ETV Bharat / state

TMC Supporters agitation: দু'হাজার টাকার নোটবন্দির বিরুদ্ধে আন্দোলনে শাসকদল - 2000 টাকার নোট পরিবর্তন

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ 30 সেপ্টম্বর পর্যন্ত পরিবর্তন করা যাবে এই পুরনো নোট ৷ এবার এই নোট পরিবর্তনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷

Etv Bharat
দুই হাজার টাকার নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন
author img

By

Published : May 29, 2023, 10:31 PM IST

দুই হাজার টাকার নোটবন্দির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ

দুর্গাপুর, 29 মে: চলতি মাসেই 2000 টাকার নোট পরিবর্তনের কথা ঘোষণা করেছে শীর্ষ ব্যাংক ৷ তার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷ সোমবার সকাল থেকে দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে একটি সমবায় ব্যাংকের সামনে প্রতীকী দু'হাজার টাকার নোট নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা । দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে এই আন্দোলন হয় ।

এই আন্দোলনে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের যুব সভাপতি মনোজ চাঁদ, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পৌরপিতা মৃগেন্দ্রনাথ পাল, পৌরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায়, রীনা চৌধুরী-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের কর্মীরা । কেন্দ্রীয় সরকারের দুর্নীতির কথা উল্লেখ করা হয় সাধারণ মানুষের কাছে । কীভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার সেই তথ্যও তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। শাসকদলের কর্মী সমর্থকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছে ।

এই প্রসঙ্গেই দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বলেন, "এর আগেও নোটবন্দির জন্য বহু মানুষকে ব্যাংকে লাইন দিতে হয়েছিল। সেই সময় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। আবারও সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যে উদ্দেশ্যে নোট বন্দি করা হয়েছিল তাতে সুফল কিছু মেলেনি। উপরন্তু নোট বন্দির কারণে অযথা মানুষকে হয়রানি এবং জীবন দিতে হয়েছিল। তাই এবার 2000 টাকার নোট পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আবারও পথে নেমেছে তৃণমূল সমর্থকরা ।"

আরও পড়ুন: ফের ব্যাংকের লাইনে মানুষ, শুরু হল 2000 টাকার নোট ফেরানো

তিনি আরও উল্লেখ করেন এই দু’হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত আসলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা ৷ মূল্যবৃদ্ধি থেকে দেশবাসীর নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত ৷ তাই প্রতিবাদে সামিল তৃণমূল সমর্থকরা ৷ এমনটাই দাবি করেছেন দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ ৷

দুই হাজার টাকার নোটবন্দির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ

দুর্গাপুর, 29 মে: চলতি মাসেই 2000 টাকার নোট পরিবর্তনের কথা ঘোষণা করেছে শীর্ষ ব্যাংক ৷ তার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷ সোমবার সকাল থেকে দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে একটি সমবায় ব্যাংকের সামনে প্রতীকী দু'হাজার টাকার নোট নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা । দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে এই আন্দোলন হয় ।

এই আন্দোলনে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের যুব সভাপতি মনোজ চাঁদ, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পৌরপিতা মৃগেন্দ্রনাথ পাল, পৌরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায়, রীনা চৌধুরী-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের কর্মীরা । কেন্দ্রীয় সরকারের দুর্নীতির কথা উল্লেখ করা হয় সাধারণ মানুষের কাছে । কীভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার সেই তথ্যও তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। শাসকদলের কর্মী সমর্থকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছে ।

এই প্রসঙ্গেই দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বলেন, "এর আগেও নোটবন্দির জন্য বহু মানুষকে ব্যাংকে লাইন দিতে হয়েছিল। সেই সময় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। আবারও সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যে উদ্দেশ্যে নোট বন্দি করা হয়েছিল তাতে সুফল কিছু মেলেনি। উপরন্তু নোট বন্দির কারণে অযথা মানুষকে হয়রানি এবং জীবন দিতে হয়েছিল। তাই এবার 2000 টাকার নোট পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আবারও পথে নেমেছে তৃণমূল সমর্থকরা ।"

আরও পড়ুন: ফের ব্যাংকের লাইনে মানুষ, শুরু হল 2000 টাকার নোট ফেরানো

তিনি আরও উল্লেখ করেন এই দু’হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত আসলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা ৷ মূল্যবৃদ্ধি থেকে দেশবাসীর নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত ৷ তাই প্রতিবাদে সামিল তৃণমূল সমর্থকরা ৷ এমনটাই দাবি করেছেন দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.