দুর্গাপুর, 26 এপ্রিল : চুরি করতে এসেছে। এই অভিযোগ তুলে দুই দুষ্কৃতীকে ধরে গণপিটুনি দিল ক্ষিপ্ত জনতা । ঘটনাটি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার গোগলা গ্রামের । গণপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তবে এই দুই দুষ্কৃতীর সঙ্গে আরও অনেকেই ছিল বলে অভিযোগ গ্রামবাসীর ।
গতরাতে 10 টা নাগাদ কয়েকজন গ্রামবাসীর ফাঁকা মাঠে আলো জ্বলতে দেখে সন্দেহ হয় । তাঁরা একত্রিত হয়ে তাড়া করেন ওই দুষ্কৃতীদের । দুই দুষ্কৃতীকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসীরা । অন্ধকারের সুযোগে বাকিরা জঙ্গলে গা ঢাকা দেয়। ঘটনাস্থানে পৌঁছায় ফরিদপুর থানার পুলিশ । পুলিশের সামনেও উত্তেজিত জনতা মারধর করে দুই দুষ্কৃতীকে ।
যদিও পুলিশ আশ্বাস দেয় এই দু'জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হবে । যদিও ধৃতরা দাবি করে, তারা বাঁশ কাটতে এসেছিল । গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় গরিব মানুষের বসবাস বেশি । তাঁদের বাড়িতে থাকা গোরু, ছাগল চুরি হয়েছে বহুবার । কিন্তু পুলিশ কোনও সদর্থক ভূমিকা নেয়নি ।
ূ