ETV Bharat / state

Asansol Municipal By-Election: আসানসোল পৌর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিধান উপাধ্যায়

আগামী 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন। আসানসোল পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। মঙ্গলবার আসানসোল মহকুমা শাসকের দফতরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিলেন তিনি (TMC Candidate Field Nomination for Asansol Municipal By-Election)।

author img

By

Published : Aug 2, 2022, 6:32 PM IST

Updated : Aug 2, 2022, 8:23 PM IST

Asansol Municipal By-Election
মনোনয়ন জমা দিলেন বিধান উপাধ্যায়

আসানসোল, 2 অগস্ট: মুখ্যমন্ত্রীর হঠাৎ ঘোষণা মতো গত 25 ফেব্রুয়ারি আসানসোলের মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি পৌরভোটে লড়াই না করলেও মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে তাঁকেই মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে ভোটে জিততে হবে। তাই তাঁকে মেয়র থাকতে হলে উপ নির্বাচনে জয়ী হতে হবে (TMC Candidate Field Nomination for Asansol Municipal By-Election)৷

আগামী 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন। এই নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি নিজের মনোনয়ন দাখিল করলেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আসানসোলের বিএনআর থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান বিধান। তাঁর সঙ্গে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং-সহ তৃণমূলের সমস্ত জেলার নেতারা।

পৌর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিধান উপাধ্যায়

আরও পড়ুন: বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা, ভাঙল গাড়ি

মনোনয়ন দাখিলের পর বিধান উপাধ্যায় বলেন, "নিশ্চিতভাবেই জয় তৃণমূলের, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।" অন্যদিকে, বিজেপিও ইতিমধ্যেই তাদের তরফে প্রার্থী ঘোষণা করেছেন। শ্রীদীপ চক্রবর্তী বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন। এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, "ওনারাও খেলতে নেমেছেন। কিন্তু ওনাদের কাছে কোনও ইস্যু নেই। আমাদের এজেন্ডা উন্নয়ন। মানুষ উন্নয়ন দেখেছে তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।" এরপর তাঁকে সম্প্রতি ঘটে যাওয়া পার্থ চট্টোপাধ্যায় ইস্যু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন "এই ভোটে তাঁর কোনও প্রভাব পড়বে না। ওটা আইনি বিষয়। আইনের পথেই চলবে।"

আসানসোল, 2 অগস্ট: মুখ্যমন্ত্রীর হঠাৎ ঘোষণা মতো গত 25 ফেব্রুয়ারি আসানসোলের মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি পৌরভোটে লড়াই না করলেও মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে তাঁকেই মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে ভোটে জিততে হবে। তাই তাঁকে মেয়র থাকতে হলে উপ নির্বাচনে জয়ী হতে হবে (TMC Candidate Field Nomination for Asansol Municipal By-Election)৷

আগামী 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন। এই নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি নিজের মনোনয়ন দাখিল করলেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আসানসোলের বিএনআর থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান বিধান। তাঁর সঙ্গে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং-সহ তৃণমূলের সমস্ত জেলার নেতারা।

পৌর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিধান উপাধ্যায়

আরও পড়ুন: বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা, ভাঙল গাড়ি

মনোনয়ন দাখিলের পর বিধান উপাধ্যায় বলেন, "নিশ্চিতভাবেই জয় তৃণমূলের, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।" অন্যদিকে, বিজেপিও ইতিমধ্যেই তাদের তরফে প্রার্থী ঘোষণা করেছেন। শ্রীদীপ চক্রবর্তী বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন। এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, "ওনারাও খেলতে নেমেছেন। কিন্তু ওনাদের কাছে কোনও ইস্যু নেই। আমাদের এজেন্ডা উন্নয়ন। মানুষ উন্নয়ন দেখেছে তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।" এরপর তাঁকে সম্প্রতি ঘটে যাওয়া পার্থ চট্টোপাধ্যায় ইস্যু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন "এই ভোটে তাঁর কোনও প্রভাব পড়বে না। ওটা আইনি বিষয়। আইনের পথেই চলবে।"

Last Updated : Aug 2, 2022, 8:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.