জামুড়িয়া, 24 জুন : উত্তপ্ত পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার কেন্দা এলাকা ৷ ঘটনায় আহত উভয়পক্ষের 6 জন ৷ ভাঙচুর করা হয় সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি-সহ আশেপাশের আরও10 টি বাড়ি ৷ জ্বালিয়ে দেওয়া হয় 4-5টি গাড়ি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেট বসানো হয় ৷ মোতায়েন রয়েছে কমব্যাট ফোর্স ৷ এখনও পর্যন্ত উভয়পক্ষের 10 জনকে আটক করা হয়েছে ৷
গত সন্ধ্যে সিপিএমের দুই সমর্থক কেন্দা মোড়ে চপের দোকানে যান ৷ তখন তাঁদের উদ্দেশ্য করে তৃণমূলের কয়েকজন কর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে বলে অভিযোগ ৷ ওই দুই যুবক তখন বিষয়টি স্থানীয়দের জানান ৷ কেন্দা ফাঁড়িতে স্থানীয়রা অভিযোগ জানাতে যান ৷ সেইসময় তৃণমূলের কর্মীরা তাঁদের পথ আটকান বলে অভিযোগ ৷
আরও পড়ুন : পিএইচই দফতরে টাকা নিয়ে নিয়োগের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগকারীদের উপর লাঠি, বোমা-পিস্তল নিয়ে হামলা চালায় ৷ ওই দুই যুবক সহ আরও বেশ কয়েকজন সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুর চালায় ও তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এলাকায় বোমাবাজি করতে থাকে ৷
এবিষয়ে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সাধনা বাউল বলেন, "ভোটে জেতার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী আমাদের গালিগালাজ করতে থাকে, মারধর, দরজা ধাক্কাধাক্কি করতে থাকে ৷ আমাদের অপরাধ, আমরা তৃণমূল করি না ৷ দিন দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়ে চলেছে ৷"
অন্যদিকে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্যের বক্তব্য, "আমাদের কর্মীদের মারধর করা হয়েছে ৷ তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়া হয়েছে ৷ আমাদের অনেক কর্মী আহত হয়েছেন ৷"