে শুয়ে ছিল, সেখানে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায় । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোস্টের আধিকারিকের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের । অন্যদিকে বৃহস্পতিবার বেলার দিকেও দেখা যায় ওই মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে ৷ এর অনেকটা সময় পর পুলিশ তাকে আটক করে ৷

এই ঘটনার পরই হইচই পড়ে যায় আসানসোল রবীন্দ্রভবন এলাকায় (Asansol News)। রবীন্দ্রভবনের নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউ বলেন, "গতকাল রাত্রে আমি রবীন্দ্রভবনে পাহারার দায়িত্বে ছিলাম । সেই সময় দেখি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি রবীন্দ্রভবনের উলটো দিকে বাসস্ট্যান্ড ভাঙচুরের চেষ্টা করছে । আমি বাধা দিতে গেলে সে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসে । এরপর ভয়ে আমি রবীন্দ্রভবনে ঢুকে যাই । কিছুক্ষণ পর দেখি রবীন্দ্রভবনের বাইরে ফুটপাথে থাকা ভবঘুরেকে ওই ব্যক্তি লাঠি দিয়ে পেটাচ্ছে । আমি আর ভয়ে বের হতে পারিনি । সকালে শুনতে পাই ওই ভবঘুরের মৃত্যু হয়েছে ।"

আরও পড়ুন : রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের

এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্য়ক্তি বেশ কয়েকমাস আগে এক নাপিতকে পিটিয়ে মেরে ফেলেছিল । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ ইমরান জানান, আসানসোল রবীন্দ্র ভবন এলাকাটি জমজমাট । সব সময় মানুষজনের ভিড় থাকে । পাশেই রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি । সেই এলাকায় এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয় ৷ কয়েকমাস আগে এক সেলুন কর্মীকে যখন পিটিয়ে মেরে ফেলেছিল তখন পুলিশ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে । কিন্তু তারপর কী করে সে ছাড়া পেল সেটা জানা নেই ৷

এদিকে ভবঘুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে । মানসিক ভারসাম্য়হীনের মারেই ভবঘুরের মৃত্যু হয়েছে কী না সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি । পুলিশ জানিয়েছে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ভবঘুরের মৃত্যু হয়েছে । কতবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ হয়েছিল ।

অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তিনি বলেন, "যে মানুষটির একটি অতীতের রেকর্ড আছে যে সে একজন সেলুনের কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছিল তাকে কেন এইভাবে ফেলে রাখা হয়েছে এবং ভবঘুরের মৃত্যুর পরেও কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরও যে কোনও ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে । আমি এখনই পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট থানার আধিকারিককে ব্যবস্থা নেওয়ার জন্য ফোন করব ।"

আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন না অন্যকিছু! একরত্তিকে আছাড় মারল বাবা

মানসিক ভারসাম্যহীনের তাণ্ডবে দু'জনের মৃত্যুতে স্থানীয়দের প্রতিক্রিয়া

আসানসোল, 4 জানুয়ারি: কম্বল নিয়ে বচসার জেরে মানসিক ভারসাম্যহীনের মারে মৃত্যু হল এক ভবঘুরের (Vagabond Killed by Mentally Unstable Person in Asansol) ৷ আসানসোল রবীন্দ্রভবনের সামনে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ৷ রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহের নিরাপত্তারক্ষীরা ওই মানসিক ভারসাম্যহীনের ভয়ে তটস্থ হয়ে থাকত । নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউয়ের দাবি, বিএনআর মোড়ে রবীন্দ্রভবন বাসস্ট্যান্ড ভাঙচুর করার চেষ্টা করে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি । পাশাপাশি ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ভবঘুরেকেও লাঠি পেটা করে । বৃহস্পতিবার সকালে ফুটপাথ থেকেই উদ্ধার হয় ওই ভবঘুরের দেহ ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । যে স্থানে ভবঘুরে শুয়ে ছিল, সেখানে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায় । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোস্টের আধিকারিকের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের । অন্যদিকে বৃহস্পতিবার বেলার দিকেও দেখা যায় ওই মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে ৷ এর অনেকটা সময় পর পুলিশ তাকে আটক করে ৷

এই ঘটনার পরই হইচই পড়ে যায় আসানসোল রবীন্দ্রভবন এলাকায় (Asansol News)। রবীন্দ্রভবনের নিরাপত্তারক্ষী ব্রিজকিশোর সাউ বলেন, "গতকাল রাত্রে আমি রবীন্দ্রভবনে পাহারার দায়িত্বে ছিলাম । সেই সময় দেখি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি রবীন্দ্রভবনের উলটো দিকে বাসস্ট্যান্ড ভাঙচুরের চেষ্টা করছে । আমি বাধা দিতে গেলে সে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসে । এরপর ভয়ে আমি রবীন্দ্রভবনে ঢুকে যাই । কিছুক্ষণ পর দেখি রবীন্দ্রভবনের বাইরে ফুটপাথে থাকা ভবঘুরেকে ওই ব্যক্তি লাঠি দিয়ে পেটাচ্ছে । আমি আর ভয়ে বের হতে পারিনি । সকালে শুনতে পাই ওই ভবঘুরের মৃত্যু হয়েছে ।"

আরও পড়ুন : রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের

এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্য়ক্তি বেশ কয়েকমাস আগে এক নাপিতকে পিটিয়ে মেরে ফেলেছিল । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ ইমরান জানান, আসানসোল রবীন্দ্র ভবন এলাকাটি জমজমাট । সব সময় মানুষজনের ভিড় থাকে । পাশেই রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি । সেই এলাকায় এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয় ৷ কয়েকমাস আগে এক সেলুন কর্মীকে যখন পিটিয়ে মেরে ফেলেছিল তখন পুলিশ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে । কিন্তু তারপর কী করে সে ছাড়া পেল সেটা জানা নেই ৷

এদিকে ভবঘুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে । মানসিক ভারসাম্য়হীনের মারেই ভবঘুরের মৃত্যু হয়েছে কী না সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি । পুলিশ জানিয়েছে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ভবঘুরের মৃত্যু হয়েছে । কতবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ হয়েছিল ।

অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তিনি বলেন, "যে মানুষটির একটি অতীতের রেকর্ড আছে যে সে একজন সেলুনের কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছিল তাকে কেন এইভাবে ফেলে রাখা হয়েছে এবং ভবঘুরের মৃত্যুর পরেও কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরও যে কোনও ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে । আমি এখনই পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট থানার আধিকারিককে ব্যবস্থা নেওয়ার জন্য ফোন করব ।"

আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন না অন্যকিছু! একরত্তিকে আছাড় মারল বাবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.