আসানসোল, 16 জানুয়ারি : দেশজুড়ে শুরু হয়েছে কোরোনা টিকাকরণ । পশ্চিম বর্ধমান জেলার ছয়টি কেন্দ্র থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে । আর প্রথম দিনেই ভ্যাকসিন নেওয়া নিয়ে বিতর্কে জড়ালেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য তথা তৃণমূল নেতা দিব্যেন্দু ভগৎ । তিনি স্বাস্থ্যকর্মী নন বলেই স্পষ্ট জানিয়েছেন আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় । এদিকে, কেন্দ্র এবং রাজ্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রথমে স্বাস্থ্যকর্মীরা এই ভ্যাকসিন নিতে পারবেন ৷ সেখানে কী করে দিব্যেন্দু ভগৎ ভ্যাকসিন নিলেন , তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷
এই বিষয়ে অমরনাথ চট্টোপাধ্যায় জানান, দিব্যেন্দুবাবু অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব । কিন্তু তার আগে তিনি সামাজিক ব্যক্তিত্ব । তিনি তাঁর জন্মদিনে এই কোভিড ভ্যাকসিন নিয়ে মানুষকে সচেতন করেছেন এবং মানুষকে উপহার দিয়েছেন । পাশাপাশি দিব্যেন্দু ভগৎ জানান, "কোরোনার সময়, আমি অনেক লড়াই করেছি । মানুষের পাশে থেকেছি । মানুষকে সচেতন করার জন্য আজ আমি প্রথমে টিকা নিয়েছি ৷"
আরও পড়ুন, কোরোনা ভ্যাকসিন প্রাপকের তালিকায় তৃণমূল বিধায়কের নাম, বিতর্ক তুঙ্গে
এদিকে শুধু আসানসোল নয়, আলিপুরদুয়ার ও কাটোয়াতেও তৃণমূল নেতার নামে বিতর্ক ছড়িয়েছে ৷ কোরোনা টিকা প্রাপকদের তালিকায় নাম পাওয়া গেছে আলিপুরদুয়রের বিধায়ক তৃণমূলের সৌরভ চক্রবর্তীর ৷ প্রথম দফায় কোরোনার টিকা পাওয়ার কথা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ৷ কিন্তু সেখানে কীভাবে একজন জনপ্রতিনিধির নাম এল, তা নিয়েই হইচই পড়ে যায় ৷ যদিও তিনি জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত টিকা নিচ্ছেন না ৷ অন্যদিকে, কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও টিকা নিয়েছেন ৷ জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, যেহেতু কাটোয়ার বিধায়ক কাটোয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সেই কারণেই তিনি ভ্যাকসিন নিয়েছেন । যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক ৷