ETV Bharat / state

বাইপাসে বিকল বালি বোঝাই ট্রাক, ব্যাপক যানজট - রানীগঞ্জ

দু' নম্বর জাতীয় সড়কেও রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু বড় বড় ট্রাক । খবর পেয়ে ঘটনাস্থানে ট্রাফিক পুলিশ ও রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল দশা হয় রানীগঞ্জ থানার পুলিশের ।

বিকল বালি বোঝাই ট্রাক
বিকল বালি বোঝাই ট্রাক
author img

By

Published : Sep 30, 2020, 5:13 PM IST

রানীগঞ্জ, 30 সেপ্টেম্বর : রানীগঞ্জের বাইপাস রোডের নিমচা মোড়ে একটি বালি বোঝাই ট্রাক বিকল হয়ে যায় । ট্রাকটি বিকল হয়ে রাস্তার মাঝে আটকে থাকায় সকাল থেকে ব্যাপক যানজট বাইপাস রোড ।

অন্যদিকে দু' নম্বর জাতীয় সড়কেও রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু বড় বড় ট্রাক । খবর পেয়ে ঘটনাস্থানে ট্রাফিক পুলিশ ও রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল দশা হয় রানীগঞ্জ থানার পুলিশের । সকাল থেকে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ । যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে দু'নম্বর জাতীয় সড়কও ।

স্থানীয় বাসিন্দা উত্তম মল্লিক বলেন " আজ ভোর নাগাদ একটি বালিবোঝাই ট্রাক হঠাৎই বাইপাস রোডের নিমচা মোড়ে বিকল হয়ে যায় । বালি বোঝাই ট্রাক বিকল হওয়ায় রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে । এরপর সকাল থেকে ব্যাপক যানজট সৃষ্টি হয় রানীগঞ্জের বাইপাস রোড । অন্যদিকে বাইরে থেকে আসা ট্রাক আটকে পড়ে দু'নম্বর জাতীয় সড়কে । সবমিলিয়ে সকাল থেকেই ব্যাপক যানজটে নাজেহাল সাধারণ মানুষ ।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে রানীগঞ্জ থানার পুলিশ ।

রানীগঞ্জ, 30 সেপ্টেম্বর : রানীগঞ্জের বাইপাস রোডের নিমচা মোড়ে একটি বালি বোঝাই ট্রাক বিকল হয়ে যায় । ট্রাকটি বিকল হয়ে রাস্তার মাঝে আটকে থাকায় সকাল থেকে ব্যাপক যানজট বাইপাস রোড ।

অন্যদিকে দু' নম্বর জাতীয় সড়কেও রাস্তার উপর সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু বড় বড় ট্রাক । খবর পেয়ে ঘটনাস্থানে ট্রাফিক পুলিশ ও রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল দশা হয় রানীগঞ্জ থানার পুলিশের । সকাল থেকে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ । যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে দু'নম্বর জাতীয় সড়কও ।

স্থানীয় বাসিন্দা উত্তম মল্লিক বলেন " আজ ভোর নাগাদ একটি বালিবোঝাই ট্রাক হঠাৎই বাইপাস রোডের নিমচা মোড়ে বিকল হয়ে যায় । বালি বোঝাই ট্রাক বিকল হওয়ায় রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে । এরপর সকাল থেকে ব্যাপক যানজট সৃষ্টি হয় রানীগঞ্জের বাইপাস রোড । অন্যদিকে বাইরে থেকে আসা ট্রাক আটকে পড়ে দু'নম্বর জাতীয় সড়কে । সবমিলিয়ে সকাল থেকেই ব্যাপক যানজটে নাজেহাল সাধারণ মানুষ ।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে রানীগঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.