ETV Bharat / state

Youths drowned in River : বরাকর নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের

স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Youth drowned during bath in river)। ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

Two youths drowned in Barakar river
death
author img

By

Published : Apr 19, 2022, 9:27 PM IST

আসানসোল, 19 এপ্রিল : স্নান করতে নেমে বরাকর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Two youths drowned in Barakar river) । ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

জানা গিয়েছে, কুলটির শিমুলতলা এবং শিয়ালডাঙ্গা এলাকার 5 যুবক একসঙ্গে স্নান করতে গিয়েছিল মঙ্গলবার দুপুরে বরাকর নদীতে । এক যুবক অসাবধানবশত চোরাবালির খাদ বুঝতে না পেরে নদীতে তলিয়ে যেতে শুরু করে । তখন অন্য আরেকজন তাঁকে বাঁচাতে যায় । বাঁচাতে গিয়ে ওই যুবকও তলিয়ে যায় দামোদর নদীর চরে ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ । ততক্ষণে এলাকাবাসীরা খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে । এলাকাবাসীদের তৎপরতায় নদী থেকে তুলে নিয়ে আসা হয় দুই যুবককে । পুলিশের তৎপরতায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের পর দু’জনের দেহ পরিবারের হাতে দেওয়া হয় । এই ঘটনায় গোটা কুলটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

আসানসোল, 19 এপ্রিল : স্নান করতে নেমে বরাকর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের (Two youths drowned in Barakar river) । ঘটনাটি ঘটেছে কুলটি থানার রামনগর বালি ঘাট এলাকায় । মৃতদের নাম অঙ্কিত প্রধান (22) এবং অংশ কুমার (20) ৷ তাঁদের বাড়ি কুলটির শিমুল গ্রাম ও শিয়ালডাঙা এলাকায় ।

জানা গিয়েছে, কুলটির শিমুলতলা এবং শিয়ালডাঙ্গা এলাকার 5 যুবক একসঙ্গে স্নান করতে গিয়েছিল মঙ্গলবার দুপুরে বরাকর নদীতে । এক যুবক অসাবধানবশত চোরাবালির খাদ বুঝতে না পেরে নদীতে তলিয়ে যেতে শুরু করে । তখন অন্য আরেকজন তাঁকে বাঁচাতে যায় । বাঁচাতে গিয়ে ওই যুবকও তলিয়ে যায় দামোদর নদীর চরে ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ । ততক্ষণে এলাকাবাসীরা খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে । এলাকাবাসীদের তৎপরতায় নদী থেকে তুলে নিয়ে আসা হয় দুই যুবককে । পুলিশের তৎপরতায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের পর দু’জনের দেহ পরিবারের হাতে দেওয়া হয় । এই ঘটনায় গোটা কুলটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.