ETV Bharat / state

চাকরির নামে প্রতারণা, শাহের সভায় যোগদানের পথে তৃণমূল কর্মীকে জুতোপেটা বিজেপির মহিলা কর্মীর - জুতোপেটা

BJP Worker beaten by Shoe on TMC Worker: অমিত শাহের সভায় যোগ দিতে যাচ্ছিলেন ৷ সেই সময় দেখা টাকা দিয়ে চাকরি না দেওয়া অভিযুক্ত তৃণমূল কর্মীর সঙ্গে ৷ তখনই তাকে জুতোপেটা করলেন ওই মহিলা বিজেপি কর্মী ৷

Etv Bharat
তৃণমূল কর্মীকে জুতোপেটা বিজেপি কর্মীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 12:40 PM IST

তৃণমূল কর্মীকে জুতোপেটা বিজেপি কর্মীর, দেখুন ভিডিয়ো

দুর্গাপুর, 29 নভেম্বর: ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ । কলকাতায় অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর স্টেশনে অভিযুক্ত ব্যক্তিকে দেখা মাত্রই চটিপেটা বিজেপি কর্মী মহিলার । উত্তেজিত ওই মহিলার হাত থেকে অভিযুক্ত তৃণমূল কর্মীকে শেষমেশ উদ্ধার করল জিআরপি ও আরপিএফ । নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অভিযুক্ত ব্যক্তি । যদিও ওই ব্যক্তির দাবি, তিনি ধার করে টাকা শোধ দিয়েছেন ।

শিক্ষা থেকে রেশন। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় শাহী সভা রয়েছে বিজেপির । তাতে যোগ দিতে যাচ্ছিলেন ওই মহিলা বিজেপি কর্মী ৷ সেই সময় দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ এক ব্যক্তিকে ধরে জুতোপেটা করতে শুরু করেন তিনি ৷ ঘটনা দেখে ছুটে আসেন দায়িত্বে থাকা রেলকর্মীরা ৷ রানিগঞ্জের বাসিন্দা আলপনা সেন নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত ওই ব্যক্তি প্রায় 2 লক্ষ টাকা নিয়েছিলেন ৷ বছর দু'য়েক আগে সেই টাকা নিলেও আজও না পেয়েছেন চাকরি, না পেয়েছেন টাকা । এই দু'বছর ধরে অনেকবার ফোন করেছেন অভিযুক্ত এই ব্যক্তিকে ৷ দু-একবার ধরলেও, তারপর মহিলার ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন ।

টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন । আজ ধর্মতলায় দলীয় জনসভায় স্পেশাল ট্রেন ধরার জন্য রানিগঞ্জ থেকে দুর্গাপুর আসেন ঐ মহিলা বিজেপি কর্মী ৷ সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ আচমকা অভিযুক্ত ওই ব্যক্তিকে দেখতে পেয়ে গুটি গুটি পায়ে তার সামনে পৌঁছে টাকা ফেরত চান ৷ তাতে কিছুটা বেসামাল হয়ে পড়েন অভিযুক্ত । এরপর পায়ের চটি খুলে প্রকাশ্যে তাকে মারধর শুরু করে দেন মহিলা বিজেপি কর্মী ৷ আচমকা এই অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ওই ব্যক্তি তখন পড়ি কী মরি করে ছুটছেন । তাকে বাঁচাতে ছুটে আসেন রেল রক্ষীবাহিনী ও জিআরপি কর্মীরা ৷

আরও পড়ুন :

1 স্বামীকে রাস্তায় জুতো পেটা ! বাধা পেয়ে 'রণমূর্তি' স্ত্রী, ভাইরাল ভিডিয়ো

2 মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ, জুতোপেটা তৃণমূল নেতাকে

3 বাথরুম দিয়ে বউদির ছবি তোলার চেষ্টা, চুল কামিয়ে জুতোপেটা যুবককে

তৃণমূল কর্মীকে জুতোপেটা বিজেপি কর্মীর, দেখুন ভিডিয়ো

দুর্গাপুর, 29 নভেম্বর: ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ । কলকাতায় অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর স্টেশনে অভিযুক্ত ব্যক্তিকে দেখা মাত্রই চটিপেটা বিজেপি কর্মী মহিলার । উত্তেজিত ওই মহিলার হাত থেকে অভিযুক্ত তৃণমূল কর্মীকে শেষমেশ উদ্ধার করল জিআরপি ও আরপিএফ । নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অভিযুক্ত ব্যক্তি । যদিও ওই ব্যক্তির দাবি, তিনি ধার করে টাকা শোধ দিয়েছেন ।

শিক্ষা থেকে রেশন। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় শাহী সভা রয়েছে বিজেপির । তাতে যোগ দিতে যাচ্ছিলেন ওই মহিলা বিজেপি কর্মী ৷ সেই সময় দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ এক ব্যক্তিকে ধরে জুতোপেটা করতে শুরু করেন তিনি ৷ ঘটনা দেখে ছুটে আসেন দায়িত্বে থাকা রেলকর্মীরা ৷ রানিগঞ্জের বাসিন্দা আলপনা সেন নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত ওই ব্যক্তি প্রায় 2 লক্ষ টাকা নিয়েছিলেন ৷ বছর দু'য়েক আগে সেই টাকা নিলেও আজও না পেয়েছেন চাকরি, না পেয়েছেন টাকা । এই দু'বছর ধরে অনেকবার ফোন করেছেন অভিযুক্ত এই ব্যক্তিকে ৷ দু-একবার ধরলেও, তারপর মহিলার ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন ।

টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন । আজ ধর্মতলায় দলীয় জনসভায় স্পেশাল ট্রেন ধরার জন্য রানিগঞ্জ থেকে দুর্গাপুর আসেন ঐ মহিলা বিজেপি কর্মী ৷ সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ আচমকা অভিযুক্ত ওই ব্যক্তিকে দেখতে পেয়ে গুটি গুটি পায়ে তার সামনে পৌঁছে টাকা ফেরত চান ৷ তাতে কিছুটা বেসামাল হয়ে পড়েন অভিযুক্ত । এরপর পায়ের চটি খুলে প্রকাশ্যে তাকে মারধর শুরু করে দেন মহিলা বিজেপি কর্মী ৷ আচমকা এই অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ওই ব্যক্তি তখন পড়ি কী মরি করে ছুটছেন । তাকে বাঁচাতে ছুটে আসেন রেল রক্ষীবাহিনী ও জিআরপি কর্মীরা ৷

আরও পড়ুন :

1 স্বামীকে রাস্তায় জুতো পেটা ! বাধা পেয়ে 'রণমূর্তি' স্ত্রী, ভাইরাল ভিডিয়ো

2 মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ, জুতোপেটা তৃণমূল নেতাকে

3 বাথরুম দিয়ে বউদির ছবি তোলার চেষ্টা, চুল কামিয়ে জুতোপেটা যুবককে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.