ETV Bharat / state

TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে - বুদবুদ

পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার বিজেপির ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বুদবুদ এলাকাজুড়ে ।

tmc leader murder by the goons in budbud
TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
author img

By

Published : Sep 7, 2021, 8:54 PM IST

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদে ।

আরও পড়ুন : Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানিয়েছেন, শ্যামল বক্সি ও তাঁর ছেলে চঞ্চল বক্সি একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 5টি গুলি ছোড়ে তাঁদের লক্ষ্য করে । 3টি গুলি লাগে চঞ্চল বক্সির গায়ে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে আউশগ্রাম দু’নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক । পানাগড়ের বাসিন্দা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, ‘‘ঘটনা অত্যন্ত নিন্দনীয় । বিজেপি এই ধরনের কাজ করে না । তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে ৷ এটা নিজেরাই করেছে । বিজেপির কোনও যোগ নেই এই ঘটনায় ।’’

তবে মৃতের বাবা শ্যামল বক্সির কথায়, ‘‘এই এলাকায় বিরোধী শক্তি দানা বাঁধতে পারেনি । আমি আর আমার ছেলে সংগঠন ছাড়া কিছু বুঝতাম না ।’’ খুন হওয়া চঞ্চল বক্সি ছিলেন আউশগ্রামের যুব তৃণমূলের সভাপতি । এই ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদে ।

আরও পড়ুন : Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের

পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানিয়েছেন, শ্যামল বক্সি ও তাঁর ছেলে চঞ্চল বক্সি একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 5টি গুলি ছোড়ে তাঁদের লক্ষ্য করে । 3টি গুলি লাগে চঞ্চল বক্সির গায়ে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে আউশগ্রাম দু’নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক । পানাগড়ের বাসিন্দা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, ‘‘ঘটনা অত্যন্ত নিন্দনীয় । বিজেপি এই ধরনের কাজ করে না । তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে ৷ এটা নিজেরাই করেছে । বিজেপির কোনও যোগ নেই এই ঘটনায় ।’’

তবে মৃতের বাবা শ্যামল বক্সির কথায়, ‘‘এই এলাকায় বিরোধী শক্তি দানা বাঁধতে পারেনি । আমি আর আমার ছেলে সংগঠন ছাড়া কিছু বুঝতাম না ।’’ খুন হওয়া চঞ্চল বক্সি ছিলেন আউশগ্রামের যুব তৃণমূলের সভাপতি । এই ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.