দুর্গাপুর, 26 এপ্রিল: সপ্তম দফার ভোট শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে ৷
এদিন সকালে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার কাঁকসার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের বুথগুলি পরিদর্শনে যান ৷ সেখানে তিনি বুথের কাছে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়ান কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৷
তাঁর অভিযোগ, ভোট ঠিকমতো হচ্ছে কি না, পোলিং এজেন্টরা ঠিক আছেন কি না, তা দেখতে সকালেই পৌঁছন ওই বিদ্যালয়ে ৷ সেখানে বুথের কাছেই রাস্তার ধারে গাড়ি রাখতে নির্দেশ দেন ড্রাইভারকে ৷ স্কুল থেকে বেরিয়ে তিনি খোঁজ করে জানতে পারেন কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে তাঁর গাড়িটি ওই জায়গা থেকে আধ কিলোমিটার দূরে রাখা হয়েছে ৷ রোদ্দুরের মধ্যে আধ কিলোমিটার হেঁটে গেলে তাঁর সময় নষ্ট হবে ৷ অথচ ওখানেই স্কুলের একেবারে কাছে অন্য দলের প্রার্থীর গাড়ি-সহ, তাঁর দেহরক্ষীদের গাড়িও রয়েছে ৷ এ নিয়ে তিনি ওখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক রাজেন্দ্রকুমারের কাছে কৈফিয়ত দাবি করেন ৷ একজন প্রার্থীর গাড়ি স্কুলের আধ কিলোমিটারের মধ্যে রাখা না গেলে অন্য প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর গাড়ি কী ভাবে সেখানেই রাখার অনুমতি পেল, তা জানতে চান তিনি ৷
তৃণমূল নেতা প্রদীপ মজুমদারের দাবি, তারা এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে না পেরে, ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়ি তখনই সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় ৷ ভোটের দিনে এই বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া যায় না ৷ তাই তিনি প্রতিবাদ করেন ৷
তবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক রাজেন্দ্রকুমার তাঁর কাছে এসে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন প্রদীপবাবু ৷