দুর্গাপুর, 18 মে: গত 16 মে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । 17 তারিখ নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিন শেষ করার পরে ফের তিনি ফিরে আসেন দুর্গাপুরের রাজীব গান্ধি স্মারক ময়দানে । 18 তারিখ বিকেলে স্মারক ময়দান থেকে তিনি রওনা দেন বাঁকুড়া জেলার উদ্দেশ্যে ।
কিন্তু তিনি যতক্ষণ এই অধিবেশন স্থল অর্থাৎ রাজীব গান্ধি স্মারক ময়দানে ছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল সম্বলিত দলীয় পতাকা মাটিতে চূড়ান্ত অবহেলার ও অবমাননার সঙ্গে পড়ে ছিল বলে অভিযোগ । রাজীব গান্ধি স্মারক ময়দানে যত্রতত্র তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে ।
অথচ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে অধিবেশন স্থলে ও তার পরদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বারবার জানান যে তাঁর কাছে তাঁর দল হল মায়ের সমান ।
তাছাড়া দলীয় পতাকা যেকোনও রাজনৈতিক দলের কাছে অত্যন্ত সম্মানের এবং গর্বের বস্তু । অথচ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় দেখা গেল চূড়ান্ত অবহেলার সঙ্গে গোটা মাঠ জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে উড়ে বেড়াচ্ছে । কীভাবে এটা হল, প্রশ্ন উঠছে ৷ কেন ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও উঠছে ৷ কারণ, অগণিত দলীয় কর্মী, পুলিশ কর্মীরা এই মাঠে উপস্থিত ছিলেন ৷ অথচ তাঁদের সবার নজর এড়িয়ে তৃণমূল কংগ্রেসের এতগুলি দলীয় পতাকা-সহ বহু প্ল্যাকার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠ ছাড়ার আগেই মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রইল ৷
যা দেখে রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা শুরু হয়েছে । সুযোগ বুঝে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ৷ তিনি বলেন, "আনুগত্যের সঙ্গে দলের কর্মীরা দলে নেই । কাটমানি আর তোলাবাজির জন্য অনেকে দলে আছেন । তাই দলীয় পতাকার এই অবমাননা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে স্বাভাবিক ঘটনা বলেই মনে হবে ।" এই প্রসঙ্গে অবশ্য তৃণমূল কংগ্রেসের কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে কেপমারদের দৌরাত্ম্য, পকেট ফাঁকা নেতা থেকে সাংবাদিকের