ETV Bharat / state

Trinamool Councillor threat Engineer : চৈতালির পর ইঞ্জিনিয়ারকে ধমক তৃণমূল কাউন্সিলরের - Trinamool Councillor threat Engineer

পৌরনিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে তিনি চেয়ার ছাড়ার হুমকি দিয়েছিলেন (Trinamool Councillor threat Engineer)। এবার সেই একই দাবিতে ওই ইঞ্জিনিয়ারের টেবিল ঠুকে ধমক দিলেন তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজি ৷

Trinamool Councillor threat Engineer
চৈতালীর পর ইঞ্জিনিয়ারকে ধমক তৃণমূল কাউন্সিলরের
author img

By

Published : Jun 9, 2022, 10:56 PM IST

আসানসোল, 9 জুন : কয়েকদিন আগেই বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি পানীয় জলের দাবিতে আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন । সেই সময় পৌরনিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে তিনি চেয়ার ছাড়ার হুমকি দিয়েছিলেন । এবার সেই একই দাবিতে ওই ইঞ্জিনিয়ারের টেবিল ঠুকে ধমক দিলেন তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজি (Trinamool Councillor threat Engineer) ।

কুলটিতে 250 কোটি টাকার জল প্রকল্পের পরেও তীব্র জল কষ্ট । মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এলাকার জন প্রতিনিধিদের । এবার তাই কার্যত ধৈর্য্য হারা হয়ে, পাড়ার লোকেদের নিয়ে কুলটি বরো অফিসে হাজির হলেন 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতন্য মাজি । তিনি পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে ধমক দিয়ে তিনি বলেন "আমি কোনও বিরোধী দলের কাউন্সিলর নই । আমি শাসক দলের কাউন্সিলর । আপনাকে আমি শিক্ষা দিতে এসেছি । যদি জল না আসে আমার ওয়ার্ডে আমি ধর্না দেব । রাস্তায় বসে পড়ব । আমার উপর দিয়ে গাড়ি চলে যাবে । আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন ।''

চৈতালীর পর ইঞ্জিনিয়ারকে ধমক তৃণমূল কাউন্সিলরের

আরও পড়ুন : জিতেন্দ্র'র আমলে তৈরি কুলটি জলপ্রকল্পে ভুল নিয়ে সরব অভিজিৎ ঘটক

তবে ক্যামেরার মুখোমুখি হয়ে চৈতন্য মাজি বলেন, "আমি কোনও বিক্ষোভ করতে আসিনি । এলাকার মানুষের নাগরিক পরিষেবা দেখা আমার কর্তব্য । তাই পাড়ার লোকেদের নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করতে এসেছি ।'' বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী কোনও মন্তব্য করেননি ।

আসানসোল, 9 জুন : কয়েকদিন আগেই বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি পানীয় জলের দাবিতে আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন । সেই সময় পৌরনিগমের ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে তিনি চেয়ার ছাড়ার হুমকি দিয়েছিলেন । এবার সেই একই দাবিতে ওই ইঞ্জিনিয়ারের টেবিল ঠুকে ধমক দিলেন তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজি (Trinamool Councillor threat Engineer) ।

কুলটিতে 250 কোটি টাকার জল প্রকল্পের পরেও তীব্র জল কষ্ট । মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এলাকার জন প্রতিনিধিদের । এবার তাই কার্যত ধৈর্য্য হারা হয়ে, পাড়ার লোকেদের নিয়ে কুলটি বরো অফিসে হাজির হলেন 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতন্য মাজি । তিনি পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে ধমক দিয়ে তিনি বলেন "আমি কোনও বিরোধী দলের কাউন্সিলর নই । আমি শাসক দলের কাউন্সিলর । আপনাকে আমি শিক্ষা দিতে এসেছি । যদি জল না আসে আমার ওয়ার্ডে আমি ধর্না দেব । রাস্তায় বসে পড়ব । আমার উপর দিয়ে গাড়ি চলে যাবে । আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন ।''

চৈতালীর পর ইঞ্জিনিয়ারকে ধমক তৃণমূল কাউন্সিলরের

আরও পড়ুন : জিতেন্দ্র'র আমলে তৈরি কুলটি জলপ্রকল্পে ভুল নিয়ে সরব অভিজিৎ ঘটক

তবে ক্যামেরার মুখোমুখি হয়ে চৈতন্য মাজি বলেন, "আমি কোনও বিক্ষোভ করতে আসিনি । এলাকার মানুষের নাগরিক পরিষেবা দেখা আমার কর্তব্য । তাই পাড়ার লোকেদের নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করতে এসেছি ।'' বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী কোনও মন্তব্য করেননি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.