ETV Bharat / state

Ujjwala Yojana Special : মিলছে না উজ্জ্বলা যোজনার গ্যাস, জ্বালানির অভাবে হাঁড়ি বন্ধ আদিবাসী পরিবারের

রান্নার গ্যাসের বাড়তে থাকা দামের জেরে এবার হাঁড়ি চড়া বন্ধ হয়ে গিয়েছে দুর্গাপুর ও কাঁকসা ব্লকের আদিবাসী এবং নিম্নবিত্ত পরিবারগুলিতে ৷ উজ্জ্বলা যোজনার গ্যাস থাকলেও, সেই গ্যাস পেতে হলে টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ গরিব গ্রামবাসীদের ৷ এমনকি জঙ্গলে কাঠ কাটায় নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির অভাবে খাওয়া জুটছে না অধিকাংশ সময়ে ৷

Trible families are in problem for not getting Ujjwala Yojana Gas Cylinder in Durgapur
মিলছে না উজ্জ্বলা যোজনার গ্যাস, জ্বালানির অভাবে খাবার জুটছে না আদিবাসী পরিবারগুলির
author img

By

Published : Sep 3, 2021, 8:11 PM IST

দুর্গাপুর, 3 সেপ্টেম্বর : কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পেয়েছিল দুর্গাপুরের আদিবাসী এবং নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি ৷ সেই সঙ্গে প্রতিশ্রুতি ছিল রান্নার গ্যাস ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার নেওয়ার জন্য প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিই সার ৷ প্রথম সিলিন্ডার বিনামূল্যে পাওয়ার পর দ্বিতীয়বার সিলিন্ডার বুক করতে পুরো টাকা দিতে হয়েছে ৷ এখন নিয়মিতভাবে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ ফলে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন বাড়িতে থাকলেও সেই গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই আদিবাসী এবং নিম্নবিত্ত পরিবারগুলির ৷

এই পরিস্থিতিতে তাঁদের রান্না করার জন্য একমাত্র ভরসা কাঠের উনুন ৷ কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য বন দফতরের নিষেধাজ্ঞা ৷ দুর্গাপুরের বনাঞ্চলে গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ফলে জঙ্গলে ঢুকে গাছ কাটতে গিয়ে ধরা পড়লে শাস্তি হতে পারে ৷ সেই ভয়ে জ্বালানির কাঠও সংগ্রহ করতে পারছেন না গরীব দিন আনা দিন খাওয়া মানুষগুলি ৷ এই পরিস্থিতিতে জঙ্গলের শুকনো পাতা কুড়িয়ে এনে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন তাঁরা ৷ কিন্তু এভাবে রান্না করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে তাঁদের পক্ষে ৷ ফলে ঘরে সরকারের দেওয়া রেশনের 2 টাকা কেজি চাল, ডাল এবং অন্যান্য মশলাপাতি থাকলেও জ্বালানির অভাবে মিটছে না পেটের জ্বালা ৷

আরও পড়ুন : Visva-Bharati : পুলিশের আনা চিকিৎসকদের ফিরিয়ে দিলেন অসুস্থ উপাচার্য

চলতি সপ্তাহে 25 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের ৷ ফলে নুন আনতে পান্তা ফুরানোর মত যাঁদের অবস্থা, তাঁদের পক্ষে প্রায় ন’শো টাকা খরচ করে রান্নার গ্যাসের সিলিন্ডার কেনা অসম্ভব হয়ে উঠছে ৷ তাই ঘরে কাঁচামাল থাকলেও রান্নার জ্বালানির অভাবে প্রায় খাবার জুটছে না পরিবারগুলির ৷ এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী 2 টাকা কেজি দরে চাল, গম দিচ্ছেন ৷ কিন্তু, জ্বালানি গ্যাসের অভাবে পরিবারগুলি সেই চাল ফুটিয়ে খেতে পারছেন না ৷ তিনি জানান, চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের অধিকাংশ প্রান্তিক মানুষ ৷ ওই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ৷

আরও পড়ুন : Phuchka Special : বাহুবলী থেকে আইসক্রিম, বর্ধমানে পলাশের ফুচকায় জিভে জল আনা 37 রকমের স্বাদ

দুর্গাপুর, 3 সেপ্টেম্বর : কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পেয়েছিল দুর্গাপুরের আদিবাসী এবং নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি ৷ সেই সঙ্গে প্রতিশ্রুতি ছিল রান্নার গ্যাস ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার নেওয়ার জন্য প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিই সার ৷ প্রথম সিলিন্ডার বিনামূল্যে পাওয়ার পর দ্বিতীয়বার সিলিন্ডার বুক করতে পুরো টাকা দিতে হয়েছে ৷ এখন নিয়মিতভাবে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ ফলে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন বাড়িতে থাকলেও সেই গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই আদিবাসী এবং নিম্নবিত্ত পরিবারগুলির ৷

এই পরিস্থিতিতে তাঁদের রান্না করার জন্য একমাত্র ভরসা কাঠের উনুন ৷ কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য বন দফতরের নিষেধাজ্ঞা ৷ দুর্গাপুরের বনাঞ্চলে গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ফলে জঙ্গলে ঢুকে গাছ কাটতে গিয়ে ধরা পড়লে শাস্তি হতে পারে ৷ সেই ভয়ে জ্বালানির কাঠও সংগ্রহ করতে পারছেন না গরীব দিন আনা দিন খাওয়া মানুষগুলি ৷ এই পরিস্থিতিতে জঙ্গলের শুকনো পাতা কুড়িয়ে এনে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন তাঁরা ৷ কিন্তু এভাবে রান্না করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে তাঁদের পক্ষে ৷ ফলে ঘরে সরকারের দেওয়া রেশনের 2 টাকা কেজি চাল, ডাল এবং অন্যান্য মশলাপাতি থাকলেও জ্বালানির অভাবে মিটছে না পেটের জ্বালা ৷

আরও পড়ুন : Visva-Bharati : পুলিশের আনা চিকিৎসকদের ফিরিয়ে দিলেন অসুস্থ উপাচার্য

চলতি সপ্তাহে 25 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের ৷ ফলে নুন আনতে পান্তা ফুরানোর মত যাঁদের অবস্থা, তাঁদের পক্ষে প্রায় ন’শো টাকা খরচ করে রান্নার গ্যাসের সিলিন্ডার কেনা অসম্ভব হয়ে উঠছে ৷ তাই ঘরে কাঁচামাল থাকলেও রান্নার জ্বালানির অভাবে প্রায় খাবার জুটছে না পরিবারগুলির ৷ এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী 2 টাকা কেজি দরে চাল, গম দিচ্ছেন ৷ কিন্তু, জ্বালানি গ্যাসের অভাবে পরিবারগুলি সেই চাল ফুটিয়ে খেতে পারছেন না ৷ তিনি জানান, চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের অধিকাংশ প্রান্তিক মানুষ ৷ ওই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ৷

আরও পড়ুন : Phuchka Special : বাহুবলী থেকে আইসক্রিম, বর্ধমানে পলাশের ফুচকায় জিভে জল আনা 37 রকমের স্বাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.