ETV Bharat / state

তৃণমূল নেতাদের পৌরপ্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই, দাবি বিজেপির - asansol municipal corporation

বৃহস্পতিবার বিজেপির জেলা দফতরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা । প্রাক্তন কাউন্সিলর অভিজিত আচার্য, মধুমিতা চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল 40 টি ওয়ার্ডে জিতেছে এবং বিজেপি 66টি ওয়ার্ডে জিতেছে । তাই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের প্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই ।

Trinamool leaders have no right to be municipal board members
তৃণমূল নেতাদের পৌরপ্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই, দাবি বিজেপির
author img

By

Published : Jun 11, 2021, 7:31 AM IST

আসানসোল, 11 জুন : বিধানসভা ভোটের নিরিখে যদি আসানসোল পৌরনিগমের ওয়ার্ডের ফলাফল ধরা হয় তাহলে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে । এই দাবিতে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য পদ থেকে তৃণমূল নেতাদের অপসারণ চাইছেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা ।

বৃহস্পতিবার বিজেপির জেলা দফতরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা । প্রাক্তন কাউন্সিলর অভিজিত আচার্য, মধুমিতা চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল 40 টি ওয়ার্ডে জিতেছে এবং বিজেপি 66টি ওয়ার্ডে জিতেছে । তাই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের প্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই ।

অন্যদিকে, প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় নিজে প্রাক্তন কাউন্সিলর হয়েও বিজেপির প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ করেন তিনি । প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিত ঘটকের কটাক্ষ, দিবাস্বপ্ন দেখছে বিজেপির প্রাক্তন কাউন্সিলররা ।

তৃণমূল নেতাদের পৌরপ্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই, দাবি বিজেপির

আরও পড়ুন : তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা

বিধানসভা ভোটের হাওয়া এখনও ঠান্ডা হয়নি, এরই মাঝে আসানসোল পৌরনিগমকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন । সামনে আসানসোল পৌরনিগমের ভোট । স্পষ্ট ইঙ্গিত মাটি ছাড়তে কেউ রাজি নয় ।

আসানসোল, 11 জুন : বিধানসভা ভোটের নিরিখে যদি আসানসোল পৌরনিগমের ওয়ার্ডের ফলাফল ধরা হয় তাহলে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে । এই দাবিতে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য পদ থেকে তৃণমূল নেতাদের অপসারণ চাইছেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা ।

বৃহস্পতিবার বিজেপির জেলা দফতরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা । প্রাক্তন কাউন্সিলর অভিজিত আচার্য, মধুমিতা চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল 40 টি ওয়ার্ডে জিতেছে এবং বিজেপি 66টি ওয়ার্ডে জিতেছে । তাই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের প্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই ।

অন্যদিকে, প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় নিজে প্রাক্তন কাউন্সিলর হয়েও বিজেপির প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ করেন তিনি । প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিত ঘটকের কটাক্ষ, দিবাস্বপ্ন দেখছে বিজেপির প্রাক্তন কাউন্সিলররা ।

তৃণমূল নেতাদের পৌরপ্রশাসনিক বোর্ডে থাকার অধিকার নেই, দাবি বিজেপির

আরও পড়ুন : তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা

বিধানসভা ভোটের হাওয়া এখনও ঠান্ডা হয়নি, এরই মাঝে আসানসোল পৌরনিগমকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন । সামনে আসানসোল পৌরনিগমের ভোট । স্পষ্ট ইঙ্গিত মাটি ছাড়তে কেউ রাজি নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.