ETV Bharat / state

Coal Minister Slams TMC Govt: 'কয়লা চুরি বন্ধ করতে হবে রাজ্য সরকারকেই', দাবি প্রহ্লাদ জোশির - প্রহ্লাদ জোশি

ইসিএলের খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী (Coal Minister) । আর দুর্গাপুরে দাঁড়িয়েই প্রহ্লাদ জোশি (Union Minister Pralhad Joshi) কয়লা চুরি (coal smuggling) নিয়ে তোপ দাগলেন রাজ্য সরকারের দিকে ৷

Coal Minister
Coal Minister
author img

By

Published : Nov 24, 2022, 10:42 AM IST

Updated : Nov 24, 2022, 11:37 AM IST

দুর্গাপুর, 24 নভেম্বর: "কয়লা চুরি তদন্ত চলছে । সেই বিষয়ে আমি কিছু বলব না । তবে কয়লা চুরি বন্ধ করা রাজ্য সরকারের কাজ । শুধু কয়লা চুরি কেন যে কোনও খনিজ সম্পদ চুরি করা বন্ধ করতে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকেই ৷" দুর্গাপুরে দাঁড়িয়ে এই কথা বললেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) । ইসিএলের খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী (Coal Minister in Durgapur) ।

বুধবার বিকেল চারটে দশ মিনিটে দিল্লি থেকে বিমানে অণ্ডাল বিমানবন্দরে নামেন তিনি । তারপর সড়কপথে পৌঁছন দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় । সেখানে কয়লামন্ত্রী রাত্রিবাস করার পরে বৃহস্পতিবার সকালে খনি পরিদর্শন করতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রহ্লাদ জোশি ।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "কয়লা-সহ সমস্ত খনিজ সম্পদ চুরি আটকাতে রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে । কারণ সিআইএসএফ বাহিনী কয়লা চুরি আটকাতে এফআইআর করে পুলিশের কাছেই । কিন্তু এফআইআর নেওয়া হয় না।" কয়লামন্ত্রী আরও বলেন, "আমি শুধু এই রাজ্যের সরকারকে নয়, সমস্ত রাজ্যের সরকারকেই বলেছি চুরি আটকাতে হবে রাজ্যকেই । এই নিয়ে কোনও রাজনৈতিক বিতর্ক হোক আমি চাই না । তবে চুরি আটকানো রাজ্যের বিষয় । খনি পরিদর্শনের পাশাপাশি কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করাও এই সফরের উদ্দেশ্য ৷"

বুধবার দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী

কয়লা খনিতে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "খনির জন্য জমির প্রয়োজন ৷ যেমন জমি পাওয়া যাবে সেই পরিমাণ বিনিয়োগ আসবে ।" বৃহস্পতিবার সোনপুর বাজারি ও ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি রয়েছে কয়লামন্ত্রীর । প্রহ্লাদ জোশির এই সফর কয়লা খনির ভবিষ্যতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের ।

আরও পড়ুন: 2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী

কয়লা খনির ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "2025 'র মধ্যে 1 বিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে । কয়লা খনিতে পুনর্বাসন প্রকল্প ও কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের জীবনহানি হলে কোল ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর নজির তৈরি করেছে ।"

দুর্গাপুর, 24 নভেম্বর: "কয়লা চুরি তদন্ত চলছে । সেই বিষয়ে আমি কিছু বলব না । তবে কয়লা চুরি বন্ধ করা রাজ্য সরকারের কাজ । শুধু কয়লা চুরি কেন যে কোনও খনিজ সম্পদ চুরি করা বন্ধ করতে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকেই ৷" দুর্গাপুরে দাঁড়িয়ে এই কথা বললেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) । ইসিএলের খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী (Coal Minister in Durgapur) ।

বুধবার বিকেল চারটে দশ মিনিটে দিল্লি থেকে বিমানে অণ্ডাল বিমানবন্দরে নামেন তিনি । তারপর সড়কপথে পৌঁছন দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় । সেখানে কয়লামন্ত্রী রাত্রিবাস করার পরে বৃহস্পতিবার সকালে খনি পরিদর্শন করতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রহ্লাদ জোশি ।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "কয়লা-সহ সমস্ত খনিজ সম্পদ চুরি আটকাতে রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে । কারণ সিআইএসএফ বাহিনী কয়লা চুরি আটকাতে এফআইআর করে পুলিশের কাছেই । কিন্তু এফআইআর নেওয়া হয় না।" কয়লামন্ত্রী আরও বলেন, "আমি শুধু এই রাজ্যের সরকারকে নয়, সমস্ত রাজ্যের সরকারকেই বলেছি চুরি আটকাতে হবে রাজ্যকেই । এই নিয়ে কোনও রাজনৈতিক বিতর্ক হোক আমি চাই না । তবে চুরি আটকানো রাজ্যের বিষয় । খনি পরিদর্শনের পাশাপাশি কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করাও এই সফরের উদ্দেশ্য ৷"

বুধবার দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী

কয়লা খনিতে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "খনির জন্য জমির প্রয়োজন ৷ যেমন জমি পাওয়া যাবে সেই পরিমাণ বিনিয়োগ আসবে ।" বৃহস্পতিবার সোনপুর বাজারি ও ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি রয়েছে কয়লামন্ত্রীর । প্রহ্লাদ জোশির এই সফর কয়লা খনির ভবিষ্যতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের ।

আরও পড়ুন: 2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী

কয়লা খনির ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "2025 'র মধ্যে 1 বিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে । কয়লা খনিতে পুনর্বাসন প্রকল্প ও কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের জীবনহানি হলে কোল ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর নজির তৈরি করেছে ।"

Last Updated : Nov 24, 2022, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.