ETV Bharat / state

Youths drowned in River : বরাকর নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের - স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের

স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Youth drowned during bath in river)। ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

Two youths drowned in Barakar river
death
author img

By

Published : Apr 19, 2022, 9:27 PM IST

আসানসোল, 19 এপ্রিল : স্নান করতে নেমে বরাকর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Two youths drowned in Barakar river) । ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

জানা গিয়েছে, কুলটির শিমুলতলা এবং শিয়ালডাঙ্গা এলাকার 5 যুবক একসঙ্গে স্নান করতে গিয়েছিল মঙ্গলবার দুপুরে বরাকর নদীতে । এক যুবক অসাবধানবশত চোরাবালির খাদ বুঝতে না পেরে নদীতে তলিয়ে যেতে শুরু করে । তখন অন্য আরেকজন তাঁকে বাঁচাতে যায় । বাঁচাতে গিয়ে ওই যুবকও তলিয়ে যায় দামোদর নদীর চরে ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ । ততক্ষণে এলাকাবাসীরা খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে । এলাকাবাসীদের তৎপরতায় নদী থেকে তুলে নিয়ে আসা হয় দুই যুবককে । পুলিশের তৎপরতায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের পর দু’জনের দেহ পরিবারের হাতে দেওয়া হয় । এই ঘটনায় গোটা কুলটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

আসানসোল, 19 এপ্রিল : স্নান করতে নেমে বরাকর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Two youths drowned in Barakar river) । ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

জানা গিয়েছে, কুলটির শিমুলতলা এবং শিয়ালডাঙ্গা এলাকার 5 যুবক একসঙ্গে স্নান করতে গিয়েছিল মঙ্গলবার দুপুরে বরাকর নদীতে । এক যুবক অসাবধানবশত চোরাবালির খাদ বুঝতে না পেরে নদীতে তলিয়ে যেতে শুরু করে । তখন অন্য আরেকজন তাঁকে বাঁচাতে যায় । বাঁচাতে গিয়ে ওই যুবকও তলিয়ে যায় দামোদর নদীর চরে ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ । ততক্ষণে এলাকাবাসীরা খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে । এলাকাবাসীদের তৎপরতায় নদী থেকে তুলে নিয়ে আসা হয় দুই যুবককে । পুলিশের তৎপরতায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের পর দু’জনের দেহ পরিবারের হাতে দেওয়া হয় । এই ঘটনায় গোটা কুলটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.