দুর্গাপুর, 18 ফেব্রুয়ারি: নির্মীয়মাণ বিজেপির কার্যালয় (BJP Party Office) ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের তরফে ৷ তাদের অভিযোগ শাসকদলই এমন কাজ করেছে ৷ জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুর স্টিল টাউনশিপের ট্রাঙ্ক রোড এলাকায় বিজেপির একটি কার্যালয় ভেঙ্গে ফেলা হয় । অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । 2023 সালের 26 জানুয়ারি ওই জায়গাতেই ফের আরও একবার বিজেপির কার্যালয় গড়ে তোলার জন্য কাজ শুরু হয় ।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক লক্ষণ ঘড়ুই-সহ নেতা কর্মীদের উপস্থিতিতে অস্থায়ী থেকে পাকাপোক্ত করে কার্যালয় গড়ে তোলার কাজ শুরু হয় । সেইমতো ইঁট, সিমেন্ট দিয়ে কংক্রিটের দেওয়াল তৈরির কাজও করা শুরু হয় । কিন্তু অভিযোগ, শুক্রবার গভীর রাতে সেই দেওয়াল ভেঙে দেয় দুষ্কৃতীরা । শনিবার সকালে এই খবর চাউর হতেই বিজেপির নেতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় । বিধায়ক আগেই বলেছিলেন, "আমরা এই কার্যালয় আবার গড়ে তুলছি । কিন্তু এরপরে যদি এই কার্যালয়ের একটা ইঁটও ভেঙ্গে ফেলা হয় ৷ তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।"
![BJP Party Office demolish](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-01-bjppartyofficedestroyedindurgapur-7204345_18022023101150_1802f_1676695310_817.jpg)
লক্ষণ ঘড়ুই এইকথা বলার পর কাজ শুরু হয় কিন্তু তার 72 ঘণ্টা পরেই সেই নির্মীয়মাণ কার্যালয়ের দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় (Trinamool accused of demolishing BJP party office) । বিজেপি নেতা সঞ্জয় গুহ অভিযোগ করেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । আমরা গতকাল এই কাজ করানোর জন্য অনেক রাত পর্যন্ত ছিলাম । আমরা বাড়ি ফিরতেই কাপুরুষের মত দেওয়ালগুলো ভেঙে ফেলা হয় । তবে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও এই কার্যালয় ফের গড়ে তুলব ।"
যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগকে অস্বীকার করেছে । শাসকদলের দাবি, দুর্গাপুর শহরে বিজেপির এখন অনেকগুলি গোষ্ঠী । তাদের কার্যালয় হচ্ছিল সেটা হয়তো বিজেপির লোকরাই মেনে নিতে পারেননি । দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অধিগৃহীত জমিতে বিজেপির এই কার্যালয় গড়ে উঠেছিল । সবমিলিয়ে কার্যালয় ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপা উত্তেজনা দেখা দিয়েছে ওই এলাকায় । ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশকেও আসতে দেখা যায় । বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে ।
আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগ, বিজেপি ও তৃণমূল একযোগে ভাঙল অবৈধ নির্মাণ