দুর্গাপুর, 12 মার্চ: পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দক্ষিণ বাজার এলাকার নিকাশি নালার থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ (Women Dead Body Found At Andal) ৷ এই মহিলার আনুমানিক বয়স 40 বছর।
স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে অন্ডাল থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ মৃত মহিলার নাম এবং পরিচয় এখনও জানা যায়নি ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পরেই মহিলার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷
আরও পড়ুন: 9 হেক্টর জুড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হাজারখানেক গাছ
কীভাবে মহিলার মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট দেখেই তদন্তে নামবে পুলিশ বলে জানান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। তবে ওই মহিলার দেহ কীভাবে নর্দমায় এল তা নিয়েও উঠছে নানা প্রশ্ন ৷ এলাকাবাসীর অনেকের সন্দেহ যে, মহিলাকে অন্য কোথাও খুন করে অন্ডালের দক্ষিণ বাজার এলাকার নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। ওই মহিলার কবে মৃত্যু হয়েছে তাও তদন্তসাপেক্ষ।