ETV Bharat / state

দুর্গাপুরে ডায়ারিয়ার প্রকোপ; মৃত 2, অসুস্থ 50

প্রায় এক মাস ধরে ডায়ারিয়াতে আক্রান্ত গোটা পাড়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 । চিকিৎসাধীন প্রায় ৫০ জন । এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে বসানো হয় মেডিকেল ক্যাম্প । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

died
author img

By

Published : Aug 18, 2019, 6:19 PM IST

Updated : Aug 18, 2019, 6:53 PM IST

দুর্গাপুর, 18 অগাস্ট : প্রায় এক মাস ধরে ডায়ারিয়াতে আক্রান্ত গোটা পাড়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 । চিকিৎসাধীন প্রায় ৫০ জন । এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর নগরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে বসানো হয় মেডিকেল ক্যাম্প । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

কমলপুরের ওয়াশিং প্লটের বাসিন্দাদের মাস খানেক আগে থেকে শুরু হয় রোগের উপসর্গ । প্রথমে গুরুত্ব না দিলেও বাড়ি বাড়ি রোগীর সংখ্যা বাড়তে থাকে । এরপর 7 ও 12 অগাস্ট এক কিশোরীসহ 2 জনের মৃত্যু হয় । নাম সংগীতা ভুঁইঞা ও কার্তি ভুঁইঞা । এরপর নড়েচড়ে বসে কমলপুরের ওয়াশিং প্লটের মানুষ ।

শুনুন বক্তব্য

50 জন ডায়ারিয়াতে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘটনাস্থানে আসেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায় । একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা একটি অস্থায়ী শিবিরে শুরু করে চিকিৎসা । ব্যবস্থা করা হয় পানীয় জলের । আসেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে । তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আগামীকাল থেকে সরকারিভাবে এলাকায় স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজনের কথাও ঘোষণা করেন । যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের ক্ষেত্রে বাড়তি নজরদারির আশ্বাস দেন অনির্বাণবাবু ।

কিন্তু কেন এই ডায়ারিয়ার প্রকোপ? কারণ হিসেবে উঠে আসছে পরিশুদ্ধ পানীয় জলের অভাবের কথা । এলাকার মানুষকে পরিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে পারেনি পৌরনিগম । যার ফলে পুকুর ও কুয়োর জল পান করতে বাধ্য হন এলাকার মানুষ । তবে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমাশাসক । খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

দুর্গাপুর, 18 অগাস্ট : প্রায় এক মাস ধরে ডায়ারিয়াতে আক্রান্ত গোটা পাড়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2 । চিকিৎসাধীন প্রায় ৫০ জন । এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর নগরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে বসানো হয় মেডিকেল ক্যাম্প । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

কমলপুরের ওয়াশিং প্লটের বাসিন্দাদের মাস খানেক আগে থেকে শুরু হয় রোগের উপসর্গ । প্রথমে গুরুত্ব না দিলেও বাড়ি বাড়ি রোগীর সংখ্যা বাড়তে থাকে । এরপর 7 ও 12 অগাস্ট এক কিশোরীসহ 2 জনের মৃত্যু হয় । নাম সংগীতা ভুঁইঞা ও কার্তি ভুঁইঞা । এরপর নড়েচড়ে বসে কমলপুরের ওয়াশিং প্লটের মানুষ ।

শুনুন বক্তব্য

50 জন ডায়ারিয়াতে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘটনাস্থানে আসেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায় । একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা একটি অস্থায়ী শিবিরে শুরু করে চিকিৎসা । ব্যবস্থা করা হয় পানীয় জলের । আসেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে । তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আগামীকাল থেকে সরকারিভাবে এলাকায় স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজনের কথাও ঘোষণা করেন । যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের ক্ষেত্রে বাড়তি নজরদারির আশ্বাস দেন অনির্বাণবাবু ।

কিন্তু কেন এই ডায়ারিয়ার প্রকোপ? কারণ হিসেবে উঠে আসছে পরিশুদ্ধ পানীয় জলের অভাবের কথা । এলাকার মানুষকে পরিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে পারেনি পৌরনিগম । যার ফলে পুকুর ও কুয়োর জল পান করতে বাধ্য হন এলাকার মানুষ । তবে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমাশাসক । খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

Intro:প্রায় এক মাস ধরে গোটা পাড়া ডায়েরিয়াতে আক্রান্ত।এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ও বাড়িতেই চিকিৎসাধীন ডায়েরিয়াতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ জন।আজ শাসকদলের পক্ষ থেকে দুর্গাপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কমলপুর ওয়াশিং প্লটে এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার আয়োজন করে।এলাকায় মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের মহকুমাশাসক এবং আসানসোল এর মেয়র জীতেন্দ্র তিওয়ারি।

দুর্গাপুরের কমলপুরের ওয়াশিং প্লটে বমি পায়খানা শুরু হয় বেশ কিছু মানুষের মাস খানেক আগেই।কিন্তু তাতে গুরুত্ম দেননি কেও। দিন প্রতিদিন ডায়েরিয়া তে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন। ৭ই অগাষ্ট ও ১২ ই অগাষ্ট পরপর মৃত্যু হয় দুই জনের। এদের মধ্যে একজন শিশু, আর এর পরেই কমলপুরের ওয়াশিং প্লটের মানুষের আতঙ্ক বাড়ে। মৃতদের নাম কার্তিক ভূঁইয়া(৪০ বছর) এবং সঙ্গীতা ভূঁইয়া(১৪ বছর)।দুইজনেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।একে একে এই এলাকার মানুষ জ্বর বমি পায়খানা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। ডায়েরিয়াতে এখনও পর্যন্ত এই এলাকার পঞ্চাশের বেশী আক্রান্ত। ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায়।তিনি জানান, একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করার সাথে সাথে তারা চিকিৎসক পাঠিয়ে অস্থায়ী শিবির শুরু করে চিকিৎসা শুরু করেন।, ব্যবস্থা করা হয় পানীয় জলের।""গোটা গ্রাম ডায়রিয়ায় আক্রান্ত এই খবর পাওয়া মাত্রই কমলপুরের ওয়াশিং প্লটে ছুটে আসেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে।তিনি এলাকার মানুষদের সাথে কথা বলেন।তবে তিনি জানতেন একজনের মৃত্যুর কথা।আগামীকাল থেকে সরকারি ভাবে এই এলাকায় স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজনের সাথে সাথে যারা এখনও হাসপাতালে তাদের চিকিৎসা ক্ষেত্রে বাড়তি নজরদারির কথা বলেন।ঘটনাস্থলে আসেন জীতেন্দ্র তিওয়ারি। কিন্তু কেনও এই এলাকায় ডায়েরিয়ার প্রকোপ?কারন হিসাবে উঠে আসছে এই এলাকার মানুষের কাছে কিছু সমস্যার কারনে পরিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে পারেনি পুরনিগম।পুকুর ও কুয়োর জল পান করেন এলাকার মানুষ।এই সমস্যার সমাধান করবে দ্রুত পুরসভা বলেও সবাই বলেন।Body:গConclusion:ত
Last Updated : Aug 18, 2019, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.