ETV Bharat / state

কয়লা খনিতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, যানবাহন বন্ধ করে বিক্ষোভ - কয়লা খনিতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যানবাহন বন্ধ করে বিক্ষোভ

খনির সংগঠন সম্পাদক রামবদন যাদব ও ECL-এর নিরাপত্তারক্ষী এবং TMC সমর্থক কোকা বাউরি বচসায় জড়িয়ে পড়েন । বচসা গড়ায় হাতাহাতিতে ৷ আহত রামবদন যাদবকে ECL-এর কাল্লা হাসপাতালে ভরতি করা হয় রাতে । ঘটনার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষী কোকা বাউরিকে সাময়িক বরখাস্ত করে ECL কর্তৃপক্ষ ।

transport-stop-in-andal
যানবাহন বন্ধ করে বিক্ষোভ
author img

By

Published : Feb 21, 2020, 1:04 PM IST

অন্ডাল, 21 ফেব্রুয়ারি: ECL-এর খোলামুখ খনিতে মারপিট ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডালের ECL-এর কেন্দা এলাকায় শংকরপুর খোলামুখ খনিতে ৷ HMS (হিন্দুস্তান মজদুর সংস্থা)-এর এক নেতার সঙ্গে TMC সমর্থকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে ৷ শুক্রবার এই ঘটনার তদন্তের দাবিতে যানবাহন আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

খনির সংগঠন সম্পাদক রামবদন যাদব ও ECL-এর নিরাপত্তারক্ষী এবং TMC সমর্থক কোকা বাউরি বচসায় জড়িয়ে পড়েন । বচসা গড়ায় হাতাহাতিতে ৷ আহত রামবদন যাদবকে ECL-এর কাল্লা হাসপাতালে ভরতি করা হয় রাতে । ঘটনার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষী কোকা বাউরিকে সাময়িক বরখাস্ত করে ECL কর্তৃপক্ষ । কোকার নামে লিখিত অভিযোগ করা হয় অন্ডাল থানায় । বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্ত ও কোকা বাউরিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা । এই বিষয়ে তৃণমূল নেতা সতীশকুমার সিংহ বলেন,"ECL কর্তৃপক্ষ কোনও তদন্ত না করে HMS নেতাদের চাপে একতরফাভাবে নিরাপত্তারক্ষী কোকা বাউরিকে সাসপেন্ড করেছে । তাঁর নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ৷ HMS-এ শাসকদলের এক বড় নেতার হাত আছে । HMS-এর মদতে কয়লা চুরি হচ্ছে । কোকা তাতে বাধা দেয় । এটাকে গোষ্ঠীদ্বন্দ্বও বলতে পারেন ।"

বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর ECL কর্তৃপক্ষ কোকা বাউরিকে কাজে নিয়োগ করার আশ্বাস দেয় ৷ তাঁর বিরুদ্ধে FIR তুলে নেওয়া হবে বলেও জানায় । উল্লেখ্য, পান্ডবেশ্বরের TMC বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি HMS সংগঠনকে সমর্থন করার পর থেকেই পান্ডবেশ্বর ও অন্ডালের মতো খনি অঞ্চলে TMC-র শ্রমিক সংগঠন INTTUC সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস (KKSC) এর সঙ্গে HMS-এর লড়াই শুরু হয় । এই ঘটনা তারই ফলশ্রুতি । শাসক দলের শ্রমিক সংগঠন নিয়ে জট যে আজও কাটেনি এই ঘটনা তারই প্রমাণ ৷

যানবাহন বন্ধ করে বিক্ষোভ

অন্ডাল, 21 ফেব্রুয়ারি: ECL-এর খোলামুখ খনিতে মারপিট ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডালের ECL-এর কেন্দা এলাকায় শংকরপুর খোলামুখ খনিতে ৷ HMS (হিন্দুস্তান মজদুর সংস্থা)-এর এক নেতার সঙ্গে TMC সমর্থকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে ৷ শুক্রবার এই ঘটনার তদন্তের দাবিতে যানবাহন আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

খনির সংগঠন সম্পাদক রামবদন যাদব ও ECL-এর নিরাপত্তারক্ষী এবং TMC সমর্থক কোকা বাউরি বচসায় জড়িয়ে পড়েন । বচসা গড়ায় হাতাহাতিতে ৷ আহত রামবদন যাদবকে ECL-এর কাল্লা হাসপাতালে ভরতি করা হয় রাতে । ঘটনার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষী কোকা বাউরিকে সাময়িক বরখাস্ত করে ECL কর্তৃপক্ষ । কোকার নামে লিখিত অভিযোগ করা হয় অন্ডাল থানায় । বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্ত ও কোকা বাউরিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা । এই বিষয়ে তৃণমূল নেতা সতীশকুমার সিংহ বলেন,"ECL কর্তৃপক্ষ কোনও তদন্ত না করে HMS নেতাদের চাপে একতরফাভাবে নিরাপত্তারক্ষী কোকা বাউরিকে সাসপেন্ড করেছে । তাঁর নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ৷ HMS-এ শাসকদলের এক বড় নেতার হাত আছে । HMS-এর মদতে কয়লা চুরি হচ্ছে । কোকা তাতে বাধা দেয় । এটাকে গোষ্ঠীদ্বন্দ্বও বলতে পারেন ।"

বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর ECL কর্তৃপক্ষ কোকা বাউরিকে কাজে নিয়োগ করার আশ্বাস দেয় ৷ তাঁর বিরুদ্ধে FIR তুলে নেওয়া হবে বলেও জানায় । উল্লেখ্য, পান্ডবেশ্বরের TMC বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি HMS সংগঠনকে সমর্থন করার পর থেকেই পান্ডবেশ্বর ও অন্ডালের মতো খনি অঞ্চলে TMC-র শ্রমিক সংগঠন INTTUC সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস (KKSC) এর সঙ্গে HMS-এর লড়াই শুরু হয় । এই ঘটনা তারই ফলশ্রুতি । শাসক দলের শ্রমিক সংগঠন নিয়ে জট যে আজও কাটেনি এই ঘটনা তারই প্রমাণ ৷

যানবাহন বন্ধ করে বিক্ষোভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.