আসানসোল, 9 জুন : কয়েকদিন আগেই বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি পানীয় জলের দাবিতে আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন । সেই সময় পৌরনিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে তিনি চেয়ার ছাড়ার হুমকি দিয়েছিলেন । এবার সেই একই দাবিতে ওই ইঞ্জিনিয়ারের টেবিল ঠুকে ধমক দিলেন তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজি (Trinamool Councillor threat Engineer) ।
কুলটিতে 250 কোটি টাকার জল প্রকল্পের পরেও তীব্র জল কষ্ট । মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এলাকার জন প্রতিনিধিদের । এবার তাই কার্যত ধৈর্য্য হারা হয়ে, পাড়ার লোকেদের নিয়ে কুলটি বরো অফিসে হাজির হলেন 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতন্য মাজি । তিনি পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে ধমক দিয়ে তিনি বলেন "আমি কোনও বিরোধী দলের কাউন্সিলর নই । আমি শাসক দলের কাউন্সিলর । আপনাকে আমি শিক্ষা দিতে এসেছি । যদি জল না আসে আমার ওয়ার্ডে আমি ধর্না দেব । রাস্তায় বসে পড়ব । আমার উপর দিয়ে গাড়ি চলে যাবে । আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন ।''
আরও পড়ুন : জিতেন্দ্র'র আমলে তৈরি কুলটি জলপ্রকল্পে ভুল নিয়ে সরব অভিজিৎ ঘটক
তবে ক্যামেরার মুখোমুখি হয়ে চৈতন্য মাজি বলেন, "আমি কোনও বিক্ষোভ করতে আসিনি । এলাকার মানুষের নাগরিক পরিষেবা দেখা আমার কর্তব্য । তাই পাড়ার লোকেদের নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করতে এসেছি ।'' বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী কোনও মন্তব্য করেননি ।