ETV Bharat / state

Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ - panagarh industrial park

পানাগড় শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সঙ্গে বেসরকারি এক সংস্থার যৌথ রিটেলিং সিএনজি পয়েন্ট রয়েছে ৷ সেখানকার সাইট ইনচার্জ পার্থপ্রতিম রায়কে মারধরে অভিযুক্ত তৃণমূল ৷ আটক দুই ৷

tmc workers allegedly beaten a site incharge in panagarh industrial park
Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ
author img

By

Published : Sep 6, 2021, 3:33 PM IST

Updated : Sep 6, 2021, 3:54 PM IST

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : ফের সিন্ডিকেট রাজের দাপট ৷ কাঠগড়ায় ফের তৃণমূল নেতারা । ঘটনাস্থল পানাগড় শিল্পতালুক । যে শিল্পতালুকে দিনকয়েক আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে শিল্পায়নের বার্তা দিয়েছিলেন ।

আরও পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

সেখানে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সঙ্গে বেসরকারি এক সংস্থার যৌথ রিটেলিং সিএনজি পয়েন্ট রয়েছে ৷ অভিযোগ, সোমবার সকালে সেখানে আসেন পশ্চিম বর্ধামানের কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সীর অনুগামীরা ৷ তাঁরা সংস্থার সাইট ইনচার্জ পার্থপ্রতিম রায়কে মারধর করেন ৷

অভিযোগ, ওই তৃণমূল নেতাদের দাবি ছিল যে তাঁদের কাছ থেকে নির্মাণ সামগ্রী নিতে হবে ৷ কর্তৃপক্ষ রাজি না হওয়াতেই পার্থপ্রতিম রায়কে মারধরের ঘটনা ঘটে ৷ বন্ধ করে দেওয়া হয় কাজ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ৷ আটক করা হয় দুই জনকে ।

আরও পড়ুন : Suvendu Adhikari-Kunal Ghosh : পিছুটান নেই, বললেন শুভেন্দু ; কটাক্ষ কুণালের

দিনকয়েক আগে দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বেসরকারি সংস্থার শিল্যানাস করে বাংলায় শিল্পায়নের বার্তা দিয়েছিলেন ৷ আর আজ তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে সিন্ডিকেটের তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ৷ যার ফলে মুখ্যমন্ত্রীর সেই শিল্পায়নের বার্তা নিয়ে কার্যত প্রশ্ন উঠে গেল ৷

এই ইস্যুতে সুর সপ্তমে চড়িয়েছে বিজেপি নেতৃত্ব ৷ অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সী । সব মিলিয়ে ফের সিন্ডিকেট যন্ত্রণার তাণ্ডবে তিতিবিরক্ত শিল্পপতিরা ৷ সিঙ্গুরের পর থেকেই একই ধারাবাহিকতার ছবি জানান দিল দুর্গাপুরের কাঁকসার পানাগড় শিল্পতালুকে তৃণমূল নেতাদের সিন্ডিকেট রাজের তাণ্ডব চলছেই ৷

আরও পড়ুন : Dilip Ghosh : প্রধান আর বিডিওদের জেলের ভাত খাওয়াব, কর্মীসভায় হুঙ্কার দিলীপের

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : ফের সিন্ডিকেট রাজের দাপট ৷ কাঠগড়ায় ফের তৃণমূল নেতারা । ঘটনাস্থল পানাগড় শিল্পতালুক । যে শিল্পতালুকে দিনকয়েক আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে শিল্পায়নের বার্তা দিয়েছিলেন ।

আরও পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

সেখানে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সঙ্গে বেসরকারি এক সংস্থার যৌথ রিটেলিং সিএনজি পয়েন্ট রয়েছে ৷ অভিযোগ, সোমবার সকালে সেখানে আসেন পশ্চিম বর্ধামানের কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সীর অনুগামীরা ৷ তাঁরা সংস্থার সাইট ইনচার্জ পার্থপ্রতিম রায়কে মারধর করেন ৷

অভিযোগ, ওই তৃণমূল নেতাদের দাবি ছিল যে তাঁদের কাছ থেকে নির্মাণ সামগ্রী নিতে হবে ৷ কর্তৃপক্ষ রাজি না হওয়াতেই পার্থপ্রতিম রায়কে মারধরের ঘটনা ঘটে ৷ বন্ধ করে দেওয়া হয় কাজ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ৷ আটক করা হয় দুই জনকে ।

আরও পড়ুন : Suvendu Adhikari-Kunal Ghosh : পিছুটান নেই, বললেন শুভেন্দু ; কটাক্ষ কুণালের

দিনকয়েক আগে দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বেসরকারি সংস্থার শিল্যানাস করে বাংলায় শিল্পায়নের বার্তা দিয়েছিলেন ৷ আর আজ তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে সিন্ডিকেটের তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ৷ যার ফলে মুখ্যমন্ত্রীর সেই শিল্পায়নের বার্তা নিয়ে কার্যত প্রশ্ন উঠে গেল ৷

এই ইস্যুতে সুর সপ্তমে চড়িয়েছে বিজেপি নেতৃত্ব ৷ অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সী । সব মিলিয়ে ফের সিন্ডিকেট যন্ত্রণার তাণ্ডবে তিতিবিরক্ত শিল্পপতিরা ৷ সিঙ্গুরের পর থেকেই একই ধারাবাহিকতার ছবি জানান দিল দুর্গাপুরের কাঁকসার পানাগড় শিল্পতালুকে তৃণমূল নেতাদের সিন্ডিকেট রাজের তাণ্ডব চলছেই ৷

আরও পড়ুন : Dilip Ghosh : প্রধান আর বিডিওদের জেলের ভাত খাওয়াব, কর্মীসভায় হুঙ্কার দিলীপের

Last Updated : Sep 6, 2021, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.