ETV Bharat / state

ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক

এলাকার ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিপিএম ও বিজেপি কর্মীদের উপর যাঁরা অত্যাচার চালাচ্ছেন, তাঁরা কেউ তৃণমূলের কর্মী নন ৷ তৃণমূল কর্মীর নাম ভাঁড়িয়ে তাঁরা এমনটা করে বেরাচ্ছেন ৷ এতে শাসকদলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে ৷

WB_ASN_01_RANIGANJ MLA TAPAS BENERJEE CPIM RETURN HOME_WB10017
ঘর-ছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক
author img

By

Published : May 8, 2021, 1:48 PM IST

রানিগঞ্জ, 8 মে : বিধায়ক হয়েই এলাকার ঘরছাড়া সিপিএম কর্মীদের বাড়ি পৌঁছে দিলেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই উদ্যোগে খুশি এলাকার সিপিএম কর্মীদের পরিবারের সদস্যরা ৷

বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পরই রানিগঞ্জে এসে ঘরছাড়া সিপিএম কর্মীদের বাড়ি পৌঁছে গেলেন তাপস বন্দ্য়োপাধ্য়ায় ৷ ঘরছাড়াদের ফেরালেন ঘরে ৷ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের 35 নম্বর ওয়ার্ডে ৷

অতি উৎসাহীদের সতর্ক করলেন রানিগঞ্জের বিধায়ক ৷

আরও পড়ুন : হরিদেবপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

এই প্রসঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটের দিন যাঁদের তৃণমূল কর্মী হিসাবে দেখতে পাওয়া যায়নি, তাঁরাই তৃণমূল জেতার পর পটকা ফাটিয়ে পাড়ায় সবুজ আবির খেলছেন ৷ এরপর নিজেদের তৃণমূল কর্মী বলা এইসব লোকেরাই সিপিএম ও বিজেপির উপর হামলা চালাচ্ছে ৷ রানিগঞ্জের 35 নম্বর ওয়ার্ডেও সিপিএমের তিন কর্মীর উপর হামলা চালানো হয় ৷ তাঁদের ঘরছাড়া করে দেওয়া হয় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, হিংসার রাজনীতি করা যাবে না ৷ শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর রানিগঞ্জ শহরে পৌঁছে প্রথমেই ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালাম ৷ সিপিএম কর্মীদের সঙ্গে কথা বললাম ৷ রানিগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এই ধরনের ঘটনা হলে প্রশাসনিকভাবে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ এরপর দলের কর্মীদের সঙ্গেও এ নিয়ে কথা বলি ৷’’

রানিগঞ্জ, 8 মে : বিধায়ক হয়েই এলাকার ঘরছাড়া সিপিএম কর্মীদের বাড়ি পৌঁছে দিলেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই উদ্যোগে খুশি এলাকার সিপিএম কর্মীদের পরিবারের সদস্যরা ৷

বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পরই রানিগঞ্জে এসে ঘরছাড়া সিপিএম কর্মীদের বাড়ি পৌঁছে গেলেন তাপস বন্দ্য়োপাধ্য়ায় ৷ ঘরছাড়াদের ফেরালেন ঘরে ৷ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের 35 নম্বর ওয়ার্ডে ৷

অতি উৎসাহীদের সতর্ক করলেন রানিগঞ্জের বিধায়ক ৷

আরও পড়ুন : হরিদেবপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

এই প্রসঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটের দিন যাঁদের তৃণমূল কর্মী হিসাবে দেখতে পাওয়া যায়নি, তাঁরাই তৃণমূল জেতার পর পটকা ফাটিয়ে পাড়ায় সবুজ আবির খেলছেন ৷ এরপর নিজেদের তৃণমূল কর্মী বলা এইসব লোকেরাই সিপিএম ও বিজেপির উপর হামলা চালাচ্ছে ৷ রানিগঞ্জের 35 নম্বর ওয়ার্ডেও সিপিএমের তিন কর্মীর উপর হামলা চালানো হয় ৷ তাঁদের ঘরছাড়া করে দেওয়া হয় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, হিংসার রাজনীতি করা যাবে না ৷ শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর রানিগঞ্জ শহরে পৌঁছে প্রথমেই ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালাম ৷ সিপিএম কর্মীদের সঙ্গে কথা বললাম ৷ রানিগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এই ধরনের ঘটনা হলে প্রশাসনিকভাবে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ এরপর দলের কর্মীদের সঙ্গেও এ নিয়ে কথা বলি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.