রানিগঞ্জ, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচার ঘিরে রবিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল রানিগঞ্জের রতিবাটিতে । এদিন প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপি পরস্পর মুখোমুখি হয়ে যাওয়ায় দু'পক্ষের মধ্যে প্রথমে স্লোগানের লড়াই এবং তারপর বচসা শুরু হয় ৷ শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয় ।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপির জেলা সভাপতি দিলীপ দে । তাঁদের অভিযোগ, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিনোদ নোনিয়ার নেতৃত্বেই বিজেপির প্রচার মিছিলে হামলা চালানো হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিনোদ নোনিয়া ।
পঞ্চায়েত ভোটের আগে এদিন শেষ রবিবাসরীয় প্রচার চলছিল আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জের রতিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় । বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল করার সময় উলটো দিক থেকে তৃণমূলেরও একটি মিছিল আসে । দুটি মিছিল মুখোমুখি হতেই দু'পক্ষের দিক থেকেই সজোরে স্লোগান দেওয়া শুরু হয় । একপক্ষ অন্যপক্ষকে চোর বলে স্লোগান দিতে শুরু করে। ক্রমে উত্তেজনা বাড়তে থাকে ৷ এরপর দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
বিজেপির অভিযোগ হঠাৎই তৃণমূল নেতা তথা রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিনোদ নোনিয়া বিজেপি কর্মীদের মারধর শুরু করেন। বিজেপি পালটা প্রতিরোধ গড়ে তুললে বিবাদমান দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায়। ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির জেলা সভাপতি দিলীপ দে । তাঁরা সরাসরি অভিযোগ করেছেন বিনোদ নোনিয়ার নেতৃত্বে তৃণমূলের গুণ্ডারা মারধর করেছে বিজেপি কর্মী-সমর্থকদের ।
আরও পড়ুন: রাজ্যপালের সফরকালে উত্তপ্ত গিতালদহ ! বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম 6
ঘটনার বিচার চেয়ে এদিন অগ্নিমিত্রা পল রাস্তায় বসেও প্রতিবাদ জানান ৷ যদিও পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ দিলে ঘটনার সঠিক তদন্ত হবে এবং ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে, তৃণমূল নেতা বিনোদন নোনিয়ার কথায়, ওরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু'কথা বলছিল, সে কারণেই আমরা প্রতিবাদ করেছি ৷ কাউকে মারধর করা হয়নি।