ETV Bharat / state

বেআইনি ভাবে কয়লা তুলতে গিয়ে চাপা পড়ে মৃত্যু  ? - Asansol news

স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে কয়লা তুলতে গিয়েছিল স্থানীয় ছাতাডাঙ্গা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা । সেই সময় ধসে চাপা পড়ে দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে খবর ।

two people died while digging illegal coal
কয়লা খুঁড়তে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু দুজনের
author img

By

Published : Aug 29, 2020, 5:03 PM IST

বারাবনি, 29 অগাস্ট : ভাটাস খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে দুই জনের মৃত্যু । ঘটনাটি বারাবনি থানার গৌরান্ডি এলাকায় । যদিও পুলিশ জানিয়েছে তাদের কাছে এবিষয়ে কোনও খবর নেই । কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে আজ ভোরে গৌরান্ডির ছাতাডাঙ্গা অঞ্চলের কয়েকজন কয়লা কাটতে গিয়েছিল । তখনই ধসে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে একজন মহিলা ।

বারাবনি থানা এলাকার ভাটাস খোলামুখ খনিতে স্থানীয় বাসিন্দারা ভোররাত থেকে কয়লা চুরি করে নিয়ে যায় । তাঁরা খোলামুখ খনির দেওয়ালে সুড়ঙ্গের আকৃতির গর্ত করে তার ভেতর থেকে ঢুকে কয়লা বের করে আনেন । ওই খনির দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও স্বীকার করে নিয়েছে এই কয়লা চুরির কথা । তিনি জানিয়েছেন বাধা দিতে গেলেই অশান্তি পাকায় । ওই নিরাপত্তা রক্ষীর দাবি,"পুলিশ থেকে শুরু করে ECL-র ম্যানেজার, খনি আধিকারিক সবাই জানে একথা ।"

বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি । কিন্তু তিনি জানিয়েছেন তার কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর নেই । মৃত্যুর খবর পেলে তিনি নিজেই এলাকায় যেতেন ।

বারাবনি, 29 অগাস্ট : ভাটাস খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে দুই জনের মৃত্যু । ঘটনাটি বারাবনি থানার গৌরান্ডি এলাকায় । যদিও পুলিশ জানিয়েছে তাদের কাছে এবিষয়ে কোনও খবর নেই । কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে আজ ভোরে গৌরান্ডির ছাতাডাঙ্গা অঞ্চলের কয়েকজন কয়লা কাটতে গিয়েছিল । তখনই ধসে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় । মৃতদের মধ্যে একজন মহিলা ।

বারাবনি থানা এলাকার ভাটাস খোলামুখ খনিতে স্থানীয় বাসিন্দারা ভোররাত থেকে কয়লা চুরি করে নিয়ে যায় । তাঁরা খোলামুখ খনির দেওয়ালে সুড়ঙ্গের আকৃতির গর্ত করে তার ভেতর থেকে ঢুকে কয়লা বের করে আনেন । ওই খনির দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও স্বীকার করে নিয়েছে এই কয়লা চুরির কথা । তিনি জানিয়েছেন বাধা দিতে গেলেই অশান্তি পাকায় । ওই নিরাপত্তা রক্ষীর দাবি,"পুলিশ থেকে শুরু করে ECL-র ম্যানেজার, খনি আধিকারিক সবাই জানে একথা ।"

বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি । কিন্তু তিনি জানিয়েছেন তার কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর নেই । মৃত্যুর খবর পেলে তিনি নিজেই এলাকায় যেতেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.