ETV Bharat / state

ভুল রিপোর্ট ! কোরোনায় আক্রান্ত নন দুর্গাপুরের 2 বৃদ্ধ

গত সন্ধ্যায় বাড়ি ফেরেন 75 বছরের মহম্মদ আলি হোসেন । তাঁকে পুলিশের তরফে এবং দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হল ।

durgapur
durgapur
author img

By

Published : May 14, 2020, 2:49 PM IST

দুর্গাপুর, 14মে : COVID-19 পরীক্ষার যে রিপোর্ট এসেছিল তা ভুল । দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত নন দুই বৃদ্ধ । দুই বৃদ্ধের মধ্যে একজন গত সন্ধ্যায় ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন । অপর একজন গান্ধিমোড়ের হাসপাতালে চিকিৎসাধীন । আজ তিনিও ছুটি পাবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

গত সন্ধ্যায় বাড়ি ফেরেন 75 বছরের মহম্মদ আলি হোসেন । তাঁকে পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় । এই দুই বৃদ্ধের পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছিল । তাঁদেরও ছেড়ে দেওয়া হয় । দুইজনের বাড়ির সামনের অস্থায়ী বাঁশের বেড়া পুলিশ গতকাল সরিয়ে দেয় ।

গ্রিন জ়োনে ছিল দুর্গাপুর । রবিবার আতঙ্ক ছড়ায়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন মহম্মদ আলি হোসেন ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণধনবাবুর বয়স 67 বছর । তাঁরা কোরোনা আক্রান্ত বলে জানা যায় । দ্রুত তাঁদের কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয়, এই দুই বৃদ্ধের সোয়াব পরীক্ষায় দেখা গেছে তাঁরা কোরোনামুক্ত । আবার তাদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । গত সন্ধ্যায় সেই হাসপাতাল থেকে মহম্মদ আলি হোসেন CR দাস রোডের বাড়িতে ফিরে আসেন । বি-জ়োন নিউটন রোডের বাসিন্দা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন । আজ তিনিও বাড়ি ফিরতে পারেন ।

বেসরকারি হাসপাতাল থেকে সোয়াব পরীক্ষা হয়েছিল । সেই রিপোর্ট ভুল ছিল বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে । সনকা হাসপাতালে যে রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় আসে তাতে এই দুজনের কেউই কোরোনায় আক্রান্ত নন বলে জানা গেছে । স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুর্গাপুরবাসী । উল্লেখ্য, দুর্গাপুরের কোরোনা আক্রান্তের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় রবিবার । এরপর থেকে সোশাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়াতে থাকে ।

দুর্গাপুর, 14মে : COVID-19 পরীক্ষার যে রিপোর্ট এসেছিল তা ভুল । দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত নন দুই বৃদ্ধ । দুই বৃদ্ধের মধ্যে একজন গত সন্ধ্যায় ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন । অপর একজন গান্ধিমোড়ের হাসপাতালে চিকিৎসাধীন । আজ তিনিও ছুটি পাবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

গত সন্ধ্যায় বাড়ি ফেরেন 75 বছরের মহম্মদ আলি হোসেন । তাঁকে পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় । এই দুই বৃদ্ধের পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছিল । তাঁদেরও ছেড়ে দেওয়া হয় । দুইজনের বাড়ির সামনের অস্থায়ী বাঁশের বেড়া পুলিশ গতকাল সরিয়ে দেয় ।

গ্রিন জ়োনে ছিল দুর্গাপুর । রবিবার আতঙ্ক ছড়ায়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন মহম্মদ আলি হোসেন ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণধনবাবুর বয়স 67 বছর । তাঁরা কোরোনা আক্রান্ত বলে জানা যায় । দ্রুত তাঁদের কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয়, এই দুই বৃদ্ধের সোয়াব পরীক্ষায় দেখা গেছে তাঁরা কোরোনামুক্ত । আবার তাদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় । গত সন্ধ্যায় সেই হাসপাতাল থেকে মহম্মদ আলি হোসেন CR দাস রোডের বাড়িতে ফিরে আসেন । বি-জ়োন নিউটন রোডের বাসিন্দা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন । আজ তিনিও বাড়ি ফিরতে পারেন ।

বেসরকারি হাসপাতাল থেকে সোয়াব পরীক্ষা হয়েছিল । সেই রিপোর্ট ভুল ছিল বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে । সনকা হাসপাতালে যে রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় আসে তাতে এই দুজনের কেউই কোরোনায় আক্রান্ত নন বলে জানা গেছে । স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুর্গাপুরবাসী । উল্লেখ্য, দুর্গাপুরের কোরোনা আক্রান্তের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় রবিবার । এরপর থেকে সোশাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়াতে থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.