আসানসোল , 5 ফেব্রুয়ারি : BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্ত BJP কর্মীর নাম পিন্টু তিওয়ারি । তাঁকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । সালানপুর থানার আছড়া গ্রামের ঘটনা । আছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে । যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন ।
গত কয়েকদিন আগে সালানপুর থানার আছড়া গ্রামে BJP র একটি দলীয় অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল । অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ফের আজ সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ । এ প্রসঙ্গে পিন্টু তেওয়ারি জানিয়েছেন ,সন্ধ্যায় বাড়ি যাওয়ার পর তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় । পুরো ঘটনায় নেতৃত্ব দেন উপপ্রধান হরেরাম তেওয়ারি । ঘটনায় তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন । এরপর সেখান থেকে পিন্টুকে নিয়ে চলে যাওয়া হয় । বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি । পরে জানা যায় পিন্টুকে পুলিশই নিয়ে গেছে । কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তাঁকে থানায় আটকে রেখে দেওয়া হয় বলে অভিযোগ ।
BJP র যুব মোর্চার জেলা সভাপতি অরিজিত রায় বলেন, "গুরুতর আহত অবস্থায় পিন্টু তিওয়ারিকে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল অমানবিকভাবে । তারপর বিজেপি কর্মীরা চাপ দিলে তাকে হাসপাতালে পাঠায় পুলিশ। " ঘটনাচক্রে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই হরেরাম তিওয়ারি নিজেও আসানসোল জেলা হাসপাতালে ভরতি হয়েছেন । তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও কথাই বলতে রাজি হননি বরং ইশারায় বুঝিয়ে দিয়েছেন তিনি অসুস্থ । ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ ।