পাণ্ডবেশ্বর, ২০ জুলাই : একটি বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেপ্তার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । গতরাতে পাণ্ডবেশ্বরের পালপাড়া থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম দিবাকর পাল ও প্রবীর পাল । তাদের কাছ থেকে একটি 9 mm পিস্তল উদ্ধার করা হয়েছে । এদিকে ধৃত দুই যুবক এলাকায় BJP কর্মী বলে পরিচিত। স্বাভাবিভাবেই ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে । এনিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পাণ্ডবেশ্বর ব্লক BJP-র প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ পাল ।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, "BJP এরাজ্যে অস্ত্র আমদানি করছে । শান্তিতে থাকা খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে হিংসা ছড়াতে চাইছে । সাধারণ মানুষ এর বিচার করবেন ।"
অন্যদিকে, BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কর্মীদের হয় অস্ত্র বা ধর্ষণ মামলায় ফাঁসানো হচ্ছে । মানুষ একদিন এর জবাব দেবেন । ২০২১ সালে তৃণমূল এর ফল আরও ভালো করে পাবে ।"
অভিযুক্তদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।