ETV Bharat / state

কাটমানি ইশুতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, PHE বিভাগের সামনে বিক্ষোভ

author img

By

Published : Jul 10, 2019, 6:53 PM IST

Updated : Jul 10, 2019, 9:45 PM IST

কাটমানি খেয়ে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে । এই অভিযোগে আজ দুপুরে কুলটিতে PHE বিভাগে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ । তাদের অভিযোগ, ভুইঁফোড় কয়েকজন তৃণমূল নেতা কাটমানি খেয়েই স্থানীয়দের বদলে বহিরাগত যুবকদের চাকরি দিচ্ছে।

PHE বিভাগের সামনে বিক্ষোভ

কুলটি, 10 জুলাই : কাটমানি ইশুতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল । কাটমানি নিয়ে কুলটিতে PHE বিভাগে বহিরাগতদের কাজ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে । তাই আজ PHE বিভাগের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা ।

TMC
PHE বিভাগের সামনে বিক্ষোভ

আজ দুপুরে কুলটির PHE বিভাগের বাইরে পোষ্টার হাতে তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, তৃণমূলের কয়েকজন ''ভুইঁফোড়'' নেতা কাটমানি নিয়ে স্থানীয়দের বদলে বহিরাগত যুবকদের চাকরি দিচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেন।

TMC
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

স্থানীয় তৃণমূল কর্মী কল্যাণ ঘোষাল বলেন "স্থানীয় যুবকদের নিয়োগের স্বার্থেই আমাদের এই বিক্ষোভ । তৃণমূলের কয়েকজন ভুঁইফোড় নেতা কাটমানি নিয়ে বহিরাগতদের PHE বিভাগে কাজ দিচ্ছে । আমরা সেটা কিছুতেই হতে দেব না।"

ভিডিয়োয় শুনুন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য

বিশ্বজিৎ বাবু বলেন, "কে কাটমানি নিয়েছে তা জানি না । কিছু বহিরাগত যুবকদের নিয়োগ করা হচ্ছে । স্থানীয়দের নিয়োগ করা হোক । তাই এই আন্দোলনকে সমর্থন করি । তবে পাশাপাশি কে কাটমানি নিয়েছে সেটাও তদন্ত হোক ।"

কুলটি, 10 জুলাই : কাটমানি ইশুতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল । কাটমানি নিয়ে কুলটিতে PHE বিভাগে বহিরাগতদের কাজ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে । তাই আজ PHE বিভাগের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা ।

TMC
PHE বিভাগের সামনে বিক্ষোভ

আজ দুপুরে কুলটির PHE বিভাগের বাইরে পোষ্টার হাতে তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, তৃণমূলের কয়েকজন ''ভুইঁফোড়'' নেতা কাটমানি নিয়ে স্থানীয়দের বদলে বহিরাগত যুবকদের চাকরি দিচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেন।

TMC
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

স্থানীয় তৃণমূল কর্মী কল্যাণ ঘোষাল বলেন "স্থানীয় যুবকদের নিয়োগের স্বার্থেই আমাদের এই বিক্ষোভ । তৃণমূলের কয়েকজন ভুঁইফোড় নেতা কাটমানি নিয়ে বহিরাগতদের PHE বিভাগে কাজ দিচ্ছে । আমরা সেটা কিছুতেই হতে দেব না।"

ভিডিয়োয় শুনুন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য

বিশ্বজিৎ বাবু বলেন, "কে কাটমানি নিয়েছে তা জানি না । কিছু বহিরাগত যুবকদের নিয়োগ করা হচ্ছে । স্থানীয়দের নিয়োগ করা হোক । তাই এই আন্দোলনকে সমর্থন করি । তবে পাশাপাশি কে কাটমানি নিয়েছে সেটাও তদন্ত হোক ।"

Intro:কাটমানি খেয়ে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে। আর এই দাবি তুলে কুলটিতে PHE বিভাগে বিক্ষোভ দেখাল তৃণমূলেরই একাংশ। আজ দুপুরে কুলটির PHE বিভাগের বাইরে পোষ্টার হাতে তৃণমূলের নেতাকর্মীরা বসে পড়ে ।তাদের দাবি ভুইঁফোড় কিছু নেতা কাটমানি খেয়েই স্থানীয়দের বদলে বহিরাগত যুবকদের চাকরি দিচ্ছে।
কাটমানি ইশুতে গোটা রাজ্য তোলপাড়। তৃণমূলের বিভিন্ন নেতাদের নামে ব্লক থেকে শুরু করে জেলা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এবার তৃণমূলেরই একাংশ কাটমানি নেওয়ার প্রতিবাদে নামল। কুলটিতে PHE বিভাগে বহিরাগত যুবকদের নিয়োগ করা হচ্ছে। সেই কাজ দলেরই কিছু নেতা কাটমানি নিয়ে করেছে বলে অভিযোগ। তাই আজ সেই কাটমানি নেওয়ার প্রতিবাদে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় তৃণমূল কর্মী কল্যান ঘোষাল জানান “স্থানীয় যুবকদের নিয়োগের স্বার্থেই আমাদের এই আন্দোলন। কিছু ভুঁইফোড় নেতা কাটমানি নিয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাওস করতে চাইছে। আমরা সেটা কিছুতেই হতে দেব না।”
এরকম আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থানে আসেন যুব তৃণমূল নেতা বিশ্বজিত চট্টোপাধ্যায়। তিনিও আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করেন।
বিশ্বজিত বাবু জানান, “কে কাটমানি খেয়েছে তা জানি না। কিন্তু বহিরাগত যুবকদের নিয়োগ করা হচ্ছে। স্থানীয়দের নিয়োগ হোক। তাই এই আন্দোলনকে সমর্থন করি। তবে পাশপাশি কে কাটমানি খেয়েছে সেটাও তদন্ত হোক।”
Body:..Conclusion:
Last Updated : Jul 10, 2019, 9:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.