ETV Bharat / state

Unidentified Body Recovered: রেল লাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ

রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ৷ ওই ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:47 PM IST

সালানপুর (আসানসোল),23 সেপ্টেম্বর: রেললাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ । শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসানসোলর সালানপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ রেল লাইনের ধারে একটি জঙ্গলের মধ্যে পড়েছিল । খবর পেয়ে রেলপুলিশ এবং আরপিএফ ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানা যায়নি ।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের প্রথম ঘটনাটি চোখে পড়ে ৷ তাঁরাই প্রথম দেখতে পান সালানপুর এবং দেন্দুয়ার মাঝে রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে একটি দেহ পড়ে আছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেল পুলিশ । পুলিশ এসে দেহটি উদ্ধার করে । সেই মোতাই রেল পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য । কীভাবে ওই ব্যক্তির মৃতদেহ রেললাইনের ধারে ঝোপের মধ্যে পড়ল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে ।

আরও পড়ুন: ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে খুন আয়ার ! সিসিটিভি ফুটেজে সামনে এল তথ্য

স্থানীয় বাসিন্দাদের মতে, খুন করে ওই ব্যক্তিকে ওই এলাকায় ফেলে যাওয়া হতে পারে । তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে রেল পুলিশ । তবে যেহেতু ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নয়, তাই ট্রেন থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । রেল পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে । আপাতত মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ৷ পাশাপাশি ওই ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে রেলপুলিশ সূত্রে ৷

সালানপুর (আসানসোল),23 সেপ্টেম্বর: রেললাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ । শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসানসোলর সালানপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ রেল লাইনের ধারে একটি জঙ্গলের মধ্যে পড়েছিল । খবর পেয়ে রেলপুলিশ এবং আরপিএফ ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানা যায়নি ।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের প্রথম ঘটনাটি চোখে পড়ে ৷ তাঁরাই প্রথম দেখতে পান সালানপুর এবং দেন্দুয়ার মাঝে রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে একটি দেহ পড়ে আছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেল পুলিশ । পুলিশ এসে দেহটি উদ্ধার করে । সেই মোতাই রেল পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য । কীভাবে ওই ব্যক্তির মৃতদেহ রেললাইনের ধারে ঝোপের মধ্যে পড়ল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে ।

আরও পড়ুন: ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে খুন আয়ার ! সিসিটিভি ফুটেজে সামনে এল তথ্য

স্থানীয় বাসিন্দাদের মতে, খুন করে ওই ব্যক্তিকে ওই এলাকায় ফেলে যাওয়া হতে পারে । তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে রেল পুলিশ । তবে যেহেতু ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নয়, তাই ট্রেন থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । রেল পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে । আপাতত মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ৷ পাশাপাশি ওই ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে রেলপুলিশ সূত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.