দুর্গাপুর ও হাওড়া, 12 ফেব্রুয়ারি: অনলাইন প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শনিবার হাওড়া ও দুর্গাপুর থেকে গ্রেফতার মোট 7জন ৷ এর মধ্যে ছত্তিশগড়ে অনলাইন প্রতারণা করে দুর্গাপুরে বিধাননগরে লুকিয়ে থাকা চারজনকে আটক করে ছত্তিশগড় থানার পুলিশ (Online Fraud Case at Durgapur)। অন্যদিকে, হাওড়ার চুনাভাটি এলাকা অনলাইনে টাকা প্রতারণার সঙ্গে যুক্ত তিন যুবককে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ ৷
দুর্গাপুরের ঘটনা:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ে 14 লাখ টাকা প্রতারণা করে চম্পট দেয় ঝাড়খণ্ডের দেওঘর ও দুমকার চার দুষ্কৃতী ৷ সূত্র মারফত খবর পেয়ে ছত্তিশগড় পুলিশ দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় হানা দেয় একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন অরবিন্দ অ্যাভিনিউয়ের একটি বাড়িতে ৷ সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয় । বাজেয়াপ্ত করা হয় তাদের কাছ থেকে পাওয়া একাধিক মোবাইল ও সিম কার্ড । এরপর জিজ্ঞাসাবাদ করে রবিবার ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করে ছত্তিশগড় পুলিশ নিজস্ব হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর ৷
জানা গিয়েছে, ধৃতরা দুর্গাপুরে ঘাঁটি গেড়েছিল চলতি মাসের 4 তারিখে । দুর্গাপুরের অত্যন্ত অভিজাত বিধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল এরা । পুলিশের পক্ষ থেকে বারবার দুর্গাপুরবাসীকে সচেতন করা হয়েছে এই বিষয়ে যে অপরিচিত ব্যক্তিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিকটবর্তী থানায় ভাড়াটেদের সমস্ত বিবরণ জমা দেওয়ার জন্য । কিন্তু এখনও বহু বাড়ি মালিক পুলিশি এই নির্দেশিকাকে পরোয়া না করে অপরিচিতদের ভাড়া দিয়ে যাচ্ছেন । বিশেষ করে দুর্গাপুরের অত্যন্ত অভিজাত এলাকা বলে পরিচিত সিটি সেন্টার ও বিধাননগর এলাকায় এমন বহু বাড়ি ভাড়া দেওয়া হয় । এই সমস্ত এলাকায় বহুতল আবাসনের সংখ্যা নেহাত কম নয় । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই ঘটনার পর আবারও বলা হচ্ছে বাড়ি ভাড়া দিলে ভাড়াটেদের বিস্তারিত বিবরণ নিকটবর্তী থানায় জমা দিন । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজ পেতে ধৃতদের নিয়ে ছত্তিশগড় থানার পুলিশ দুর্গাপুরের আরও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ।
আরও পড়ুন : অনলাইন প্রতারণায় অভিযুক্তের কাছ থেকে দু’হাজারের বেশি সিম কার্ড উদ্ধার মালদায়
হাওড়ার ঘটনা:
দক্ষিণ হাওড়ার চুনাভাটি এলাকার রুবি পার্ক আবাসন থেকে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ অলাইন প্রতরাণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ (Crime in Howrah)। একই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই এলাকার ডি/4 ব্লকের প্রথমতলা থেকে ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি ওই এলাকা থেকেই আরও 2 জন-সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয় । যদিও ধৃত ব্যক্তিদের পরিচয় তদন্তের স্বার্থে জানায়নি হাওড়া সিটি পুলিশ । স্থানীয় আবাসনের বাসিন্দারা জানান, ওই ব্যক্তি সপ্তাহখানেক আগে এখানে ঘর ভাড়া নিয়েছিলেন । যদিও বাইরে সেভাবে তাকে বেরোতে দেখা যেত না ৷ বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকতেন । সুদূর কেরল থেকে কয়েকজন পুলিশ আধিকারিক এসে সাঁকরাইল নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের সাহায্য নিয়ে তাঁকে গ্রেফতার করে । মূলত অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই গ্রেফতার বলেই জানিয়েছে স্থানীয় আবাসিকরা । এই ঘটনাকে কেন্দ্র করে আবাসিকরা যথারীতি আতঙ্কের মধ্যে রয়েছেন ।
অপরদিকে যিনি ওই ব্যক্তিকে ঘর ভাড়া দিয়েছেন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ৷ আবাসিকদের অভিযোগ, অনেকে নিজেরা ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে বসবাস করলে তা নিয়ে সমস্যা হয় না ৷ কিন্তু অনেকেই ফ্ল্যাট কিনে নিজেরা না থেকে মোটা টাকার লোভে কোনওরকম যাচাই না করে ভাড়া দিয়ে দিচ্ছেন । এতে অন্যান্য আবাসিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেই এই নিয়ে আবাসিকরা ক্ষোভ প্রকাশ করেন ।
আবাসনের আবাসিক নবীন কুমার জানান, ঘটনার কথা জানার পর থেকে তিনি যথেষ্টই নিরাপত্তাহীনতায় ভুগছেন । সপ্তাহ খানেক আগে ওই ঘর সাফাই করার কাজ করা হয়নি ৷ তাঁর অনুমান 7-10 দিন ধরে ওই ব্যক্তি ঘরের মধ্যেই ছিলেন । বাড়ির দালালরা ঘরভাড়ার জন্য লোকেদের নিয়ে আসে তবে বাড়ির মালিকের দায়িত্ব অনেক বেশি হওয়া উচিত ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের রবিবার হাওড়া আদালতে পেশ করা হবে । সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে ওই ধৃত ব্যক্তিকে কেরল পুলিশের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি বাড়ি ভাড়ার ক্ষেত্রে মালিকদের ভাড়াটের বিস্তারিত বিবরণ স্থানীয় থানাতে দেওয়ার ক্ষেত্রেও গাফিলতি রয়েছে বলেই মনে করছেন এই ঘটনাতে যুক্ত পুলিশের তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন : অনলাইন প্রতারণা চক্রে আন্তর্জাতিক যোগ, মালদা পুলিশের জালে নাইজেরিয়ান