ETV Bharat / state

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত 20 - 20 injured

জামুড়িয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ । আহত কমপক্ষে 20 জন । 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা ।

দুর্ঘটনাগ্রস্থ বাস
author img

By

Published : May 5, 2019, 12:21 PM IST

জামুড়িয়া, 5 মে : ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 20 জন । বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা । দুর্ঘটনার জেরে প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে 2 নম্বর জাতীয় সড়কে । পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে । চালককে আটক করেছে পুলিশ ।

আজ সকালে আসানসোল থেকে রানিগঞ্জ রুটের একটি বাস আসছিল । সেইসময় উলটোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের কাছে একটি দোকানে ধাক্কা মারে । দুর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধারের কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । আহতদের প্রথমে সাতগ্রামে ECL-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জামুড়িয়া, 5 মে : ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 20 জন । বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা । দুর্ঘটনার জেরে প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে 2 নম্বর জাতীয় সড়কে । পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে । চালককে আটক করেছে পুলিশ ।

আজ সকালে আসানসোল থেকে রানিগঞ্জ রুটের একটি বাস আসছিল । সেইসময় উলটোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেনালি মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের কাছে একটি দোকানে ধাক্কা মারে । দুর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধারের কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । আহতদের প্রথমে সাতগ্রামে ECL-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ । আহত প্রায় কমপক্ষে ২০ জন । ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত বেনালী মোড়ে দু নম্বর জাতীয় সড়কের ওপর ।Body:


আজ সকাল নাগাদ যাত্রীবোঝাই বাস আসানসোল থেকে রানীগঞ্জ যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ । পরে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নম্বর জাতীয় সড়কের ওপর বেনালী মোড়ে থাকা এক দোকানে গিয়ে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে বাসের ভেতরে থাকা প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয় । পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আহত বাস যাত্রীদের । খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে। প্রথমে ECL-তে সাতগ্রাম এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত বাসযাত্রীদের । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাস যাত্রীদের ।


Conclusion:


বাস দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক প্রায় কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে । এর জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় । জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে স্বাভাবিক হয় যান চলাচল ।ঘাতক লরিটি ও চালককে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.