ETV Bharat / state

অগ্নিমিত্রা পলের ত্রিপল দেওয়াকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

রানিগঞ্জে ত্রিপল দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে হাতাহাতি, বিধায়কের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ ৷

অগ্নিমিত্রা পালের ত্রিপল দেওয়াকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
অগ্নিমিত্রা পালের ত্রিপল দেওয়াকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
author img

By

Published : Jun 19, 2021, 8:19 PM IST

রানিগঞ্জ, 19 জুন : বাছাই করা বিজেপি কর্মী-সমর্থকদের দেওয়া হচ্ছে ত্রিপল ৷ এমনই অভিযোগ উঠল আসানসোল দক্ষিণে রানিগঞ্জের জেকে নগরে ৷ তারই প্রতিবাদে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী- সমর্থকরা ৷ ঘটনাস্থলে হাজির ছিলেন রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুইয়া ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করা সত্ত্বেও মেলেনি ঘর, তার উপর যশে ক্ষতিগ্রস্ত রানিগঞ্জের একাধিক গ্রামবাসী ৷ তাঁদের জন্য বেশ কিছু ত্রিপল নিজে হাতে বিতরণের উদ্যোগ নেন বিধায়ক অগ্নিমিত্রা ৷ কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূল কর্মী-সমর্থকদের ত্রিপল দেওয়া হচ্ছে না ৷ বেছে বেছে বিজেপির কর্মী-সমর্থকদের ত্রিপল দেওয়া হচ্ছে ৷

এই অভিযোগ নিয়ে আজ বিধায়কের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ৷ বিধায়ক জানান, তাঁর দেহরক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়েছে , তাঁকে মারধর করা হয়েছে ৷ এমন কি বিধায়কের সঙ্গে অভদ্র আচরণ করেছে তৃণমূল নেতা বিনোদ নুইয়া ৷

আরও পড়ুন : শহর বানভাসি, নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দুকে তোপ ফিরহাদের

ঘটনার পরিপ্রেক্ষিতে বিনোদ নুইয়া বলেন, "আমাদের দলীয় কর্মীদের ত্রিপলের প্রয়োজন ৷ তাঁদের ত্রিপল দিচ্ছেন না বিধায়ক ৷ অনেকবার জানানো হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷ অনেকবার উনি তালিকা চেয়েছেন ৷ আমরা পাঠিয়েছি ৷ কিন্তু তার সদুত্তর পাওয়া যায়নি ৷"

অন্যদিকে, বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য, "আমাকে কোনও তালিকা দেওয়া হয়নি ৷ আমি সবার বিধায়ক ৷ আমি নিজে সেই জায়গায় গিয়ে ত্রিপল দেব ৷ নিরপেক্ষ ভাবে আমি ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি ৷ আমার মুখপাত্র বিনোদবাবুকে ফোন করেছিলেন ৷ কিন্তু তিনি ফোন নামিয়ে রাখেন ৷"

তিনি আরও বলেন, "তৃণমূলের ওই নেতা উত্তেজিত হয়ে কথা বলেন ৷ আমার দেহরক্ষীকে মারধর এবং অশ্রাব্য ভাষায় কথা বলেন ৷ বিরোধী বলে এমন আচরণ মেনে নেওয়া যায় না ৷ এসবের পরিবর্তন দরকার ৷ বুঝিয়ে তা পরিবর্তন করতে হবে ৷"

রানিগঞ্জ, 19 জুন : বাছাই করা বিজেপি কর্মী-সমর্থকদের দেওয়া হচ্ছে ত্রিপল ৷ এমনই অভিযোগ উঠল আসানসোল দক্ষিণে রানিগঞ্জের জেকে নগরে ৷ তারই প্রতিবাদে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী- সমর্থকরা ৷ ঘটনাস্থলে হাজির ছিলেন রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুইয়া ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করা সত্ত্বেও মেলেনি ঘর, তার উপর যশে ক্ষতিগ্রস্ত রানিগঞ্জের একাধিক গ্রামবাসী ৷ তাঁদের জন্য বেশ কিছু ত্রিপল নিজে হাতে বিতরণের উদ্যোগ নেন বিধায়ক অগ্নিমিত্রা ৷ কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূল কর্মী-সমর্থকদের ত্রিপল দেওয়া হচ্ছে না ৷ বেছে বেছে বিজেপির কর্মী-সমর্থকদের ত্রিপল দেওয়া হচ্ছে ৷

এই অভিযোগ নিয়ে আজ বিধায়কের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ৷ বিধায়ক জানান, তাঁর দেহরক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়েছে , তাঁকে মারধর করা হয়েছে ৷ এমন কি বিধায়কের সঙ্গে অভদ্র আচরণ করেছে তৃণমূল নেতা বিনোদ নুইয়া ৷

আরও পড়ুন : শহর বানভাসি, নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দুকে তোপ ফিরহাদের

ঘটনার পরিপ্রেক্ষিতে বিনোদ নুইয়া বলেন, "আমাদের দলীয় কর্মীদের ত্রিপলের প্রয়োজন ৷ তাঁদের ত্রিপল দিচ্ছেন না বিধায়ক ৷ অনেকবার জানানো হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷ অনেকবার উনি তালিকা চেয়েছেন ৷ আমরা পাঠিয়েছি ৷ কিন্তু তার সদুত্তর পাওয়া যায়নি ৷"

অন্যদিকে, বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য, "আমাকে কোনও তালিকা দেওয়া হয়নি ৷ আমি সবার বিধায়ক ৷ আমি নিজে সেই জায়গায় গিয়ে ত্রিপল দেব ৷ নিরপেক্ষ ভাবে আমি ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি ৷ আমার মুখপাত্র বিনোদবাবুকে ফোন করেছিলেন ৷ কিন্তু তিনি ফোন নামিয়ে রাখেন ৷"

তিনি আরও বলেন, "তৃণমূলের ওই নেতা উত্তেজিত হয়ে কথা বলেন ৷ আমার দেহরক্ষীকে মারধর এবং অশ্রাব্য ভাষায় কথা বলেন ৷ বিরোধী বলে এমন আচরণ মেনে নেওয়া যায় না ৷ এসবের পরিবর্তন দরকার ৷ বুঝিয়ে তা পরিবর্তন করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.