সালানপুর, 6 মে : একটি মোটর সাইকেল নিয়ে অশান্তির জেরে বুধবার গ্রেফতার করা হয় সালানপুরের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজা খানকে । যুব তৃণমূল সম্পাদককে গ্রেফতার করতে না দেওয়ার দাবিতে পুলিশ ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায় । ঘটনাটি ঘটেছে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া মোড় এলাকায় ।
বুধবার বিকেলে একটি মোটর সাইকেল নিয়ে ঝামেলা হয় রাজা খান ও স্থানীয় এক যুবকের মধ্যে । অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজা খানকে গ্রেফতার করে সালানপুর পুলিশ । কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা রাজা খানকে গাড়ি থেকে নামিয়ে নেয় বলে অভিযোগ । এরপরেই তৃণমূল কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি বেধে যায় ।
সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকের হাতাহাতি হয় । ঘটনায় মাটিতে পড়ে যায় রাজা খান ও কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস । খবর পেয়ে সালানপুর থানা থেকে পুলিশ এসে অমরনাথবাবুকে উদ্ধার করে এবং রাজা খানকে গ্রেফতার করে নিয়ে যায় । এই ঘটনায় রাজা খানের পাশাপাশি তাঁর বাবা তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি বুড়া খানকেও আটক করেছে পুলিশ ।
আরও পড়ুন : কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী