ETV Bharat / state

রানিগঞ্জে CPI(M)-এর প্রাক্তন বিধায়ককে দেখতে গেলেন জিতেন্দ্র তিওয়ারি - political courtesy

রানিগঞ্জের CPI(M)-এর প্রাক্তন বিধায়ক অসুস্থ হারাধন ঝা-এর সঙ্গে দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । যতটা সম্ভব সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি ।

political courtesy
political courtesy
author img

By

Published : Jul 4, 2020, 9:31 PM IST

রানিগঞ্জ, 4 জুলাই ‌: রাজনৈতিক সৌজন্যতার নজির । রানিগঞ্জের CPI(M)-এর প্রাক্তন বিধায়ক হারাধন ঝা-এর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করে গেলেন আসানসোলের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । দেখা করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও পৌরনিগমের কাউন্সিলর কাঞ্চন তিওয়ারিকে প্রতি সপ্তাহে তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশও দেন তিনি । কোনও রকম সমস্যা হলে, তাঁকে যতটা সম্ভব সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন অসুস্থ হারাধনবাবুকে।

CPI(M)-এর প্রাক্তন বিধায়ক হারাধন ঝা বলেন, “জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর সঙ্গে যারাা এসেছিলেন তাঁদের দেখে আমি খুব খুশি হয়েছি । জিতেন্দ্র তিওয়ারি উন্নয়নয়ের দিকে খুব নজর দিয়েছেন ।”

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, “2006 সালে দিদি আমাকে রানিগঞ্জে দলের প্রার্থী করেছিলেন ৷ সেই সময় আমি রানিগঞ্জের হারাধন ঝা-এর বিরুদ্ধে নির্বাচনে লড়াই । শুক্রবার আমি তাঁর অসুস্থতার কথা জানতে পেরেই দেখা করতে এলাম ।” তাঁর কথায়, “উনি আসল বামপন্থী মানুষ । তাঁর লড়াই বিফলে যাবে না । তাঁর মতো বামপন্থী বিচারধারার নেতা আজ সমাজে বিরল । আমরা তাঁর সুস্থ হওয়া ও দীর্ঘায়ু কামনা করি ।”

রানিগঞ্জ, 4 জুলাই ‌: রাজনৈতিক সৌজন্যতার নজির । রানিগঞ্জের CPI(M)-এর প্রাক্তন বিধায়ক হারাধন ঝা-এর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করে গেলেন আসানসোলের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । দেখা করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও পৌরনিগমের কাউন্সিলর কাঞ্চন তিওয়ারিকে প্রতি সপ্তাহে তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশও দেন তিনি । কোনও রকম সমস্যা হলে, তাঁকে যতটা সম্ভব সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন অসুস্থ হারাধনবাবুকে।

CPI(M)-এর প্রাক্তন বিধায়ক হারাধন ঝা বলেন, “জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর সঙ্গে যারাা এসেছিলেন তাঁদের দেখে আমি খুব খুশি হয়েছি । জিতেন্দ্র তিওয়ারি উন্নয়নয়ের দিকে খুব নজর দিয়েছেন ।”

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, “2006 সালে দিদি আমাকে রানিগঞ্জে দলের প্রার্থী করেছিলেন ৷ সেই সময় আমি রানিগঞ্জের হারাধন ঝা-এর বিরুদ্ধে নির্বাচনে লড়াই । শুক্রবার আমি তাঁর অসুস্থতার কথা জানতে পেরেই দেখা করতে এলাম ।” তাঁর কথায়, “উনি আসল বামপন্থী মানুষ । তাঁর লড়াই বিফলে যাবে না । তাঁর মতো বামপন্থী বিচারধারার নেতা আজ সমাজে বিরল । আমরা তাঁর সুস্থ হওয়া ও দীর্ঘায়ু কামনা করি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.