ETV Bharat / state

TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার বিজেপির ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বুদবুদ এলাকাজুড়ে ।

tmc leader murder by the goons in budbud
TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
author img

By

Published : Sep 7, 2021, 8:54 PM IST

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদে ।

আরও পড়ুন : Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানিয়েছেন, শ্যামল বক্সি ও তাঁর ছেলে চঞ্চল বক্সি একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 5টি গুলি ছোড়ে তাঁদের লক্ষ্য করে । 3টি গুলি লাগে চঞ্চল বক্সির গায়ে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে আউশগ্রাম দু’নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক । পানাগড়ের বাসিন্দা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, ‘‘ঘটনা অত্যন্ত নিন্দনীয় । বিজেপি এই ধরনের কাজ করে না । তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে ৷ এটা নিজেরাই করেছে । বিজেপির কোনও যোগ নেই এই ঘটনায় ।’’

তবে মৃতের বাবা শ্যামল বক্সির কথায়, ‘‘এই এলাকায় বিরোধী শক্তি দানা বাঁধতে পারেনি । আমি আর আমার ছেলে সংগঠন ছাড়া কিছু বুঝতাম না ।’’ খুন হওয়া চঞ্চল বক্সি ছিলেন আউশগ্রামের যুব তৃণমূলের সভাপতি । এই ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদে ।

আরও পড়ুন : Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানিয়েছেন, শ্যামল বক্সি ও তাঁর ছেলে চঞ্চল বক্সি একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 5টি গুলি ছোড়ে তাঁদের লক্ষ্য করে । 3টি গুলি লাগে চঞ্চল বক্সির গায়ে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে আউশগ্রাম দু’নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক । পানাগড়ের বাসিন্দা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, ‘‘ঘটনা অত্যন্ত নিন্দনীয় । বিজেপি এই ধরনের কাজ করে না । তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে ৷ এটা নিজেরাই করেছে । বিজেপির কোনও যোগ নেই এই ঘটনায় ।’’

তবে মৃতের বাবা শ্যামল বক্সির কথায়, ‘‘এই এলাকায় বিরোধী শক্তি দানা বাঁধতে পারেনি । আমি আর আমার ছেলে সংগঠন ছাড়া কিছু বুঝতাম না ।’’ খুন হওয়া চঞ্চল বক্সি ছিলেন আউশগ্রামের যুব তৃণমূলের সভাপতি । এই ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.